শিক্ষকের কু-প্রস্তাব, থানায় অভিযোগ মেডিকেল ছাত্রীর

শিক্ষকের কাছ থেকে কু-প্রস্তাব পাওয়া অভিযোগ তুলেছেন রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের শেষ বর্ষের এক ছাত্রী। তবে ওই শিক্ষকের দাবি, পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় ক্ষোভ থেকে ওই ছাত্রী এমন অভিযোগ তুলেছেন। আর পুলিশ বলছে, আদালতের নির্দেশনা পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
রবিবার রাতে উত্তরা পশ্চিম থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, এ ঘটনায় ওই ছাত্রী গত বুধবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখার অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। আদালতের নির্দেশনা পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
গত বছরের সেপ্টেম্বর থেকে ওই শিক্ষক তাকে খারাপ প্রস্তাব দিয়ে আসছেন বলে অভিযোগ শিক্ষার্থীর। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রাইভেট পড়ার জন্য তাকে বাসায় যেতে বলেন ওই শিক্ষক। কিন্তু বাসায় যেতে তিনি রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে তাকে নানাভাবে হুমকি দিচ্ছেন। এতে তাঁর পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরীক্ষায় পাস না করিয়ে একই শিক্ষাবর্ষে অনেক বছর রাখার হুমকি দিয়ে ওই শিক্ষক তাকে মেসেঞ্জারে খারাপ প্রস্তাব দেন।
তবে ওই শিক্ষকের দাবি, শেষ বর্ষের পরীক্ষায় ওই ছাত্রী উত্তীর্ণ হতে পারেনি। এরফলে ক্ষোভ থেকে তিনি এমন অভিযোগ করতে পারেন।
এনএইচ/
