প্রধান শিক্ষক নেবে জামালপুরের দৌলতপুর উচ্চ বিদ্যালয়
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
বিদ্যালয়ের নাম : দৌলতপুর উচ্চ বিদ্যালয়।
ঠিকানা : জগন্নাথগঞ্জঘাট (রেলওয়ে স্টেশন), থানা : সরিষাবাড়ি, জেলা : জামালপুর।
নিয়োগ করা হবে : শূণ্য পদে।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স। বিএড বা এমএড ডিগ্রি থাকতে হবে।
কর্মযোগ্যতা : যেকোনো ভালো ও স্বীকৃত বিদ্যালয়ে অন্তত সহকারী শিক্ষক হিসেবে দীর্ঘকালের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। নচেৎ সহকারী প্রধান শিক্ষক হিসেবে তিন থেকে পাঁচ বছরের কর্মঅভিজ্ঞতা প্রয়োজন।
নিয়োগে থাকবেন : সহ-শিক্ষা কার্যক্রম এবং বিদ্যালয়বান্ধব, আগ্রহী, সৎ ও কর্মনিষ্ঠ শিক্ষক।
বেতন, ভাতা : সরকারি নিয়মে ও বিদ্যালয়ে বিদ্যমান সুবিধা অনুসারে প্রধান শিক্ষক পদে বেতন ও ভাতাদি এবং সকল সুবিধা প্রদান করা হবে।
আবেদন করবেন : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। তাতে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি যুক্ত করতে হবে। সকল শিক্ষা ও কর্মযোগ্যতার বিস্তারিত উল্লেখ থাকতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সাটিফিকেট এবং বিএড বা এমএড ডিগ্রির সত্যায়িত সাটিফিকেট প্রদান করতে হবে। শিক্ষক হিসেবে সকল প্রশিক্ষণ, কর্মযোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট, সহ-শিক্ষা কার্যক্রমের সকল অবদানের সত্যায়িত সার্টিফিকেট, কোনো পুরস্কার বা অর্জন থেকে থাকলে উল্লেখ করতে হবে এবং সত্যায়িত কপি প্রদান করতে হবে। আবেদনের কোথাও ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না।
আবেদনের শেষ তারিখ : ২ নভেম্বর, বিদ্যালয় চলাকালীন সময়ের মধ্যে।
আবেদন করবেন : বরাবর, ম্যানেজিং কমিটির সভাপতি, দৌলতপুর উচ্চ বিদ্যালয়, জগন্নাথগঞ্জঘাট, থানা : সরিষাবাড়ি, জেলা : জামালপুর।
উল্লেখ্য : চাইলে হাতে, হাতে আবেদন জমা দিতে পারেন বা ফেরৎ খামে আবেদন করতে পারেন। খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল, মেইল ঠিকানা প্রদান করতে হবে। যারা আগে আবেদন করেছেন তাদের আর আবেদনের প্রয়োজন নেই।
ছবি : ব্রিটিশ কাউন্সিলের ওয়েব সাইট থেকে নেয়া।
ওএফএস।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)