আইটি বিভাগে সিওও নেবে আফতাব গ্রুপ
শিল্প গ্রুপের নাম : আফতাব গ্রুপ।
১. পদের নাম : চিফ অপারেশন অফিসার (সিওও)।
বিভাগের নাম : আইটি বা ইনফরমেশন টেকনোলজি বিভাগ।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বা ভালো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)’তে অন্তত চার বছরের অনার্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা পাশ হতে হবে ভালো কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে।
কমযোগ্যতা : আট থেকে ১০ বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে যেকোনো ভালো এবং শীর্ষ আইটি কম্পানিতে। এছাড়াও কোনো শিল্পগ্রুপের বা আইটি খাতে প্রয়োজনীয় শিক্ষা ও কর্মযোগ্যতা থেকে থাকলে আবেদনের যোগ্য। এমন যোগ্যতম প্রার্থীকে বিবেচনা করা হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। সেখানে সব শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতা উল্লেখ করতে হবে এবং সব শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতার সত্যায়িত সার্টিফিটেক প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। কর্মকালীন জীবনে কোনো উল্লেখযোগ্য অর্জন বা বিশেষ কোনো আইটি খাত সংশ্লিষ্ট অর্জন বা প্রশিক্ষণ থেকে থাকলে উল্লেখ করতে হবে। আগ্রহী প্রার্থীকে সৎ, আন্তরিক, চাপের মধ্যে কাজ করার আগ্রহ, মানসিকতা এবং দক্ষতা থাকতে হবে। যেকোনো সময় কাজের প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা থাকতে হবে। কর্মীবান্ধব হতে হবে। চাকুরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে একটি রঙিন পাসপোর্ট আকারের ছবি সত্যায়িত করে যুক্ত করতে হবে।
আবেদনের ঠিকানা : আফতাব গ্রুপ, উত্তরা ব্যাংক ভবন (ষষ্ঠ তলা), ৪৭, বীরউত্তম শহীদ আশফাকুস সামাদ স্মরণী, আগের ৯০ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০, ফোন : +৮৮০২২২৩৩৮১৯৮০, +৮৮০২২২৩৩৫১৬৮২, +৮৮০২২৩৩৮৭১৮৩। মোবাইল : ০১৭৭২-১১৮৮৩৬, ০১৮-১১৫০৫০২০। যেকোনো প্রয়োজনে মোবাইলে যোগাযোগ করতে পারেন। মেইল : aftabg@aitlbd.net . Web : www.aftabgroup.com.bd. আবেদনের শেষ তারিখ : ২০ অক্টোবর, অফিস সময়ের মধ্যে।
উল্লেখ্য : ফেরৎ খামে আবেদন চাইলে হাতে হাতে প্রদান করতে পারবেন। খামের ওপর নাম, পদ, মেইল ও মোবাইল এবং যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে।
বেতন, ভাতা : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে বেতন প্রদান করা হবে। এছাড়াও এই বিখ্যাত শিল্প গ্রুপের নিয়মে পদানুসারে সকল, সুবিধা এবং ভাতাদি ও বেতন প্রদানের ব্যবস্থা আছে।
বয়স : প্রার্থীকে স্বক্ষম, সরকারী চাকুরির বয়স অনুসারে আবেদন করলে ভালো। তবে অতিরিক্ত যোগ্যতা ও দক্ষতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স বিবেচনাযোগ্য।
কাজ করবেন : প্রধান প্রতিষ্ঠানে। তবে সারা দেশে কাজের মানসিকতা ও প্রয়োজনীয়তা রয়েছে।
ওএফএস।