গ্রাহকের গ্যাস-বিদ্যুৎ বিলের অর্থ হাতিয়ে নেওয়া মাসুদ গ্রেপ্তার

রাজধানীর মিরপুরের মনিপুর এলাকার গ্রাহকদের গ্যাস ও বিদ্যুৎ বিল বাবদ কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের হোতা মাসুদ মিয়াকে গ্রেপ্তার করেছে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর)।
পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) এর পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এই মামলায় গ্রেপ্তার ওমর ফারুক আদালতে দেয়া স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে উল্লেখ করা মো. মাসুদ মিয়া (৫১) মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে ভাটারা নতুন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আসামী ওমর ফারুক মনিপুর এলাকায় ইন্টার্ণ ব্যাংকিং এন্ড কমার্স প্রতিষ্ঠান দিয়ে এলাকার আনুমানিক ৫/৬ শত গ্রাহকদের নিকট হতে দুই কোটি এিশ লাখ টাকা গ্যাস, বিদ্যুৎ, পানি ও টেলিফোন বিল বাবদ গ্রহণ করে উক্ত টাকা সংশ্লিষ্ট ইউনিটে জমা না করে বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে গ্রেপ্তারকৃত উক্ত আসামী সহ অন্যান্য আসামীদের সহায়তায় আত্মসাৎ করে।
এ ব্যাপারে মিরপুর মডেল থানায় একটি মামলা রয়েছে।
এনএইচ/এমএমএ/
