গাঙচিল বাহিনীর প্রধান লেদু গ্রেপ্তার

গাঙচিল বাহিনীর প্রধান ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রুহুল আমিন ওরফে লেদুকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (২০ জানুয়ারি) সকালে র্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি মাজহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাজহারুল ইসলাম বলেন, সংবাদের ভিত্তিতে উত্তরা পূর্ব থানাধীন হাউজবিল্ডিং এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ৫টি ডাকাতি মামলায় পরোয়ানাভুক্ত আসামি রুহুল আমিন ওরফে লেদুকে গ্রেপ্তার করা হয়।
লেদুকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ২০০০ সাল থেকে সাভার মডেল থানাধীন আমিন বাজার ও তার আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে উত্থান হয় গাঙচিল বাহিনীর। যার প্রধান ছিলেন আনোয়ার হোসেন ওরফে আনার। সাভারের পানিবেষ্টিত বিস্তর এলাকাকে আস্তানা বানিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করায় এর নামকরণ হয় গাঙচিল বাহিনী। তুরাগ ও বুড়িগঙ্গা নদীর দুই ধারে ব্যাপক পরিসরে একক আধিপত্য বিস্তার করেছিল এই বাহিনী।
আসামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
কেএম/এসএন
