ফেসবুক আইডি হ্যাক করে অর্থ আদায়, গ্রেপ্তার ১

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের আইডি হ্যাক করে অর্থ আদায়কারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (২৭ ডিসেম্বর) সিআইডি সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংশ্লিষ্ট শাখা থেকে জানানো হয়, সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে গাজীপুরের শ্রীপুর থানার চিনাশুকানিয়া এলাকা থেকে রকিুল ইসলাম নামের ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয় গত ২৩ ডিসেম্বর। পরে রামপুরা থানায় তার বিরুদ্ধে মামলা করেছে সিআইডি।
সিআইডি জানায়, এই চক্রটি মূলত ফেইসবুক ব্যবহারকারীদের আইডি হ্যাক করে পরবর্তীতে তাদের আইডি ব্যবহার করে তার ফ্রেন্ড লিস্টে থাকা ব্যাক্তিদের কাছ থেকে নানা কৌশলে পরিচয় গোপন করে টাকা নিতেন। আবার অনেকের ফেসবুক আইডি জিম্মি করে টাকা আদায় করত চক্রটি।
এনএইচ/এমএমএ/
