চাকরিচ্যুত সেই কারারক্ষী ফের গ্রেপ্তার

ফোন নম্বর ক্লোন করে সাংসদ শেখ তন্ময় সেজে খুলনার কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনসকে) চাকরির তদবির করে গ্রেপ্তার হয়েছিলেন চাকরিচ্যুত কারারক্ষী তারেক সরকার। এবার তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের পরিচয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবকে ফোনে চাকরির সুপারিশ করতে গিয়ে আবারও গ্রেপ্তার হলেন।
বুধবার (১৯ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেন। তিনি জানান, গত রোববার তারেক জাহাঙ্গীর কবির নানকের পরিচয় দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেনকে ফোন করেন। কিন্তু তার কথাবার্তা সন্দেহজনক হওয়ায় বিষয়টি ডিএমপিকে জানান আখতার হোসেন। বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিএমপির গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগকে। ডিবি পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, মুঠোফোন নম্বরটি জাহাঙ্গীর কবির নানকের নয়। এটি তারেক নামের একজনের। তিনি জাহাঙ্গীর কবির নানকের ফোন নম্বর ক্লোন করে সচিবকে ফোন করেন।
এ ঘটনায় তখনই রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। পরে মঙ্গলবার (১৮ জানুয়ারি) পল্টনের পলওয়েল মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এরআগে, ২০০৬ সালে কারারক্ষী পদে নিয়োগ পান তারেক। ২০২০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। মামলায় তার ছয় মাসের কারাদণ্ড হয়।
এনএইচ/এমএমএ/
