কামরাঙ্গীরচরে কিশোরী হত্যায় গ্রেপ্তার ৩
রাজধানীর কামরাঙ্গীরচরে জন্মদিনে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে হত্যার মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই কিশোরীর নাম সুইটি আক্তার মম (১৫)। শুক্রবার সুইটির জন্মদিনের পার্টিতে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে কোমল পানিয় পান করিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি নিহতের পরিবারের। এ ঘটনায় সুইটির মা পারভীন বেগম বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন।
রোববার (২৩ জানুয়ারি) রাতে এ বিষয়টি নিশ্চিত করেন কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, গত শুক্রবার সুইটির জন্মদিন ছিল। অন্য এক জায়গায় বন্ধুরা তাকে নিয়ে জন্মদিনের পার্টি করে। সেখানে বন্ধুরা তাকে জোর করে কোমল পানির সঙ্গে নেশা জাতীয় কিছু পান করিয়ে দেয়। এরপর সে অসুস্থ হয়ে পড়ে। শনিবার পরিবারের লোকজন তাকে তেঁতুল খাওয়ায়। পরে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে সুইটি। রোববার ভোরে সুইটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সুইটির মা পারভিন বেগম বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সুইটি কামরাঙ্গীরচর মুসলিমবাগ এলাকার মাহবুব আলমের মেয়ে।
এএইচ/এসএন