বছরজুড়ে ৮০ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড: আসক
বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে চলতি বছরে ৮০টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার দাবি করেছে আইন ও সালিশ কেন্দ্র(আসক)। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদন্তে একটি আলাদা কমিশন গঠনের প্রস্তাব সংগঠনটির।
শুক্রবার (৩১ ডিসেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি ২০২১: আইন ও সালিশ কেন্দ্রের পর্যালোচনা’ শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২১ সালে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ৮০ জনের মধ্যে ৫১ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নিহত হয়েছেন ৮ জন। কারাগারগুলোতে অসুস্থতাসহ বিভিন্ন কারণে মারা গেছেন আরও ৮১ জন। এর মধ্যে ২৮ মে খাগড়াছড়ি জেলা কারাগারে মিলন বিকাশ ত্রিপুরা নামে একজন মারা যান, তার গলায় গামছা পেঁচানো এবং মাথায় আঘাত পাওয়া গেছে।
সংগঠনটির দাবি, এসব হত্যাকাণ্ড ছাড়াও রাজনৈতিক সহিংসতা, নির্যাতন, সংখ্যালঘুদের ওপর হামলা, খুন-ধর্ষণসহ নানা ঘটনা ঘটেছে। এসব বিবেচনায় চলতি বছরকে মানবাধিকার লঙ্ঘনের চরমতম বছর বলে মনে করছে আসক।
আসক মহাসচিব মো. নূর খান বলেন, গত কয়েক বছরের মানবাধিকার পরিস্থিতির সঙ্গে এই বছরের পরিস্থিতি পর্যালোচনা করলে আমরা দেখতে পারি, মানুষের যতটুকু সহ্য করার ক্ষমতা রয়েছে তা পার হয়ে গেছে। এদিক থেকে চলতি বছর মানবাধিকার লঙ্ঘনের চরমতম বছর। আমরা প্রায় সময় দেখতে পারি যে বছরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বেড়ে যায় সেই বছরে গুমের ঘটনা কমে যায়। আবার যে বছরে গুমের ঘটনা বেড়ে যায় সেই বছরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কমে। আসলে এ থেকে বুঝা যায়, এসব ঘটনা কমে না বরং একটার সঙ্গে অন্যটা সম্পর্ক রয়েছে। মনে হচ্ছে কোনো অদৃশ্য সুতার মাধ্যমে এসব ঘটনা নিয়ন্ত্রণ করা হচ্ছে।
কমিশনার একরাম হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে মো. নূর খান বলেন, আমরা দেখলাম এই দেশে কমিশনার একরাম হত্যাকাণ্ডে তার মোবাইলটা অন ছিল, তার মেয়ে বলছে বাবা তুমি কাঁদছো কেন, তারপর দুইটা গুলি। এ ঘটনায় আজ পর্যন্ত কোনো মামলা নেয়নি পুলিশ। গতকাল আমি একরামের পরিবারের সঙ্গে কথা বলে এসেছি। এখনো আতঙ্কের মধ্যে আছে, দীর্ঘদিন পালিয়ে বেড়িয়েছে। আদালতে যাওয়ার মত অবস্থা তাদের পরিবারের নেই। প্রায় সবগুলো ঘটনা পর্যালোচনা করলে দেখা যায়, এসব বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঠান্ডা মাথায় খুন।
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও গ্রেপ্তারের ঘটনা উল্লেখযোগ্য ছিল দাবি করে আসক জানায়, সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিকতায় এ বছরও ভিন্ন মতকে দমন করার লক্ষে হয়রানিমূলক মামলা, গ্রেপ্তার ও নির্যাতনের নানা ঘটনা ঘটেছে। ২০২১ সালে ডিজিটাল নিরাপত্তা আইনে কমপক্ষে ১ হাজার ১৩৪টি মামলা হয়েছে। এর মধ্যে বিভিন্ন থানায় মামলা হয়েছে ৮৮৩টি এবং সরাসরি আদালতে হয়েছে ২৫১টি। এই আইনে প্রায় এক বছর ধরে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দি থাকাবস্থায় গত ২৫ ফেব্রুয়ারি লেখক মুশতাক আহমেদ মৃত্যুবরণ করেন। একই মামলায় গ্রেপ্তার কার্টুনিস্ট আহমেদ কিশোর গত ৪ মার্চ ২০২১ তারিখে জামিনে মুক্তি পান। মুক্তির পর কার্টুনিস্ট কিশোর গণমাধ্যমকে তার ওপর অমানুষিক নির্যাতনের বিবরণ দেন এবং সেই সময় তিনি লেখক মুশতাক আহমেদের ওপরও নির্যাতন চালানো হয়েছিল বলে অভিযোগ করেন।
বছরজুড়ে সাংবাদিক নির্যাতনের ঘটনায় উদ্বেগ জানিয়ে আসক জানায়, করোনাকালে এবং এর আগে-পরে পেশাগত দায়িত্ব পালনকালে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন গণমাধ্যমকর্মীরা। এ বছর আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি কর্মকর্তা, প্রভাবশালী ব্যক্তি, জনপ্রতিনিধি, সন্ত্রাসী, ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের দ্বারা শারীরিক নির্যাতন, হামলা, মামলা, হুমকি ও হয়রানিসহ বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন ২১০ সাংবাদিক। এর মধ্যে গত ২০ ফেব্রুয়ারি পেশাগত দায়িত্ব পালনকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান বোরহান উদ্দিন মোজাক্কির।
কোভিড-১৯ মোকাবিলায় সরকারের ভূমিকা ও স্বাস্থ্যখাতের অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত রিপোর্ট প্রকাশের অভিযোগে গত ১৭ মে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে প্রায় পাঁচ ঘণ্টা ধরে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করেন মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। পেশাগত দায়িত্ব পালনকালে রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দেওয়া হয়েছে বলেও তুলে ধরে আসক।
ধর্মীয় সংখ্যালঘুদের জন্যও উদ্বেগের বছর উল্লেখ করে আসক জানায়, ২০২১ সাল ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার পরিস্থিতির ক্ষেত্রে অত্যন্ত উদ্বেগজনক ছিল। এ বছর দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ২০৪টি প্রতিমা, পূজামণ্ডপ, মন্দির ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া হিন্দু সম্প্রদায়ের ১৮৪টি বাড়িঘর ও ৫০টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। সাম্প্রদায়িক হামলার ঘটনায় হিন্দু সম্প্রদায়ের তিনজন নিহত এবং কমপক্ষে ৩০০ জন আহত হয়েছেন। এছাড়া বৌদ্ধ সম্প্রদায়ের একটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
নারীর অধিকার লঙ্ঘন হয়েছে জানিয়ে আসক জানায়, নারী অধিকার বিষয়ে মানবাধিকার লঙ্ঘন নিয়ে অনুষ্ঠানে বলা হয়, অন্য বছরগুলোর মতো এ বছরও ধর্ষণ, যৌন হয়রানি, পারিবারিক নির্যাতনসহ নারীর প্রতি বিভিন্ন ক্ষেত্রে সহিংসতা ঘটেছে। এ বছর ১ হাজার ৩২১ জন নারী ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণ পরবর্তী হত্যার শিকার হয়েছেন ৪৭ জন। ধর্ষণের পর আত্মহত্যা করেছেন ৯ জন। যৌন হয়রানি ও উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন ১২৮ নারী। উত্ত্যক্ত করার কারণে আত্মহত্যা করেছেন ১২ জন নারী। এসব ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে তিন নারী ও পাঁচ পুরুষসহ খুন হয়েছেন আটজন। হয়রানির শিকার হয়েছেন ৭৭ জন পুরুষ।
এনএইচ/এসআইএইচ