অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণ হারালেন পুলিশ সদস্য
কেরানীগঞ্জ ঘাটারচর এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন পুলিশ সদস্য মীর আব্দুল হান্নান (৫৮)। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় তার মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ জানুয়ারি) কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ওই পুলিশ কর্মকর্তা বিমানবন্দর এলাকায় বাংলাদেশ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি রোববার দুপুরে বিমানবন্দর এলাকা থেকে একটি যাত্রীবাহী বাসে করে কল্যাণপুর আসছিলেন। এক পর্যায়ে তিনি বাসের মধ্যে অচেতন হয়ে পড়েন। বাসটির শেষ স্টপেজ কেরানীগঞ্জের ঘাটারচর এসে থামলে তখন ওই বাসের স্টাফরা তাকে নামিয়ে রেখে যায়। খবর পেয়ে স্বজনরা মীর আব্দুল হান্নানকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন রাতে তার মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, বাসের মধ্যে ওই পুলিশ কর্মকর্তা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলো বলে ধারণা করা হচ্ছে। বাসটি এখনও শনাক্ত করা যায়নি। তবে বাসটি প্রজাপতি পরিবহনের বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এনএইচ/