পেটের ভেতরে ইয়াবার প্যাকেট, গুরুতর অসুস্থ পাচারকারী
নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে পেটের ভেতর ইয়াবা পাচারকালে রুবেল হোসেন (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা জহিরুল (২৬) ও মকবুলকে (৪০) আটক করেছে পুলিশ।
তবে চিকিৎসকরা তার পেট থেকে ইয়াবার প্যাকেটগুলো বের করার চেষ্টা করছেন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
অসুস্থ রুবেল হোসেনের স্ত্রী সাহিদা বেগম বলেন, আট দিন আগে পেটের ভেতর করে পাচার করার জন্য ১৭ প্যাকেট ইয়াবা কুমিল্লা থেকে গিলে ফেলে। যার মধ্যে ৪০টা করে ইয়াবা থাকে। পরে অসুস্থ হয়ে বাসায় চলে আসে। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে আজ সকালে দুজন প্রতিবেশীর সহায়তায় ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে তিনি ২১৯ নম্বর ওয়ার্ডের ১৩ নম্বর বেডে চিকিৎসাধীন আছি। তার অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন চিকিৎসক।
সাহিদা বেগম বলেন, চিকিৎসকরা তার পেট থেকে ইয়াবার প্যাকেটগুলো বের করার চেষ্টা করছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ বলেন, খবর পেয়ে দুজনকে আটক করে পুলিশ ক্যাম্পে রেখেছি। ২১৯ নম্বর ওয়ার্ডে রুবেলের চিকিৎসা চলছে। তার পেটের মধ্যে ১৭ প্যাকেট ইয়াবা আছে বলে জানা গেছে।
কেএম/আরএ/