রাজধানীর বনানী থেকে ৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার এক

রাজধানীর বনানী থেকে ৮ হাজার ৮৬৮ পিস ইয়াবাসহ মো. জহির নামে এক ব্যাক্তি গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-গুলশান বিভাগ।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বনানী থানাধীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অফিসের সামনের ফুটপাতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা-গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
বুধবার (১১ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে.এন.রায় নিয়তি এসব তথ্য নিশ্চিত করেছেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের পুলিশ পরিদর্শক মাকারিয়াস দাস জানান, কতিপয় মাদক কারবারি বনানী থানার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অফিসের সামনের ফুটপাতে ইয়াবা বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি জানান, আসামি জহির কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার গুলশান, বনানীসহ আশপাশ এলাকায় বিক্রয় করত।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
কেএম/এএস
