সরকারি কলেজ অধ্যক্ষ-উপাধ্যক্ষদের বদলির আবেদন শুরু বৃহস্পতিবার
ফাইল ছবি
সরকারি নীতিমালা অনুযায়ী দেশের বিভিন্ন সরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধক্ষ্যের পদে আবেদনের সুযোগ পাচ্ছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। এ আবেদন শুরু হবে আগামী বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর), চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।
আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ–সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা নীতিমালা অনুযায়ী অনলাইনে বদলির আবেদন করতে পারবেন। আবেদনের সুযোগ পাবেন সংশ্লিষ্ট ক্যাডারদের ১৪ থেকে ১৬তম ব্যাচ পর্যন্ত অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তারা। আগামী ৩১ জানুয়ারি ২০২৪ সাল পর্যন্ত দেশের যেসব কলেজে অধ্যক্ষ ও উপাধক্ষ্য পদ শূন্য হবে, সেসব প্রতিষ্ঠানে বদলি বা পদায়নের জন্য আবেদন করা যাবে। দেশের বিভিন্ন সরকারি কলেজে অধ্যক্ষের শুন্যপদ আছে ২৩টি, আর উপাধক্ষ্যের শুন্যপদ আছে ২১টি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে নির্দিষ্ট লিংক ব্যবহার করে অনলাইনে আবেদনের পরামর্শ দেওয়া হলো। অনলাইন ছাড়া অন্য কোনো উপায়ে আবেদন বিবেচনা করা হবে না। আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে আবেদনগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর পাঠাতে অধ্যক্ষ বা উপাধ্যক্ষ বা প্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ করা হয়।