সেলসের অ্যাসিসটেন্ট ম্যানেজার নিয়োগ করবে ই-পাইকার

প্রতিষ্ঠানের নাম : ই-পাইকার।
পদের নাম : অ্যাসিসটেন্ট ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং।
নিয়োগ প্রদান করা হবে : পূর্ণকালীন, স্থায়ীভাবে।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত বিবিএ।
কমযোগ্যতা : অন্তত তিন বছরের কর্মকালীন অভিজ্ঞতা থাকতে হবে। তার মধ্যে দুই বছরের ই-কমার্স ও মার্কেটিংয়ের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
কাজ করতে হবে : হোলসেল মাকেটিং, রিটেলিং, ডিলার ম্যানেজমেন্ট, সেলস টিম ম্যানেজমেন্ট, ই-কমার্স অ্যান্ড ডেলিভারি ম্যানেজমেন্ট খাতে।
কর্মদায়িত্ব : ই-কমার্স টিম পরিচালনা করতে হবে, কর্মকৌশল নির্ধারণ করতে হবে, সেলস অ্যাকশন প্ল্যানগুলো তৈরি করতে হবে, ব্যক্তিগত টার্গেট নির্ধারণ ও সম্পাদন করতে হবে। সময়কালীন প্যাকেজ তৈরি ও সম্পাদন করতে হবে। পণ্যগুলো ভাগ ও বিক্রি করতে হবে। ক্রেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে, বিক্রেতাদের সঙ্গেও। এই খাতের যাবতীয় কাজ সম্পাদন করতে হবে।
আবেদনের প্রক্রিয়া : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। সেখানে পরিকল্পনাগুলোর উল্লেখ থাকতে হবে। সব শিক্ষাগত ও কর্মযোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে।
বেতন, ভাতা : আলোচনাসাপেক্ষে।
আবেদন করবেন :shakat@epaiker.com.
আবেদনের শেষ তারিখ : ২৫ অক্টোবর, ২০২২।
ওএফএস।
