গুম নিয়ে প্রকাশিত সংবাদ অতিরঞ্জিত, দাবি ডিএমপির
‘গুম ব্যাক্তিদের বাড়ি বাড়ি পুলিশ, সাদা কাগজে সই দিতে চাপ’ শীর্ষক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে অতিরঞ্জিত ও বিকৃত বলে দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ধরনের সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে নগর পুলিশের পক্ষ থেকে।
শুক্রবার (১৪ ডিসেম্বর) ডিএমপি থেকে পাঠানো এক প্রতিবাদলিপিতে এমন অনুরোধ করা হয়।
ডিএমপির দাবি, উদ্দেশ্যমূলক ভাবে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করা হয়েছে বলে প্রতীয়মান হয়। বিভিন্ন সময়ে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা থেকে ‘গুম হওয়া’ সংক্রান্তে দায়ের করা অভিযোগের বিষয়ে হালনাগাদ তথ্য উপস্থাপন এবং উপস্থাপিত অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভিকটিম এবং অভিযোগ প্রদানকারী ব্যাক্তিবর্গের সঙ্গে যোগাযোগ রাখা, তাদরে কাছ থেকে তথ্য সংগ্রহ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করা পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থার প্রথাগত দায়িত্ব। এই দায়ত্বি পালনের অংশ হিসেবে পুলিশ মাঝেমধ্যে ভিকটিম পরিবারের সঙ্গে যোগাযোগ করে থাকে।
প্রতিবাদলিপিতে বলা হয়, ‘গণমাধ্যমে প্রকাশিত সবুজবাগ থানা এলাকায় মাহবুব হাসান সুজন নিখোঁজ হওয়ার ব্যাপারে পুলিশ ১০ জানুয়ারি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। এ সময়ে মাহবুব হাসান সুজনের ভাই মো. শাকিল খান তার ভাইয়ের নিখোঁজ হওয়ার স্থান সর্ম্পকে ভিন্ন তথ্য উপস্থাপন করেন, যা ইতির্পূবে রুজুকৃত সবুজবাগ থানার জিডিতে উল্লেখ নেই। এ ব্যাপারে একটি লিখিতভাবে বিস্তারিত তথ্য উপস্থাপনের জন্য পুলিশ অনুরোধ করলে তিনি ও তার পিতা অস্বীকার করেন। কিন্তু পরবর্তীতে তারা এ বিষয়ে মিডিয়ার কাছে মিথ্যাচার করেছেন এবং বলেছেন, পুলিশ তার বাবার কাছ থেকে সাদা কাগজে সই নেওয়ার চেষ্টা করেন। অপরদিকে একই ঘটনায় মাহবুব হাসান সুজনের সঙ্গে নিখোঁজ হওয়া কাজী ফরহাদের বোন এবং ভগ্নিপতি নিখোঁজ সংক্রান্তে বিস্তারিত তথ্য লিখিতভাবে পুলিশের কাছে উাপস্থাপন করেন।’
গণমাধ্যমের উদ্দেশে ডিএমপির ওই প্রতিবাদলিপিতে বলা হয়, ‘ভবিষ্যতে এ ধরনের অতিরঞ্জিত, বিকৃত এবং মনগড়া তথ্য প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো এবং একই সঙ্গে পুলিশের আইনানুগ দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হলো।’
এনএইচ/এসআইএইচ