কোডেক নেবে কর্মকর্তা
এনজিও’র নাম : কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)।
প্রতিষ্ঠানের ধরণ : উপকূলীয় এলাকার মানুষের সংগ্রামের সাথী ও তাদের জীবনমান উন্নয়নের কর্ম প্রতিষ্ঠান।
নিয়োগ দেওয়া হবে : কর্মএলাকা-চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, মাদারীপুর, শরীয়তপুর, বাগেরহাট, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনার ১শ ১৮টি শাখায় ক্ষুদ্রঋণ ও সঞ্চয় কার্যক্রমের নির্বাচিত এলাকায়।
১. পদের নাম : শাখা ব্যবস্থাপক বা ব্রাঞ্চ ম্যানেজার।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স। তবে উন্নয়ন অধ্যয়ন, এডুকেশন, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ইত্যাদি এনজিও সংশ্লিষ্ট বিষয় থেকে অনার্স ও মাস্টার্স পাশ করলে অগ্রাধিকার লাভ করবেন।
কর্মযোগ্যতা : শুধুমাত্র পিকেএসএফ অর্থায়ন করা প্রতিষ্ঠানে শাখা পরিচালনার বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা : নিজের বৈধ মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিং, ইন্টারনেট ব্রাউজিং, মেইল আদান-প্রদান, রিপোর্ট রাইটিং ও প্রেজেন্টেশন ইত্যাদি কর্ম-অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন : শিক্ষানবীশকালে সাকুল্যে ৩০ হাজার টাকা বেতন দেওয়া হবে।
স্থায়ী বেতন : ৩ মাসের শিক্ষানবিশকাল শেষে কোডেকের নিয়মানুসারে বেতন দেওয়া হবে। এছাড়াও নিয়মানুসারে মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা নচেৎ মোটর সাইকেলের জ্বালানি খরচ, দুপুরে খাবার ভাতা, পিএফ, গ্রাচুয়িটি, ছুটি নগদায়ন, উৎসব ভাতাদি, বৈখাশী ভাতা, গ্রুপ ইনস্যুরেন্স এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিশেষ চিকিৎসা সহায়তা প্রদান করা হবে। কর্মলক্ষ্যমাত্রা পূরণ সাপেক্ষে নির্ধারিত হারে প্রণোদনা ভাতা প্রদান করা হবে।
নিয়োগের ধরণ : কোডেক লিঙ্গ এবং কর্মসমতায় বিশ্বাসী প্রতিষ্ঠান।
আবেদনের নিয়ম : সত্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবিতে একটি পূর্ণ আবেদন করতে হবে ইংরেজিতে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। শিক্ষাগত ও কর্মযোগ্যতা অনুসারে আবেদনপত্র তৈরি করতে হবে এবং সকল শিক্ষা ও কর্মযোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। চাকরি ক্ষেত্রে কোনো বিশেষ অর্জন থেকে থাকলে উল্লেখ করতে হবে এবং প্রয়োজনীয় সত্যায়িত সার্টিফিকেট বা রেফারেন্স উল্লেখ করতে হবে। জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে। রেফারেন্স হিসেবে অনাত্মীয় গ্রহণযোগ্য দুইজনের নাম, ঠিকানা, পদ ও সম্পর্ক প্রদান করতে হবে। আগ্রহী, সৎ, মানব উন্নয়ন ও উন্নয়ন কর্মী হতে হবে।
নিয়োগ দেওয়া হবে : ১৫ জন।
বয়স : অনুর্ধ্ব ৩৭ বছর।
আবেদন করবেন : বরাবর, নির্বাহী পরিচালক, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক), কোডেক ভবন, প্লট-২, রোড-২, লেক ভ্যালি আবাসিক এলাকা, হাজী জাফর আলী রোড, ফয়স লেক, চট্টগ্রাম-৪২০২। ফেরত খামে হাতে, হাতে বা ডাকে নাম, পদ, মেইল ও মোবাইল নম্বর প্রদান করে আবেদনপত্র পৌঁছাতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১৫ নভেম্বর, ২০২২ অফিস সময়ের মধ্যে।
২. পদের নাম : মনিটরিং অ্যান্ড ইভাল্যুয়েশন অফিসার।
শিক্ষাগত যোগ্যতা : উন্নয়ন অধ্যয়ন, এডুকেশন, অর্থনীতি, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, সমাজকল্যাণ, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ইত্যাদি এনজিও সংশ্লিষ্ট বিষয় থেকে অনার্স ও মাস্টার্স পাশ হলে অগ্রাধিকার লাভ করবেন।
কর্মযোগ্যতা : মনিটরিং অ্যান্ড ইভাল্যুয়েশন বিভাগে যেকোনো ভালো ও স্বীকৃত এনজিওতে অন্তত পাঁচ বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা : নিজের বৈধ মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিং, ইন্টারনেট ব্রাউজিং, মেইল আদান-প্রদান, রিপোর্ট রাইটিং ও প্রেজেন্টেশন ইত্যাদি কর্ম-অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন : শিক্ষানবীশকালে সাকুল্যে ৩৫ হাজার টাকা বেতন দেওয়া হবে।
স্থায়ী বেতন : ৩ মাসের শিক্ষানবিশকাল শেষে মাসে কোডেকের নিয়মানুসারে মনিটরিং অ্যান্ড ইভাল্যুয়েশন অফিসার পদে বেতন ও ভাতাদি প্রদান করা হবে। মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা নচেৎ মোটর সাইকেলের জ্বালানি খরচ, দুপুরে খাবার ভাতা, পিএফ, গ্রাচুয়িটি, ছুটি নগদায়ন, উৎসব ভাতাদি, বৈখাশী ভাতা, গ্রুপ ইনস্যুরেন্স এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিশেষ চিকিৎসা সহায়তা প্রদান করা হবে। কর্ম লক্ষ্যমাত্রা পূরণ সাপেক্ষে নির্ধারিত হারে প্রণোদনা ভাতা প্রদান করা হবে।
নিয়োগের ধরণ : কোডেক লিঙ্গ এবং কর্মসমতায় বিশ্বাসী প্রতিষ্ঠান।
আবেদনের নিয়ম : সত্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবিতে একটি পূর্ণ আবেদন করতে হবে ইংরেজিতে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। শিক্ষাগত ও কর্মযোগ্যতা অনুসারে আবেদনপত্র তৈরি করতে হবে এবং সকল শিক্ষা ও কর্মযোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। চাকরি ক্ষেত্রে কোনো বিশেষ অর্জন থেকে থাকলে উল্লেখ করতে হবে এবং প্রয়োজনীয় সত্যায়িত সার্টিফিকেট বা রেফারেন্স উল্লেখ করতে হবে। জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে। রেফারেন্স হিসেবে অনাত্মীয় গ্রহণযোগ্য দুইজনের নাম, ঠিকানা, পদ ও সম্পর্ক প্রদান করতে হবে। আগ্রহী, সৎ, মানব উন্নয়ন ও উন্নয়ন কর্মী হতে হবে।
নিয়োগ দেওয়া হবে : একজন।
বয়স : অনুর্ধ্ব ৩৫ বছর।
আবেদন করবেন : বরাবর, নির্বাহী পরিচালক, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক), কোডেক ভবন, প্লট-২, রোড-২, লেক ভ্যালি আবাসিক এলাকা, হাজী জাফর আলী রোড, ফয়স লেক, চট্টগ্রাম-৪২০২। ফেরত খামে হাতে, হাতে বা ডাকে নাম, পদ, মেইল ও মোবাইল নম্বর প্রদান করে আবেদনপত্র পৌঁছাতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১৫ নভেম্বর, ২০২২ অফিস সময়ের মধ্যে।
৩. পদের নাম : ফাইনান্স অফিসার।
শিক্ষাগত যোগ্যতা : বাণিজ্যের অ্যাকাউন্টিং বা ফিনান্স থেকে বিবিএ বা এমবিএ ডিগ্রি অগ্রাধিকার। তবে বাণিজ্যের যেকোনো বিভাগে যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের বিবিএ ও এমবিএ ডিগ্রিধারীরা আবেদনের যোগ্য।
কর্মযোগ্যতা : যেকোনো ভালো ও স্বীকৃত প্রতিষ্ঠানে, এনজিও অগ্রাধিকার-অ্যাকাউন্টস বা ফাইনান্সে অন্তত পাঁচ বছরের বাস্তব কমঅভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা : নিজের বৈধ মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিং, ইন্টারনেট ব্রাউজিং, মেইল আদান প্রদানসহ ফাইনান্স অফিসারের বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
বেতন : শিক্ষানবীশকালে সাকুল্যে ৩৫ হাজার টাকা বেতন দেওয়া হবে।
স্থায়ী বেতন : ৩ মাসের শিক্ষানবিশকাল শেষে মাসে কোডেকের নিয়মানুসারে ফাইনান্স অফিসার পদে ৪০ হাজার টাকা বেতন ও ভাতাদি প্রদান করা হবে। মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা নচেৎ মোটর সাইকেলের জ্বালানি খরচ, দুপুরে খাবার ভাতা, পিএফ, গ্রাচুয়িটি, ছুটি নগদায়ন, উৎসব ভাতাদি, বৈখাশী ভাতা, গ্রুপ ইনস্যুরেন্স এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিশেষ চিকিৎসা সহায়তা প্রদান করা হবে। কর্ম লক্ষ্যমাত্রা পূরণ সাপেক্ষে নির্ধারিত হারে প্রণোদনা ভাতা প্রদান করা হবে।
নিয়োগের ধরণ : কোডেক লিঙ্গ এবং কর্মসমতায় বিশ্বাসী প্রতিষ্ঠান।
আবেদনের নিয়ম : সত্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবিতে একটি পূর্ণ আবেদন করতে হবে ইংরেজিতে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। শিক্ষাগত ও কর্মযোগ্যতা অনুসারে আবেদনপত্র তৈরি করতে হবে এবং সকল শিক্ষা ও কর্মযোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। চাকরি ক্ষেত্রে কোনো বিশেষ অর্জন থেকে থাকলে উল্লেখ করতে হবে এবং প্রয়োজনীয় সত্যায়িত সার্টিফিকেট বা রেফারেন্স উল্লেখ করতে হবে। জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে। রেফারেন্স হিসেবে অনাত্মীয় গ্রহণযোগ্য দুইজনের নাম, ঠিকানা, পদ ও সম্পর্ক প্রদান করতে হবে। আগ্রহী, সৎ, মানব উন্নয়ন ও উন্নয়ন কর্মী হতে হবে।
নিয়োগ দেওয়া হবে : একজন।
বয়স : অনুর্ধ্ব ৩৫ বছর।
আবেদন করবেন : বরাবর, নির্বাহী পরিচালক, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক), কোডেক ভবন, প্লট-২, রোড-২, লেক ভ্যালি আবাসিক এলাকা, হাজী জাফর আলী রোড, ফয়স লেক, চট্টগ্রাম-৪২০২। ফেরত খামে হাতে, হাতে বা ডাকে নাম, পদ, মেইল ও মোবাইল নম্বর প্রদান করে আবেদনপত্র পৌঁছাতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১৫ নভেম্বর, ২০২২ অফিস সময়ের মধ্যে।
প্রয়োজনে : https://codec.org.bd.
ওএফএস।