সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

আইটি ম্যানেজার ও সিভিল ইঞ্জিনিয়ার নেবে ইউএপি

বিশ্ববিদ্যালয়ের নাম : ইউনির্ভাসিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)।

১. পদের নাম : সহকারী প্রকৌশলী (সিভিল)।
আবেদনের যোগ্যতা : যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অন্তত দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিএপিতে অনার্স পাশ। এছাড়াও তিন বছরের ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারবেন চার বছরের যেকোনো বড় ভবনের রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা থাকলে কোনো প্রতিষ্ঠানে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদন করতে হবে রেজিস্ট্রার মহোদয় বরাবর। তাতে দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি যুক্ত করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে। তৃতীয় শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য নয়। শিক্ষাজীবনে কোনো সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করলে বা সার্টিফিটেক পেলে উল্লেখ ও প্রদান করতে হবে। কর্মজীবনের সত্যায়িত সাটিফিকেট প্রদান করতে হবে এবং চাকরিজীবিদের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
উল্লেখ্য : নিয়মানুসারে বাংলাদেশের অন্যতম প্রধান এবং সেরা বিশ্ববিদ্যালয় পদের বিপরীতে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে ভালো বেতন ও ভাতাদি প্রদান করবে। বিশ্ববিবদ্যালয়ের সকল সুবিধাদি প্রাপ্য হবেন। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। আবেদনকারীকে আগ্রহী, সৎ, কমনিষ্ঠ ও চরিত্রবান হতে হবে।
আবেদনপত্র : https://www.uap-bd.edu/vacancy.php এই সাইটে পদানুসারে আবেদনপত্র প্রিন্ট করে ভালোভাবে পূরণ করতে হবে।
আবেদন করবেন: ১৫ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে ফেরত খামে আবেদনের ঠিকানা হলো, বরাবর রেজিস্ট্রার মহোদয়, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি), ৭৪/এ, গ্রিন রোড, ঢাকা (ফার্মগেটের আনন্দ সিনেমা হলের পরে)-১২০৫। পিএবিএক্স-+৮৮০২-৫৮১৫৭০৯১ থেকে ৯৪, +৮৮০২-৫৮১৫৭০৯৬, ফ্যাক্স +৮৮০-০২-৫৮১৫৭০৯৭ ইমেইল : Email: registrar@uap-bd.edu, uapadmin@uap-bd.edu. চাইলে আবেদন হাতে, হাতে নির্ধারিত সময়ের মধ্যে, মেইলে কর্মকালীন সময়ে প্রদান করতে পারবেন।

২. পদের নাম : আইটি ম্যানেজার ।
আবেদনের যোগ্যতা : যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে সিএসসি (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং)য়ে অন্তত দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিএপিতে অনার্স পাশ। ১০ বছরের কর্মকালীন অভিজ্ঞতা থাকতে হবে যেকোনো ভালো প্রতিষ্ঠানে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদন করতে হবে রেজিস্ট্রার মহোদয় বরাবর। তাতে দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি যুক্ত করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে। তৃতীয় শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য নয়। শিক্ষাজীবনে কোনো সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করলে বা সার্টিফিটেক পেলে উল্লেখ ও প্রদান করতে হবে। কর্মজীবনের সত্যায়িত সাটিফিকেট প্রদান করতে হবে এবং চাকরিজীবিদের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
উল্লেখ্য : নিয়মানুসারে বাংলাদেশের অন্যতম প্রধান এবং সেরা বিশ্ববিদ্যালয় পদের বিপরীতে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে ভালো বেতন ও ভাতাদি প্রদান করবে। বিশ্ববিবদ্যালয়ের সকল সুবিধাদি প্রাপ্য হবেন। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। আবেদনকারীকে আগ্রহী, সৎ, কমনিষ্ঠ ও চরিত্রবান হতে হবে।
আবেদনপত্র : https://www.uap-bd.edu/vacancy.php এই সাইটে পদানুসারে আবেদনপত্র প্রিন্ট করে ভালোভাবে পূরণ করতে হবে।
আবেদন করবেন: ১৫ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে ফেরত খামে আবেদনের ঠিকানা হলো, বরাবর রেজিস্ট্রার মহোদয়, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি), ৭৪/এ, গ্রিন রোড, ঢাকা (ফার্মগেটের আনন্দ সিনেমা হলের পরে)-১২০৫। পিএবিএক্স-+৮৮০২-৫৮১৫৭০৯১ থেকে ৯৪, +৮৮০২-৫৮১৫৭০৯৬, ফ্যাক্স +৮৮০-০২-৫৮১৫৭০৯৭ ইমেইল : Email: registrar@uap-bd.edu, uapadmin@uap-bd.edu. চাইলে আবেদন হাতে, হাতে নির্ধারিত সময়ের মধ্যে, মেইলে কর্মকালীন সময়ে প্রদান করতে পারবেন।

ওএফএস।

Header Ad

ইসকন নেতা চিন্ময়কে গ্রেপ্তার নিয়ে যা বললেন প্রেস সচিব

প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে (৩৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

সোমবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে চিন্ময় দাসকে গ্রেপ্তারের বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চিন্ময় দাস আটক হয়েছেন বলে আমরা জানি। উনার নামে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। এ বিষয়ে ডিএমপি কমিশনার আপনাদের (সাংবাদিক) জানাবেন।

এদিকে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের সময়ে পুলিশের ভূমিকার বিষয়ে তিনি বলেন, আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো অ্যালার্ট ছিল। কিন্তু পাবলিক এক্সপেকটেশনের কারণে আমরা আগের অবস্থান থেকে সরে এসেছি। পুলিশ লাঠিচার্জ করুক, এটাও সরকার দেখতে চায় না।

Header Ad

বেনাপোলে টানা ৪ দিন বন্ধ রয়েছে দূরপাল্লার সকল পরিবহন

বেনাপোলে টানা ৪ দিন বন্ধ রয়েছে দূরপাল্লার সকল পরিবহন। ছবি: ঢাকাপ্রকাশ

যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে চতুর্থ দিনের মত দূরপাল্লার সব পরিবহন বাস বন্ধ রয়েছে। বাস মালিক সমিতি পূর্ব ঘোষনা অনুযায়ী সোমবার (২৫ নভেম্বর) সাতক্ষীরা থেকে ঢাকাগামী সকল দূরপাল্লার বাস বন্ধ রেখেছে।

এতদিন বেনাপোল থেকে দূরপাল্লার বাস বন্ধ থাকলেও ভারত ফেরত অনেক পাসপোর্ট যাত্রী ১২ কিলোমিটার দূরে নাভারন সাতক্ষীরা মোড় থেকে সাতক্ষীরা রুটের গাড়ি ধরে বাড়ি ফিরছিলেন।সোমবার থেকে সেটাও বন্ধ করে দিয়েছে মালিক সমিতি।

এতে প্রতিদিন ভারত ফেরত হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। যাত্রীদের চেকপোস্টে না নিতে দিয়ে গভীর রাতে পৌর বাস টার্মিনালে নামাতে বাধ্য করার অভিযোগে শুক্রবার রাত থেকে বেনাপোলের দূরপাল্লার সব বাস বন্ধ রেখেছে মালিক সমিতি।

বেনাপোল পরিবহন ম্যানেজার সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন,"আমাদের দাবি-দাওয়া না মানায় পরিবহন মালিকরা তাদের গাড়ি এই রুটে চালাবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন। আজ সোমবার থেকে সাতক্ষীরা রুটও বন্ধ করে দিয়েছে মালিক সমিতি।"

সাতক্ষীরা কে লাইন পরিবহনের জামতলা কাউন্টার প্রধান আনোয়ার হোসেন বিদ্যুৎ বলেন,বেনাপোলের সমস্যার সমাধান না হওয়ায় সাতক্ষীরা থেকে দূরপাল্লার পরিবহণের সকল বাস বন্ধ করে দিয়েছে মালিক সমিতি।পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আমরা কোন টিকিট বিক্রি করছি না।

এদিকে হঠাৎ করে বেনাপোল থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকায় আটকা পড়েছেন ভারত থেকে আসা হাজার হাজার পাসপোর্টধারী যাত্রী। গন্তব্যে যেতে তারা প্রাইভেটকার, মাইক্রোবাস,ট্রেন ব্যবহার করছেন। এতে ভোগান্তি,সময় অপচয়ের পাশাপাশি খরচও বেশি হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন।

বেনাপোল চেকপোস্টে কথা হয় ভারত ফেরত যাত্রী নেত্রকোনার জিতেন সাহা, নারায়নগঞ্জের সাদ্দাম হোসেন টিপু, ঢাকার ফজলুর রহমান শেখ, লাল্টু হোসেন ও বিনয় পালের সাথে।

নেত্রকোনার জিতেন সাহা বলেন, তিন জন মিলে একটি প্রাইভেট নিয়ে যশোর যাচ্ছি।সেখান থেকে বাস ধরে বাড়ি যাবো।ভারত থেকে দেশে ফিরে এখন দেখছি 'দূর্ভোগের শেষ নেই'।

যশোর জেলা বাস মালিক সমিতির সভাপতি মুসলিম উদ্দিন পাপ্পু জানান, বেনাপোল চেকপোস্টে বন্দর ভেহিক্যাল টার্মিনাল চালু হওয়ায় কমে গেছে গাড়ির জট। বাস চলাচলে কোন যানজট হয়না। ভারত বাংলাদেশের আমদানি রপ্তানি পণ্যবাহী ট্রাকের কারনে সৃষ্টি হত যানজটের। দূরপাল্লার যাত্রীদের নিরাপত্তা ও দুর্ভোগের বিষয়টি কর্তৃপক্ষের বিশেষ বিবেচনার দাবী জানান মুসলিম উদ্দিন পাপ্পু।

বেনাপোলে যানজট নিরসনে পৌর বাস টার্মিনাল ব্যবহারে নির্দেশনা দেয় জেলা প্রশাসন। পরিবহন কর্তৃপক্ষ পৌর বাস টার্মিনাল ব্যবহারে সহমত পোষন করে দিনের বাসগুলো ছাড়ছিল সেখান থেকেই। যাত্রীদের নিরাপত্তা ও সুবিধায় রাতের বাস চেকপোস্ট টার্মিনালে এসে যাত্রী নামিয়ে দিয়ে বাস যাচ্ছিল পৌর টার্মিনালে। এরই মধ্যে হঠাৎ করে ২২ নভেম্বর গভীর রাতে ঢাকা থেকে ছেড়ে আসা বাসের যাত্রী পৌর বাস টার্মিাালে নামিয়ে নেওয়া হয়। বাস প্রবেশে দেওয়া হয বাধা। এরই প্রতিবাদে বাস চলাচল বন্ধ রাখে মালিক সমিতি। টানা চার দিন দুর পাল্লার পরিবহন চলাচল বন্ধে ভারত বাংলাদেশ যাতায়াতকারী যাত্রীরা পড়ছেন সীমাহীন ভোগান্তিতে। এর সুরাহা চান ভুক্তভোগী যাত্রীরা।

Header Ad

৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা

ছবি: সংগৃহীত

রাজধানীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের ৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে ভাঙচুর ও গুলিভর্তি ম্যাগাজিন চুরির অভিযোগে মামলা করেছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) সূত্রাপুর থানার সাধারণ নিবন্ধন শাখারুম সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গতকাল রোববার (২৪ নভেম্বর) সূত্রাপুর থানার উপপরিদর্শক এ কে এম হাসান মাহমুদুল কবীর বাদী হয়ে মামলাটি করেন।

ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত তা গ্রহণ করেন। আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়েছে, গতকাল ২৪ নভেম্বর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের সাত-আট হাজার শিক্ষার্থী বেআইনি জনতাবদ্ধে মারাত্মক অস্ত্র-শস্ত্রসহ দাঙ্গা সৃষ্টি করে সরকারি সম্পত্তি ভাঙচুর করে। সরকারি অস্ত্রের (পিস্তল) গুলিভর্তি ম্যাগাজিন চুরি, সরকারি ডিউটিতে ব্যবহৃত এপিসি গাড়ি ভাঙচুর করে ক্ষতিসাধন করে।

কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করা, জীবননাশের হুমকি দেওয়া এবং ত্রাস সৃষ্টির মাধ্যমে অন্তর্ঘাতমূলক কাজ করে। এছাড়া পুলিশের এপিসি কার ও ডিউটিরত পুলিশের মোটরসাইকেল ভাঙচুর করে দুই লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এতে পেনাল কোড ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারার অপরাধ আনা হয়েছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

ইসকন নেতা চিন্ময়কে গ্রেপ্তার নিয়ে যা বললেন প্রেস সচিব
বেনাপোলে টানা ৪ দিন বন্ধ রয়েছে দূরপাল্লার সকল পরিবহন
৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা
ঋণ দেওয়ার নামে শাহবাগে লোক জড়ো করা মোস্তফা আমীন আটক
সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি
আইপিএলে দল পেলেন না মুস্তাফিজুর রহমান
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আজাহার গ্রেফতার
চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ নওগাঁয়
নির্লজ্জ দলাদলির পরিণতি দেশবাসী দেখেছে: তারেক রহমান
মোল্লা কলেজের সার্টিফিকেট-ল্যাপটপ লুট, ক্ষতি ৭০ কোটি টাকা: অধ্যক্ষ
ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার
সাত কলেজের স্নাতক পরীক্ষা স্থগিত
সংঘর্ষের ঘটনায় যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে রেকর্ড জয় ভারতের
বদলগাছীতে বাসের ধাক্কায় ৭ মাসের অন্তঃসত্ত্বা নারী নিহত, আহত ২
মামলা না নিলে ওসিকে এক মিনিটে বরখাস্ত করে দেবো: ডিএমপি কমিশনার
মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় যুবকের যাবজ্জীবন
বিগ ব্যাশ খেলার অনুমতি পেলেন রিশাদ
শাকিব খানের সঙ্গে আইটেম গানে নুসরাত
রাজধানীর মোল্লা কলেজে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীদের দখলে সড়ক