চোর সন্দেহে বাংলা কলেজে রুবেলকে পিটিয়ে হত্যা: ডিবি
সরকারি বাংলা কলেজের ৮১৬ নম্বর কক্ষ থেকে উদ্ধার হওয়া মৃতদেহটি লালমনিরহাটের রুবেল মিয়ার। চোর ভেবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিলো বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (১৬ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়।
গত ৫ জানুয়ারি লালমনিরহাট থেকে নিখোঁজ হন রুবেল। পরে ১৩ জানুয়ারি সন্ধ্যায় দারুস সালাম থানা এলাকার সরকারি বাংলা কলেজের নির্মাণাধীন ১০ তলা ভবনের ৫ম তলার ৮১৬ নং কক্ষ থেকে রুবেলের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পরদিন ১৪ জানুয়ারি তারা চাচা দারুস সালাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শুরু করে গোয়েন্দা মিরপুর জোনাল টিম।
সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) মোহাম্মদ হারুন অর রশীদ জানান, রুবেলের মৃতদেহ উদ্ধারের পর তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ। এরই ধারাবাহিকতায় রবিবার গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকা এবং রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে আব্দুল জলিল ও আব্দুল মন্নান নামের দুজনকে গ্রেফতার করে গোয়েন্দা বিভাগের মিরপুর জোনাল টিম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে হারুন বলেন, মামলাটি তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে আব্দুল জলিল ও আব্দুল মন্নানকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে গত ৯ জানুয়ারি বিকাল ৪ টায় রুবেলকে সরকারি বাংলা কলেজের নির্মাণাধীন একটি ভবন থেকে চোর ভেবে আটকে রাখে। পরে তারা ইতোপূর্বে চুরি যাওয়া মোবাইল ও টাকা উদ্ধারের জন্য রুবেলের হাত রশি দিয়ে বাঁধে এবং একই রশি দিয়ে গলায় ফাঁস দেয়। এর ফলে রুবেল মারা গেলে তারা সেলফোন বন্ধ করে পালিয়ে যায়।
এনএইচ/এএস