ঢাকার আশুলিয়া থেকে ৪ মামলার আসামি গ্রেপ্তার

ঢাকার আশুলিয়া থেকে হত্যা, অস্ত্র ও ডাকাতিসহ চার মামলার আসামি মো. হযরত আলীকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-৪।
শুক্রবার (১৩ জানুয়ারি) আশুলিয়ার বাসাইদ এলাকায় অভিযান চালায়ে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব-৪।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অটোরিকশাচালক শহিদুল ইসলাম শহীদ সাভারের রাজাসন এলাকায় ভাড়া বাসায় থেকে ভাড়ায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত বছরের ১০ জুন সন্ধ্যায় গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে রাতে আর বাসায় ফেরেননি শহীদ। এতে স্ত্রী লাইলি বেগম শহীদের ব্যবহৃত মোবাইলফোনে কল করলে বন্ধ পান। পরদিন সকালে লাইলি বেগম ফেসবুকের মাধ্যমে জানতে পারেন সাভারের আনন্দপুর সিটিলেনের একটি খালি প্লটের মধ্যে একটি মরদেহ পাওয়া গেছে। পরে মরদেহ শনাক্ত করেন তিনি। এ ঘটনায় লাইলি বেগম বাদী হয়ে সাভার মডেল থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি ডাকাতিসহ হত্যা মামলা করেন।
র্যাব জানায়, ওই মামলায় গোয়েন্দারা আমীর হোসেন বাবু (২৫) নামে একজন আসামিকে গ্রেপ্তার করে। আসামি বাবু আদালতে ডাকাত দলের নেতা মো. হযরত আলীসহ অন্যান্য আসামিদের সম্পৃক্ত করে শহিদুল ইসলাম শহীদকে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই জবানবন্দীকে কেন্দ্র করে পরে র্যাব অভিযান চালিয়ে হযরত আলীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব-৪।
কেএম/এএস
