চালক বেশে ২০ বছর পলাতক ফাঁসির আসামি
একটি হত্যা মামলায় ফাঁসির দণ্ডে দণ্ডিত হন জসিম উদ্দিন। এরপর এই দণ্ড মাথায় নিয়ে চালক বেশে ২০ বছর পলাতক ছিলেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি, গ্রেপ্তার হয়েছেন র্যাবের অভিযানে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) র্যাব সদর দপ্তর থেকে এ তথ্য জানিয়ে বলা হয়, চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন নিমতলা বিশ্বরোড এলাকা থেকে গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাতে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে র্যাব-৭।
র্যাব-৭ জানায়, চট্টগ্রামের লোহাগাড়ায় আলোচিত ও চাঞ্চল্যকর ব্যবসায়ী ‘জানে আলম’ হত্যা মামলার ২০ বছর ধরে ড্রাইভারের ছদ্মবেশে পলাতক মৃত্যুদন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত জসিম উদ্দিন’কে গ্রেপ্তার করা হয়। ২০০২ সালের ৩০ মার্চ আদালতে স্বাক্ষী দেওয়ার আগে আনুমানিক সকাল ৯ টায় পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ী জানে আলম (৪৮) কে তার ১ বছরের শিশু বাচ্চার সামনে নির্মম ও নৃশংসভাবে প্রথমে লাঠি-সোটা, দেশিয় ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে আঘাত করে এবং পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করার জন্য গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার বড় ছেলে মো. তজবিরুল আলম বাদী হয়ে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানায় ২১ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব আরও জানায়, এই হত্যাকাণ্ডের মাত্র চার মাস আগে অর্থাৎ ২০০১ সালের ৯ নভেম্বর জানে আলমের আপন ছোট ভাইকে ঐ বাহিনী একইভাবে হত্যা করে। ওই মামলাতেও জসিম উদ্দিন অন্যতম প্রধান আসামী ছিলেন। পরে আদালত ২০০৭ সালের ২৪ জুলাই রায় ঘোষণা করেন। রায়ে ১২ জনকে ফাঁসি এবং ৮ জনকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন। পরবর্তীতে ওই রায়ের আসামিরা সুপ্রীম কোর্টে আপিল করলে আদালত জসিম উদ্দিনসহ মোট ১০ জনকে মৃত্যুদন্ডে দন্ডিত ও ২ জনকে যাবজ্জীবন এবং বাকিদের খালাস দেন।
তদন্তসংশ্লিষ্টরা জানান, ব্যবসায়ী জানে আলমের ছোট ভাইকে হত্যার পর থেকেই আসামি মো. জসিম উদ্দিন চট্টগ্রাম মহানগরীর ডাবলমুড়িং থানাধীন ফকিরহাট এলাকায় বাসা ভাড়া নিয়ে সেখানে ট্রাক ড্রাইভারি করে প্রায় তিন বছর বসবাস করে। এখান থেকে গিয়ে জানে আলম হত্যায় অংশগ্রহণ করেন। এরপর কালুরঘাট এলাকায় বাসা ভাড়া নিয়ে বোয়ালখালী বিয়ে করে এবং লোহাগাড়ায় নিজের পৈত্রিক ভিটা-বাড়ি ফেলে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। এরপর কালুরঘাট এলাকায় ড্রাইভারি পেশায় তিন বছরের মত অবস্থান করে।
পরবর্তীতে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ ডেবারপাড় বাসা নিয়ে ড্রাইভারি পেশায় চার বছর বসবাস করে। এরপর আবার ফকির হাটে বাসা ভাড়া নিয়ে সাত বছর ড্রাইভারি পেশায় অবস্থান করে। সেখান থেকে বাসা পরিবর্তন করে বন্দর থানাধীন নিমতলা বাসা ভাড়া নিয়ে ড্রাইভারি পেশায় এখন পর্যন্ত অবস্থান করছিল। মূলত এই বিশ বছর সে ট্রাক ড্রাইভারের পেশায় নিজেকে আত্মগোপন করে রেখেছিল।
এনএইচ/এএস