দলীয় কোন্দলে খুন হন ছাত্রলীগের ফিরোজ
শেরে বাংলানগর থানা ছাত্রলীগের ২৮ নম্বর ওয়ার্ড কমিটির কোন্দলে খুন হন ছাত্রলীগ নেতা ও সবাজসেবা অধিদপ্তরের হিসাবরক্ষক ফিরোজ আহমেদ। এ ঘটনায় চট্টগ্রাম থেকে ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার (৬ জানুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক।
ফিরোজের পরিবারের অভিযোগ, হত্যায় জড়িত প্রভাবশালীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ বলছে, হত্যাকাণ্ডে সংগঠনের কারো সম্পৃক্ততা পেলে ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তাররা হলেন, আবুল খায়ের রাজু, নাসির উদ্দিন, মো: মুহিদ।
রাজধানীর আগারগাঁওয়ের বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সামনে শেরে বাংলা নগর থানা ছাত্রলীগের ২৮ নম্বর ওয়ার্ডের কার্যালয়। আয়োজন করা হয় থার্টি ফার্স্টের অনুষ্ঠান। এতে ফানুস উড়ানো নিয়ে থানা ও ওয়ার্ড ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় আহত হন সবাজসেবা অধিদপ্তরের হিসাবরক্ষক ফিরোজ আহমেদসহ দুইজন। পরে ঢাকা মেডিকেলে মারা যান ফিরোজ।
স্থানীয়রা জানান, শেরেবাংলা নগর থানা ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান তালহা ও ২৮ নম্বর ওয়ার্ড সভাপতি মুরাদ হোসেনের মধ্যে বিরোধ ছিল। ফিরোজ ছিলেন মুরাদের বন্ধু।
ডিএমপি তেজগাঁও বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক জানান, এ ঘটনায় শেরে বাংলা নগর থানায় ছাত্রলীগের ১৪ নেতা-কর্মীর নামে মামলা করেন ফিরোজের বাবা। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ফিরোজকে কুপিয়ে রাত ৩টার দিকে ঘটনাস্থল থেকে দৌড়ে পালাচ্ছে ১৫-২০ জন। ফুটেজ দেখে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
কেএম/এসএন