টেকনাফে ৫৭ ভরি স্বর্ণসহ পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে রেজুখাল এলাকার চেকপোস্টে একটি সিএনজি চালিত অটোরিক্সা থেকে স্বর্ণের চারটি বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এই স্বর্ণের ওজন ৫৭ ভরি যার বাজারমূল্য ৩৫ কোটি ৯১ লাখ টাকা।
শনিবার (৮ জানুয়ারি) বিজিবি সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, টেকনাফের রেজুখাল এলাকার চেকপোস্টে একাটি সিএনজি চালিত অটোরিক্সা তল্লাশী করে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। এসময় ওই সিএনজি অটোরিক্সার যাত্রী রাসেল দে’র হেফাজত থেকে ২৪ ক্যারেটের ৪ টি স্বর্ণের বার (৫৭ ভরি) উদ্ধার করা হয়। অবৈধ এই স্বর্ণের চালান মায়ানমার থেকে বাংলাদেশে এনে টেকনাফ হয়ে কক্সবাজারে নেওয়া হচ্ছিলো।
বিজিবি আরও জানায়, কর/ভ্যাট ফাঁকি দিয়ে অবৈধভাবে সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালানের কাজে জড়িত থাকায় আসামি রাসেল দে-কে রামু থানায় সোপর্দ করা এবং তার কাছ থেকে উদ্ধার হওয়া স্বর্ণের বার কক্সবাজার ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এনএইচ/এএস
