জেএমবির দাওয়াহ শাখার প্রধান রাজধানীতে গ্রেপ্তার
একটি হাফিজিয়া মাদ্ররাসা শিক্ষককে গ্রেপ্তারের পর এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) বলছে, “তিনি জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দিনাজপুর ও নীলফামারী জেলার দাওয়াহ বিভাগের অন্যতম প্রধান।”
বুধবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে গাবতলী আরিচা হাইওয়ের এসএস ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জঙ্গি দমনে কাজ করা পুলিশের বিশেষায়িত এই ইউনিটটি বলছে, “গত ৪ ডিসেম্বর নীলফামারী জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এটিইউর একটি গোয়েন্দা দল নীলফামারী ও দিনাজপুর অঞ্চলের সক্রিয় জেএমবি সদস্যদের গ্রেপ্তারের জন্য ধারাবাহিক অভিযান পরিচালনা করতে থাকে। সেই অভিযানের অংশ হিসেবে গত ১১ ডিসেম্বর উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেএমবির আরও তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।”
এটিইউর পুলিশ সুপার মোহাম্মাদ আসলাম খান জানান, সম্প্রতি দিনাজপুর ও নীলফামারীতে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হয়। এতে ওই এলাকার জেএমবির সক্রিয় সদস্যরা ঢাকা এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আত্মগোপনে চলে যায়। তবে এটিইউর একটি গোয়েন্দা দল নিজস্ব তথ্যের ভিত্তিতে ঢাকায় আত্মগোপনে থাকা দিনাজপুর ও নীলফামারী জেলার দাওয়াহ বিভাগের অন্যতম প্রধান হাফেজ মো. ওয়াহিদুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করে।
মো. ওয়াহিদুল ইসলাম দিনাজপুরের খানাসামা থানাধীন মণ্ডলের বাজার কুমুড়িয়া হাফিজিয়া মাদ্রাসার হেফজ্খানার শিক্ষক। শিক্ষকতার আড়ালে তিনি দিনাজপুর ও নীলফামারী জেলার জেএমবির দাওয়াহ শাখার অন্যতম প্রধান হিসেবে দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
এনএইচ/এসপি/