নতুন এক জঙ্গি সংগঠনের ৫ সদস্য গ্রেপ্তার
নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র পাঁচ সদস্যকে নারায়ণগঞ্জের সোনারগাঁও ও রাজধানীর গুলিস্তান থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব।
সোমবার (৫ ডিসেম্বর) কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়।
এর আগে রবিবার (৪ ডিসেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— মো. গোলাম সারোয়ার (২৫), সাকিব মাহমুদ (২৭), মো. ফরহাদ হোসেন (২২), মো. মুরাদ হোসেন (২১), মো. ওয়াসিকুর রহমান ওরফে নাঈমকে (২৮) গ্রেপ্তার করতে সক্ষম হয়।
সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা পরিচালনা কমান্ডার খন্দকার আল মঈন বলেন, তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিভিন্ন উগ্রবাদী বই ও লিফলেট, একটি রেজিস্টার এবং একটি ব্যাগ।
মঈন বলেন, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ এর দাওয়াতী, হিজরকৃত সদস্যদের পার্বত্য অঞ্চলে প্রশিক্ষণ পরিচালনার জন্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহসহ অন্যান্য সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন।
তিনি বলেন, তারা ২-৪ বছর আগে নিকটাত্মীয়, বন্ধু ও স্থানীয় পরিচিত ব্যক্তির মাধ্যমে উগ্রবাদে অনুপ্রাণিত হয়ে সংগঠনের জ্যেষ্ঠ সদস্যদের মাধ্যমে তাত্ত্বিক, শারীরিক প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন। সাম্প্রতিক সময়ে জামাতুল আনসারের বিরুদ্ধে পরিচালিত অভিযানের কারণে তারা বিভিন্ন ছদ্মবেশে আত্মগোপনে থাকেন। সেইসঙ্গে সংগঠনের জ্যেষ্ঠ সদস্যদের নির্দেশনা অনুযায়ী তারা সংগঠনের জন্য প্রয়োজনীয় অর্থ ও প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী সংগ্রহ করে বিভিন্ন স্থানে পৌঁছে দিতেন। বিভিন্ন তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
কেএম/আরএ/