জাল সনদ তৈরি চক্রের এক সদস্য গ্রেপ্তার

বিভিন্ন পাবলিক পরীক্ষার সনদ, বিআরটিএ সনদ, টিন সনদপত্রসহ বিভিন্ন ধরনের জাল সনদ তৈরির অপরাধে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। শুক্রবার (১৪ জানুয়ারি) র্যাব-৪ এ তথ্য জানায়।
র্যাব জানায়, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মো. শহিদুল ইসলাম নামের জাল সনদ তৈরি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে বিভিন্ন ধরনের জাল সনদ, সনদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে র্যাব জানায়, শহিদুল ইসলাম দীর্ঘদিন যাবত মিরপুরে অনুবাদ কম্পিউটারের দোকান খুলে বিভিন্ন পাবলিক পরীক্ষার সনদপত্রসহ বিআরটিএ সনদ ও বিভিন্ন নামীয় টিন সনদপত্র জাল করে ছাপিয়ে মোটা অংকের অর্থের বিনিময়ে বিক্রয় করে আসছে। জব্দ করা বিআরটিএ প্রাপ্তি সনদ ও টিন সনদপত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদে তিনি কোন সদুত্তর দিতে পারেনি।
এনএইচ/এসআইএইচ
