ট্রান্সজেন্ডার বিউটি ব্লগার নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ৩
চাঞ্চল্যকর ও আলোচিত ট্রান্সজেন্ডার নারী বিউটি ব্লগার কে যৌন নির্যাতন ও হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় মূলহোতা ইশতিয়াক আমিন ফুয়াদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার (২৩ জানুয়ারি) র্যাব সদরদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখা জানায়, রাজধানীর ফার্মগেট ও মহাখালী থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সাদ মুআ বিউটি ব্লগার হিসেবে পরিচিত। মেকআপ টিউটোরিয়ালসহ বিউটি কেয়ারের নানা ধরনের ভিডিও কনটেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচিত তিনি।
এর আগে, শুক্রবার (২১ জানুয়ারি) যৌন নির্যাতনের অভিযোগে রাজধানীর ভাটারা থানায় একটি মামলা করেন ট্রান্সজেন্ডার নারী বিউটি ব্লগার সাদ মুআ।
সাদ মুআ তিনজন অপরাধীর মধ্যে দুজনের ছবি প্রকাশ করে তার ফেসবুক পেইজে লেখেন, ‘তিনজনের মধ্যে এই হচ্ছে দুইজন, যারা আমাকে আটকে রেখে টর্চার করে সব কিছু নিয়ে নেয়। মেয়েটার নাম সায়মা শিকদার নিরা, ছেলের নাম ইশতিয়াক ফুয়াদ। এই মেয়েটাকে তারা স্যার স্যার বলে ডাকছিলো। আর ওয়াকিটকি তে রাফাত বিন নুর স্যার এর সঙ্গে কথা বলছিল আমাকে পাচার করে দেওয়ার জন্য। পরে জানলাম সে যে রাফাতের কথা বলছিল, তিনি আর্মিতে চাকরি করেন। আর সে এখন মিশনে দেশের বাইরে আছে। আর ছবির ছেলেটা এয়ারফোর্সে ছিল এবং কোনো কারণবশত ওর চাকরি চলে যায়। ছেলেটি নর্থসাউথে পড়ে আর মেয়েটা পরে ড্যাফোডিলে। অথচ ছেলেটা নিজেকে আর্মি ক্যাপ্টেন বলে পরিচয় দেয়, আর মেয়েটা নিজেকে পুলিশ কর্মকর্তা বলে পরিচয় দেয়। কোথাও কোথাও বলে যে সে নর্থ সাউথে পড়ে। এ ছাড়া এদের পরিচিত লোকদের থেকে জানা যায়, ওদের বসুন্ধরাতে কয়েকটা বাসা ভাড়া নেওয়া। সব জায়গাতে তারা স্বামী স্ত্রী পরিচয়ে মাঝে মাঝে থাকে। বসুন্ধরার বাইরেও নাকি এদের বাসা আছে।’
এনএইচ/এসএ/