চলন্ত গাড়িতে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

প্রাইভেট কারে ঘুরে ঘুরে চলন্ত গাড়িতে সংঘবব্ধ ধর্ষণের ঘটনায় নাজমুল হাসান সিজান (২৫) ও আবু রায়হান (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাতে গ্রেপ্তারের পর আজ তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
ওসি মোহাম্মদ মহসীন বলেন, ভুক্তভোগী তরুণী একটি বিউটি পার্লারে চাকরি করেন। আর গ্রেপ্তার দুইজনই গাড়িচালক। গত ২৫ ডিসেম্বর ভুক্তভোগী তরুণী তার এক বন্ধুর সঙ্গে ৭ নম্বর সেক্টরের একটি ভবনে যান। সেখানে তাদের দুইজনকে আটকে রেখে সিজান, রায়হান ও তাদের আরও দুই বন্ধু টাকা দাবি করেন। টাকা না দিলে তাদের আপত্তিকর অবস্থায় পাওয়া গেছে বলে তাদের অভিভাবককে জানাবে বলে ভয় দেখায়। এরপর ভুক্তভোগীর বন্ধু টাকা আনতে সেখান থেকে গেলে তারা চারজন ভুক্তভোগী তরুণীকে একটি প্রাইভেটকারে তুলে বিভিন্ন স্থানে ঘুরতে থাকে এবং চলন্ত গাড়িতে চারজন মিলে ধর্ষণ করে তাকে উত্তরা পশ্চিম এলাকায় নামিয়ে দেয়। মামলা দায়েরের পর সোমবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিজান ও রায়হানকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, আসামিরা প্রত্যেকেই গাড়িচালক। তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
কেএম/এসএন
