ক্ষুদ্রঋণে সিও নেবে দুজন সহকারী পরিচালক
এনজিও’র নাম : সোশিও ইকোনোমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন (সিও)।
প্রধান ঠিকানা : সিও টাওয়ার, চকলাপাড়া, সার্কিট হাউজ রোড, ঝিনাইদহ।
১. পদের নাম : সহকারী পরিচালক (সিসি)-ক্ষুদ্রঋণ ও সঞ্চয় কর্মসূচী।
পদের সংখ্যা : দুটি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিভাগে অন্তত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ বা বিভাগে পাশ। তবে উন্নয়ন অধ্যয়ন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, এডুকেশন, অর্থনীতি, সমাজকল্যাণ বা সমাজবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স পাশ হলে এনজিও’র নিয়মানুসারে অগ্রাধিকার লাভ করবেন।
কর্মযোগ্যতা : মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)’র সনদ পাওয়া যেকোনো এনজিও’র ক্ষুদ্রঋণদান ও সঞ্চয় কার্যক্রম প্রকল্পে সহকারী পরিচালক হিসেবে অন্তত দুই থেকে তিন বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: প্রবেশনকাল হিসেবে মাসে ৬০ হাজার টাকা করে সাকুল্যে বেতন দেওয়া হবে।
কর্মযোগ্যতা : নিজের মোটর সাইকেল চালানোর লাইসেন্স থাকতে হবে। অনালাইনে মেইল আদান-প্রদান বাংলা ও ইংরেজিতে, কম্পিউটারে বাংলা লেখা ও ইংরেজিতে টাইপ, রিপোর্ট রাইটিং ও প্রেজেন্টেশনের অভিজ্ঞতাগুলো বাদেও সহকারী পরিচালক (সিসি) ক্ষুদ্রঋণ কমসূচীর কাজগুলো জানতে হবে এবং ব্রাঞ্চ ম্যানেজার ও ভোক্তাদের পরিচালনা করতে পারতে হবে। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরি স্থায়ীকরণের পর বেতন, ভাতা : সোশিও ইকোনোমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন (সিও)’র নিয়মানুসারে সহকারী পরিচালক (সিসি) ক্ষুদ্রঋণ কর্মসূচী হিসেবে পদের বিপরীতে নিধারিত বেতন, তেল খরচ, মোবাইল বিল, প্রয়োজনে আবাসন সুবিধাদি প্রদান করা হবে। মাতৃত্বকালীন স্ববেতনে ছুটি, পিতৃত্বকালীন ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, পিএফ, গ্রাচুয়িটি, মৃত্যু বা দুঘটনা ঝুঁকিভাতা, কর্মী কল্যাণ তহবিল, দুটি উৎসব বোনাস, ল্যাপটপ ঋণ সুবিধাও আছে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে নিজের হাতে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। আবেদনের সঙ্গে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙিন ছবি প্রদান করতে হবে। শিক্ষাগত ও কর্মযোগ্যতা অনুসারে সব তথ্য বিস্তারিত প্রদান করতে হবে। সব শিক্ষাগত ও কর্মযোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। এনজিও চাকরিতে কোনো অর্জন বা প্রশিক্ষণ থেকে থাকলে উল্লেখ করতে হবে এবং সব সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। নারী হলে পিতা বা স্বামীর নাম উল্লেখ করতে হবে। আবেদনকারীর কর্মঅভিজ্ঞতার সত্যায়িত সনদ যুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্র ও জন্মসনদের সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে। কর্মরত প্রতিষ্ঠানের নিয়োগপত্র, যোগদানপত্র, পদোন্নতি পত্র, বদলির আদেশপত্রাদি, আগের ছাড়পত্রসমূহ (যদি থাকে), বেতন শিট (যদি থাকে), চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অবেদন করতে হবে। ব্যবহৃত মোবাইল ও মেইল আইডি প্রদান করতে হবে।
আবেদন করবেন : ৩শ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের যেকোনো শাখা থেকে সোশিও ইকোনোমিক হেলথ এডুকেশন অগানাইজেশন (সিও), সিও টাওয়ার, চকলাপাড়া, সার্কিট হাউজ রোড, ঝিনাইদহ বরাবর, ইসলামী ব্যাংক শাখা (চলতি হিসাব নম্বর- ২০৫০১৭৫০১০০০৫৭০১২) এই ঠিকানায় করতে হবে এবং মূল আবেদনের সেটের সঙ্গে যুক্ত করতে হবে। অথবা আবেদন করতে পারেন সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে এই ঠিকানার শাখা সোনালী ব্যাংক লিমিটেড ঝিনাইদহ শাখা (চলতি হিসাব নম্বর ২৪০৭০০১০৩৭০৭৪)।
আবেদনের ঠিকানা : ফেরৎ খামের ওপর নাম, পদ ও মোবাইল এবং মেইল আইডি প্রদান করে বরাবর, মানবসম্পদ বিভাগ, সোশিও ইকোনোমিক হেলথ এডুকেশন অগানাইজেশন (সিও), সিও টাওয়ার, চকলাপাড়া, সাকিট হাউজ রোড, ঝিনাইদহ ঠিকানায় প্রেরণ করতে হবে। চাইলে নিজের হাতেও প্রদান করতে পারেন।
আবেদনের শেষ তারিখ : ১০ নভেম্বর, ২০২২।
প্রয়োজনে যোগাযোগ : ০১৯০৭০৯৪০৫২, ০১৯০৭০৯৪০৫৩।
উল্লেখ্য : কোনো ধরণের সুপারিশ ও তদবির গ্রহণযোগ্য হবে না। লিঙ্গ, কর্ম এবং পেশাগত সমতায় বিশ্বাসী ‘সিও’।
ফেসবুক লিংক : https://www.facebook.com/seheo.bd/about/?ref=page_internal.
ওএফএস।