ইউএপি অধ্যাপক নেবে সিভিল ও আইন এবং মানবাধিকারে
বিশ্ববিদ্যালয়ের নাম : ইউনির্ভাসিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। ঠিকানা : ঢাকার ফার্মগেটের আনন্দ সিনেমা হলের পরে।
১. বিষয়ের নাম : সিভিল ইঞ্জিনিয়ারিং।
পদের নাম : অধ্যাপক।
পদের সংখ্যা : অনুল্লেখ্য।
আবেদনের যোগ্যতা : সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অবশ্যই প্রথম শ্রেণী বা সিজিপিএ ৩.০০ লাভ করতে হবে অনার্স ও মাস্টার্সে যেকোনো ভালো এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়াও প্রথম বিভাগে পাশ করা আবেদনকারীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনে অর্জনধারীদের বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় সুযোগ প্রদান করা হয়। তবে শিক্ষাজীবনের কোনো পযায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণ যোগ্য নয়। অবশ্যই পিএইচডি থাকতে হবে যেকোনো ভালো এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে। যেকোনো ভালো ও স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠানে অন্তত ১৪ বছরের অথবা যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে অন্তত ১১ বছরের অধ্যাপনার অভিজ্ঞতা থাকতে হবে। ৩ বছর সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করলে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও অন্তত আট বছর বা তার চেয়ে বেশি (১১ বছর) সহকারী অধ্যাপক পদাধিকারীরা পিএইচডি এবং নিয়মানুসারে শিক্ষার্থীবান্ধব এবং ছাত্র, ছাত্রীদের গবেষণা ও কার্যক্রমে অবদান রাখলে আবেদন করবেন।
গবেষণা যোগ্যতা : অন্তত পাঁচটি গবেষণা প্রকাশিত হতে যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে। তার মধ্যে অন্তত তিনটির নিজে লেখক হতে হবে। নিজের স্থপতি হিসেবে কোনো কর্ম থেকে থাকলে আবেদনে অগ্রাধিকার লাভ করবেন।
আবেদনের নিয়ম : https://www.uap-bd.edu/vacancy.php এই আবেদনপত্রটি ভালোভাবে পূরণ করতে হবে ডাউনলোড করে প্রিন্ট আকারে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না।
বেতন, ভাতা : বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সেরা এই বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ২০১৫ সালের জাতীয় বেতন কাঠামোতে পূর্ণ ও ভালো বেতন দেওয়া হবে। পদানুসারে বিশ্ববিদ্যালয়ের সকল সুবিধা প্রদেয় হবে। গবেষণা ও কার্যক্রমের যথেষ্ট ভালো সুবিধা রয়েছে।
আবেদনের শেষ তারিখ : ১৫ অক্টোবর, ২০২২, অফিস সময়ের মধ্যে। আবেদন করতে পারবেন এই বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে অফিস সময়ের মধ্যে। চাইলে হাতে, হাতে ঢাকার ফামগেটের এই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে সরাসরি আবেদনপত্র জমা দিতে পারেন পূর্ণাঙ্গ আকারে পূরণ করে। ফেরত খামে আবেদনের ঠিকানা হলো-বরাবর উপাচার্য মহোদয়, ইউনির্ভাসিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি), মাধ্যম বিভাগীয় প্রধান সিভিল ইঞ্জিনিয়ারিং, ৭৪/এ, গ্রিন রোড, ঢাকা (ফার্মগেটের আনন্দ সিনেমা হলের পরে)-১২০৫। পিএবিএক্স-+৮৮০২-৫৮১৫৭০৯১ থেকে ৯৪, +৮৮০২-৫৮১৫৭০৯৬ (এক্সটেনশন-৬৬৬), ফ্যাক্স +৮৮০-০২-৫৮১৫৭০৯৭, মেইল : headce@uap-bd.edu
২. বিষয়ের নাম : আইন ও মানবাধিকার।
পদের নাম : অধ্যাপক।
পদের সংখ্যা : অনুল্লেখ্য।
আবেদনের যোগ্যতা : আইনে অবশ্যই প্রথম শ্রেণী বা সিজিপিএ ৩.০০ লাভ করতে হবে অনার্স ও মাস্টার্সে অথবা প্রথম বিভাগে পাশ হতে হবে মানবিক বিভাগের আইন বিভাগ থেকে যেকোনো ভালো এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে। শিক্ষাজীবনে অর্জনধারীদের বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় সুযোগ প্রদান করা হয়। যেকোনো ভালো ও স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠানে অন্তত ১৪ বছরের অথবা যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে অন্তত ১১ বছরের অধ্যাপনার অভিজ্ঞতা থাকতে হবে। ৩ বছর সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করলে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও অন্তত আট বছর সহকারী অধ্যাপক (মোট ১১ বছর) পদাধিকারীরা পিএইচডি এবং নিয়মানুসারে শিক্ষার্থীবান্ধব এবং ছাত্র, ছাত্রীদের গবেষণা ও কার্যক্রমে অবদান রাখলে আবেদন করবেন। পিএইচডি থাকতে হবে যেকোনো ভালো এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে।
গবেষণা যোগ্যতা : অন্তত ১০টি গবেষণা প্রকাশিত হতে যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে। তার মধ্যে নিয়মানুসারে নিজে লেখক হতে হবে। আইনজীবি হিসেবে পিএইচডি থাকলে এবং অন্যান্য শর্ত পূরণ (গবেষণা ইত্যাদি) করলে এবং আইন বিষয়ে ভালো দখল থাকলে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাঠ্য সম্পৃক্ত হলে আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম : https://www.uap-bd.edu/vacancy.php এই আবেদনপত্রটি ভালোভাবে পূরণ করতে হবে ডাউনলোড করে প্রিন্ট আকারে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না।
বেতন, ভাতা : বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সেরা এই বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ২০১৫ সালের জাতীয় বেতন কাঠামোতে পূর্ণ ও ভালো বেতন দেওয়া হবে। পদানুসারে বিশ্ববিদ্যালয়ের সকল সুবিধা প্রদেয় হবে। গবেষণা ও কার্যক্রমের যথেষ্ট ভালো সুবিধা রয়েছে।
আবেদনের শেষ তারিখ : ১৫ অক্টোবর, ২০২২, অফিস সময়ের মধ্যে। আবেদন করতে পারবেন এই বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে অফিস সময়ের মধ্যে। চাইলে হাতে, হাতে ঢাকার ফামগেটের এই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে সরাসরি আবেদনপত্র জমা দিতে পারেন পূণাঙ্গ আকারে পূরণ করে। ফেরত খামে আবেদনের ঠিকানা হলো-বরাবর উপাচায মহোদয়, ইউনিভাসিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি), মাধ্যম বিভাগীয় প্রধান আইন ও মানবাধিকার, ৭৪/এ, গ্রিন রোড, ঢাকা (ফার্মগেটের আনন্দ সিনেমা হলের পরে)-১২০৫। টেলিফোন : ৮৮০২-৯১২৭০৮৮, পিএবিএক্স : +৮৮০২-৫৮১৫৭০৯১ থেকে ৯৪, +৮৮০২-৫৮১৫৭০৯৬ (এক্সটেনশন-৯৯৯), ফ্যাক্স +৮৮০-০২-৫৮১৫৭০৯৭। মোবাইল : ০১৮৪৯৯৫৩৯৪৫, ০১৭১১১১২৬১৮, মেইল : headlhr@uap-bd.edu
ওএফএস।