প্রভাষক নিয়োগ করবে আবুল কালাম কলেজ
কলেজের নাম : আবুল কালাম কলেজ।
ঠিকানা : আবুল কালাম কলেজ, পাশাপুর, মুদাফরগঞ্জ, ৩৫৬২, লাকসাম, কুমিল্লা।
মেইল : akalmcollege@gmail.com.
১. পদের নাম : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রভাষক।
শিক্ষাগত যোগ্যতা : ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স। শিক্ষাজীবনে তৃতীয় শ্রেণীর সিজিপিএ ও জিপিএ গ্রহণযোগ্য নয়।
বেতন ভাতা : সরকার কর্তৃক প্রণীত বেসরকারী বিশ্ববিদ্যালয় কলেজের পরিচালনা নীতিমালার আলোকে বেতন ও ভাতাদি প্রদান করা হবে।
আবেদন করবেন : শিক্ষাগত যোগ্যতা অনুসারে একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। তাতে সত্যায়িত পাসপোর্ট আকারের ছবি যুক্ত করতে হবে। সকল শিক্ষাগত ও সহ-শিক্ষা কার্যক্রমের উল্লেখ করতে হবে ভালোভাবে। সব শিক্ষাগত ও সহ-শিক্ষা কার্যক্রমের সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১৪ নভেম্বর, অফিস সময়ের মধ্যে।
আবেদন করবেন : ফেরৎ খামে আবেদন করতে হবে বরাবর, অধ্যক্ষ, আবুল কালাম কলেজ, পাশাপুর, মুদাফরগঞ্জ, ৩৫৬২, লাকসাম, কুমিল্লা। খামের ওপর নাম, পদ, মোবাইল, মেইল আইডি প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল তথ্য প্রদান গ্রহণযোগ্য নয়।
প্রয়োজনে যোগাযোগ : ০১৩১৩৪৩০১৫৪।
২. পদের নাম : ফিনান্স, ব্যাংকিং ও বীমা বিভাগের প্রভাষক।
শিক্ষাগত যোগ্যতা : ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স। শিক্ষাজীবনে তৃতীয় শ্রেণীর সিজিপিএ ও জিপিএ গ্রহণযোগ্য নয়।
বেতন ভাতা : সরকার কর্তৃক প্রণীত বেসরকারী বিশ্ববিদ্যালয় কলেজের পরিচালনা নীতিমালার আলোকে বেতন ও ভাতাদি প্রদান করা হবে।
আবেদন করবেন : শিক্ষাগত যোগ্যতা অনুসারে একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। তাতে সত্যায়িত পাসপোর্ট আকারের ছবি যুক্ত করতে হবে। সকল শিক্ষাগত ও সহ-শিক্ষা কার্যক্রমের উল্লেখ করতে হবে ভালোভাবে। সব শিক্ষাগত ও সহ-শিক্ষা কার্যক্রমের সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১৪ নভেম্বর, অফিস সময়ের মধ্যে।
আবেদন করবেন : ফেরৎ খামে আবেদন করতে হবে বরাবর, অধ্যক্ষ, আবুল কালাম কলেজ, পাশাপুর, মুদাফরগঞ্জ, ৩৫৬২, লাকসাম, কুমিল্লা। খামের ওপর নাম, পদ, মোবাইল, মেইল আইডি প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল তথ্য প্রদান গ্রহণযোগ্য নয়।
প্রয়োজনে যোগাযোগ : ০১৩১৩৪৩০১৫৪।
ওএফএস।