বিকন ভালুকার কারখানায় শেফ নেবে
ওষুধ কম্পানির নাম : বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
পদের নাম : শেফ।
নিয়োগ দেওয়া হবে : এই বিখ্যাত ওষুধ কম্পানির ময়মনসিংহের ভালুকার কারখানার ক্যান্টিনে।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো ভালো ও স্বীকৃতি কুকিং এবং ক্যাটারিং ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা পাশ করলে অগ্রাধিকার দেওয়া হবে।
কমযোগ্যতা : যেকোনো ভালো ও খ্যাতনামা প্রতিষ্ঠানে বাংলা, ভারতীয়, কন্টিনেন্টাল ও চাইনিজ খাবারের জনপ্রিয় এবং ভালো পদগুলোর রান্নার অন্তত পাঁচ থেকে ১০ বছরের কর্মযোগ্যতা থাকতে হবে।
পরিবেশন যোগ্যতা : পরিবেশনের যোগ্যতা ভালো হতে হবে।
উল্লেখ্য : প্রার্থীকে অবশ্যই তার রান্না নিজে করতে হবে এবং পরীক্ষার পর উত্তীর্ণ হলে নিয়োগ লাভ করবেন।
থাকা, খাওয়া : ফ্রি।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে বাংলায়। নারী প্রার্থী হলে স্বামীর নাম লিখতে হবে। আবেদনের সঙ্গে একটি কপি সত্যায়িত আকারের পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে। সব শিক্ষাগত ও কর্মযোগ্যতার উল্লেখ করতে হবে। সব শিক্ষাগত ও কর্মযোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। রান্নার ক্ষেত্রে কোনো আলাদা প্রশিক্ষণ এবং বিশেষত্ব থেকে থাকলে উল্লেখ করলে হবে এবং প্রয়োজনীয় সার্টিফিকেট বা রেফারেন্স প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না।
নিয়োগের শত : সৎ, আন্তরিক, কর্মঠ, পরিষ্কার, পরিচ্ছন্ন ও নিয়মানুবর্তী হতে হবে।
বেতন ও ভাতাদি : বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড তার নিয়োগ বিধিমালায় শেফ পদের জন্য নির্ধারিত বেতন কাঠামো ও সকল সুবিধাদি প্রদান করবে।
আবেদনের ঠিকানা : ফেরত খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল ও মেইল ঠিকানা প্রদান করে চাইলে হাতে, হাতে বা ডাকে আবেদন করবেন-বরাবর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, বিকন গ্রুপ, মানব সম্পদ ও প্রশাসন বিভাগ, বিকন বিজনেস সেন্টার, ৯/বি/২, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, বাণিজ্যিক এলাকা, ঢাকা।
আবেদনের শেষ তারিখ : ৮ নভেম্বর, ২০২২ অফিস সময়ের মধ্যে।
ওএফএস।