বাউয়েটে বিদেশে উচ্চশিক্ষার ক্যারিয়ার সেশন
নাটোরের কাদিবারাবাদ সেনানিবাসের দয়ারামপুরে আবাসিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যন্ড টেকনোলজি (বাউয়েট)-এ ‘IELTS Consultation & Higher Study Abroad (আইইএলটিএস কনসালটেশন অ্যান্ড হায়ার স্টাডি অ্যাব্রড)’ নামের ক্যারিয়ার সেশন হয়েছে।
‘বাউয়েট ক্যারিয়ার ক্লাব’র উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের ‘আইকিউএসি’ সেলের সহযোগিতায় বিদেশে পড়ালেখা ও গবেষণার গুরুত্বপূর্ণ এই ক্যারিয়ার আলোচনা আগামীর ছাত্র, ছাত্রী ও শিক্ষকদের জন্য আয়োজন করা হয়েছে।
বাউয়েটের প্রধান মিলনায়তন স্কাইলাইট হলে অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবরের ক্যারিয়ার সেশনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন ট্রেজারার কর্ণেল (অব.) মোহাম্মাদ হামিদুল হক, পিএসসি।
বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিল টেস্ট সেন্টার প্রোজেক্ট হেডওয়ে, রাজশাহীর প্রধান পল বিশ্বাস, জেনারেল ম্যানেজার শারমিন সুলতানা।
অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন ইসিই অনুষদের ডিন ও ইইই বিভাগের প্রধান, অধ্যাপক ড. মো. কাজী খাইরুল ইসলাম।
স্বাগত বক্তব্য রেখেছেন বাউয়েট ক্যারিয়ার ক্লাবের মর্ডারেটর ও আইসিই বিভাগের সহকারী অধ্যাপক পার্থপ্রতীম দেবনাথ।
ক্যারিয়ার সেশনে অংশগ্রহণ করেছেন বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও ‘বাউয়েট ক্যারিয়ার ক্লাব’র সদস্যরা।
বিপুল পরিমাণ ছাত্র, ছাত্রী ক্যারিয়ার সেশনের আলোচনায় অংশগ্রহণ করেছেন।
আলোচনায় অতিথিরা উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য অত্যাবশকীয় বিষয়গুলো সম্পর্কে গমনেচ্ছু ছাত্র, ছাত্রীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন।
প্রধান অতিথি ট্রেজারার কর্ণেল (অব.) মোহাম্মাদ হামিদুল হক ক্যারিয়ার সেশন আয়োজন করার জন্য সকলকে অভিনন্দন জানিয়েছেন। উচ্চশিক্ষায় বিদেশ গমনের জন্য বিভিন্ন ধরণের দিক-নির্দেশনা প্রদান করেছেন। এই সহ-শিক্ষা কার্যক্রম অব্যহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছেন।
ট্রেজারার কর্ণেল (অব.) মোহাম্মাদ হামিদুল হক, পিএসসি অংশগ্রহণকারী ক্যারিয়ার ক্লাবের সদস্যদের সনদপত্র প্রদান করেন।
ওএফএস।