রাজধানীতে বিপুল পরিমাণ বিদেশি মদসহ গ্রেপ্তার ২
রাজধানীর খিলক্ষেত থেকে ৭২০ বোতল বিদেশি মদসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় দু’টি প্রাইভেটকারও জব্দ করা হয়।
শনিবার (১৫ জানুয়ারি) র্যাব-১ এ তথ্য জানানো হয়।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, নারায়নগঞ্জ থেকে প্রাইভেটকারে বিদেশী মদের একটি চালান ঢাকা আসছে-এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাজধানীর খিলক্ষেতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ৪২০ বোতল বিদেশি মদসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় গাড়ির চালক মো. আরিফুল ইসলামকে।
র্যাব-১ এর অপর একটি দল শনিবার সকাল সাড়ে ৭টায় খিলক্ষেত থানা এলাকার লা মেরিডিয়েন ঢাকা হোটেলের সামনে পাকা রাস্তার ওপর চেক পোস্ট স্থাপন করে। সেখানে আরেকটি প্রাইভেটকার থেকে ৩০০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় মো. লিটন নামের এক ব্যাক্তিকে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে র্যাব জানায়, তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা পেশায় প্রাইভেটকার চালক। তারা দীর্ঘদিন যাবত এই মাদক ব্যবসা ও মাদক পরিবহনের সঙ্গে জড়িত। তারা মাদক ব্যবসায়ীর কাছ থেকে মদ সংগ্রহ করে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় সরবরাহ করত। তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা ও মাদক পরিবহণ করে আসছিল বলে জানায়। মাদকের চালান প্রতি তাদেরকে ১০-১৫ হাজার টাকা করে দিত মর্মে স্বীকার করে।
এনএইচ/এমএমএ/