আইটি ম্যানেজার ও সিভিল ইঞ্জিনিয়ার নেবে ইউএপি
বিশ্ববিদ্যালয়ের নাম : ইউনির্ভাসিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)।
১. পদের নাম : সহকারী প্রকৌশলী (সিভিল)।
আবেদনের যোগ্যতা : যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অন্তত দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিএপিতে অনার্স পাশ। এছাড়াও তিন বছরের ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারবেন চার বছরের যেকোনো বড় ভবনের রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা থাকলে কোনো প্রতিষ্ঠানে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদন করতে হবে রেজিস্ট্রার মহোদয় বরাবর। তাতে দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি যুক্ত করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে। তৃতীয় শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য নয়। শিক্ষাজীবনে কোনো সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করলে বা সার্টিফিটেক পেলে উল্লেখ ও প্রদান করতে হবে। কর্মজীবনের সত্যায়িত সাটিফিকেট প্রদান করতে হবে এবং চাকরিজীবিদের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
উল্লেখ্য : নিয়মানুসারে বাংলাদেশের অন্যতম প্রধান এবং সেরা বিশ্ববিদ্যালয় পদের বিপরীতে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে ভালো বেতন ও ভাতাদি প্রদান করবে। বিশ্ববিবদ্যালয়ের সকল সুবিধাদি প্রাপ্য হবেন। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। আবেদনকারীকে আগ্রহী, সৎ, কমনিষ্ঠ ও চরিত্রবান হতে হবে।
আবেদনপত্র : https://www.uap-bd.edu/vacancy.php এই সাইটে পদানুসারে আবেদনপত্র প্রিন্ট করে ভালোভাবে পূরণ করতে হবে।
আবেদন করবেন: ১৫ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে ফেরত খামে আবেদনের ঠিকানা হলো, বরাবর রেজিস্ট্রার মহোদয়, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি), ৭৪/এ, গ্রিন রোড, ঢাকা (ফার্মগেটের আনন্দ সিনেমা হলের পরে)-১২০৫। পিএবিএক্স-+৮৮০২-৫৮১৫৭০৯১ থেকে ৯৪, +৮৮০২-৫৮১৫৭০৯৬, ফ্যাক্স +৮৮০-০২-৫৮১৫৭০৯৭ ইমেইল : Email: registrar@uap-bd.edu, uapadmin@uap-bd.edu. চাইলে আবেদন হাতে, হাতে নির্ধারিত সময়ের মধ্যে, মেইলে কর্মকালীন সময়ে প্রদান করতে পারবেন।
২. পদের নাম : আইটি ম্যানেজার ।
আবেদনের যোগ্যতা : যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে সিএসসি (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং)য়ে অন্তত দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিএপিতে অনার্স পাশ। ১০ বছরের কর্মকালীন অভিজ্ঞতা থাকতে হবে যেকোনো ভালো প্রতিষ্ঠানে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদন করতে হবে রেজিস্ট্রার মহোদয় বরাবর। তাতে দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি যুক্ত করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে। তৃতীয় শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য নয়। শিক্ষাজীবনে কোনো সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করলে বা সার্টিফিটেক পেলে উল্লেখ ও প্রদান করতে হবে। কর্মজীবনের সত্যায়িত সাটিফিকেট প্রদান করতে হবে এবং চাকরিজীবিদের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
উল্লেখ্য : নিয়মানুসারে বাংলাদেশের অন্যতম প্রধান এবং সেরা বিশ্ববিদ্যালয় পদের বিপরীতে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে ভালো বেতন ও ভাতাদি প্রদান করবে। বিশ্ববিবদ্যালয়ের সকল সুবিধাদি প্রাপ্য হবেন। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। আবেদনকারীকে আগ্রহী, সৎ, কমনিষ্ঠ ও চরিত্রবান হতে হবে।
আবেদনপত্র : https://www.uap-bd.edu/vacancy.php এই সাইটে পদানুসারে আবেদনপত্র প্রিন্ট করে ভালোভাবে পূরণ করতে হবে।
আবেদন করবেন: ১৫ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে ফেরত খামে আবেদনের ঠিকানা হলো, বরাবর রেজিস্ট্রার মহোদয়, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি), ৭৪/এ, গ্রিন রোড, ঢাকা (ফার্মগেটের আনন্দ সিনেমা হলের পরে)-১২০৫। পিএবিএক্স-+৮৮০২-৫৮১৫৭০৯১ থেকে ৯৪, +৮৮০২-৫৮১৫৭০৯৬, ফ্যাক্স +৮৮০-০২-৫৮১৫৭০৯৭ ইমেইল : Email: registrar@uap-bd.edu, uapadmin@uap-bd.edu. চাইলে আবেদন হাতে, হাতে নির্ধারিত সময়ের মধ্যে, মেইলে কর্মকালীন সময়ে প্রদান করতে পারবেন।
ওএফএস।