ইউএপি নেবে সহকারী অ্যাকাউন্টস অফিসার
বিশ্ববিদ্যালয়ের নাম : ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)।
১. পদের নাম : সহকারী অ্যাকাউন্টস অফিসার।
আবেদনের যোগ্যতা : যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য অনুষদের যেকোনো বিভাগ থেকে বিবিএ বা এমবিএ ডিগ্রি বা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যেকোনো কলেজ থেকে বাণিজ্যের যেকোনো বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স।
কর্মযোগ্যতা : চাপের মধ্যে কাজ করতে পারতে হবে। ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ইংরেজিতে ভালো হতে হবে। এমএস ওয়ার্ড, অফিস ইত্যাদি অ্যাকাউন্টস অফিসারের প্রয়োজনীয় কম্পিউটার সফটওয়্যারগুলো পারতে হবে। টালি সফটওয়্যার পারতে হবে।
অগ্রাধিকার দেওয়া হবে : যেকোনো বেসরকারী বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্ট বিভাগে কর্মরত থাকলে এবং প্রয়োজনীয় শিক্ষা ও কর্মযোগ্যতা থেকে থাকলে অগ্রাধিকারভাবে নিয়োগ প্রদান করা হবে। আধুনিক অ্যাকাউন্টিং সফটওয়্যারে দক্ষতাসম্পন্ন হতে হবে।
আবেদন করবেন : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। শিক্ষাগত, কর্ম এবং প্রশিক্ষণ যোগ্যতাগুলো প্রদান করতে হবে। সকল শিক্ষাগত, কর্ম এবং প্রশিক্ষণ যোগ্যতাগুলোর সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। কোনো সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ থাকলে প্রদান করতে হবে ও পারলে সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। আবেদনের সঙ্গে এক কপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙিন ছবি প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। নারী প্রার্থী হলে স্বামী বা পিতার নাম উল্লেখ করতে হবে। চাকরিরতদের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
বেতন, ভাতা : এই উচ্চতর শিক্ষা ও গবেষণা বিশ্ববিদ্যালয় সমলিঙ্গ ও সমতায় বিশ্বাসী। এছাড়াও কর্ম পরিবেশ উন্নত। জাতীয় বেতন স্কেল অনুসারে বেতন ও ভাতাদি প্রদান করা হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিয়মে পদানুসারে সকল সুবিধা প্রদেয় হবে। সৎ, ছাত্রবান্ধব, আন্তরিক ও কর্মঠ হতে হবে।
আবেদন করবেন : Email: registrar@uap-bd.edu, uapadmin@uap-bd.edu-এই ঠিকানায় সকল সার্টিফিকেট ও আবেদনপত্র পূর্ণরূপে, ত্রুটিহীনভাবে পাঠাতে পারেন। এছাড়াও হাতে, হাতে ফেরৎ খামের মাধ্যমে সরকারী বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে আবেদন করতে পারেন। আবেদনের খামের ওপর অবশ্যই নিজের নাম, পদ, মেইল, যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১৫ অক্টোবর, ২০২২ তারিখ অফিস সময়ের মধ্যে।
আবেদনের ঠিকানা : বরাবর, রেজিস্ট্রার মহোদয়, মাধ্যম অ্যাকাউন্টস বিভাগের প্রধান, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি), ৭৪/এ, গ্রিন রোড, ঢাকা (ফার্মগেটের আনন্দ সিনেমা হলের পরে)-১২০৫। পিএবিএক্স-+৮৮০২-৫৮১৫৭০৯১ থেকে ৯৪, +৮৮০২-৫৮১৫৭০৯৬, ফ্যাক্স +৮৮০-০২-৫৮১৫৭০৯৭।
ওএফএস।