ওয়েভ ফাউন্ডেশন নেবে ১০ জন প্রোগ্রাম ও রিজিওনাল ম্যানেজার
এনজিও’র নাম : ওয়েভ ফাউন্ডেশন।
নিয়োগ দেওয়া হবে : ক্ষুদ্রঋণ ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা এবং বাস্তবায়নের জন্য ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে।
আবেদন করতে উৎসাহিত করা হলো : বিভাগগুলোর স্থায়ী প্রার্থীদের।
১. পদের নাম : প্রোগ্রাম ম্যানেজার।
পদের সংখ্যা : পাঁচটি।
বয়স : সবোচ্চ ৪৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স। তবে এনজিও’র নিয়মানুসারে এডুকেশন, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, অর্থনীতি, ডেভেলপমেন্ট স্টাডিজ, উইম্যান অ্যান্ড জেন্ডার স্টাডিজ থেকে পাশ করা আবেদনকারীরা অগ্রাধিকার লাভ করেন।
কর্মযোগ্যতা : ক্ষুদ্রঋণ ও সঞ্চয় কার্যক্রমে অন্তত ৪০ থেকে ৪৫টি শাখা সমন্বয়ক হিসেবে অন্তত ৪ বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে যেকোনো ভালো ও প্রতিষ্ঠিত এনজিওতে। মোট কর্মকালীন অভিজ্ঞতা থাকতে হবে ১০ বছরের।
অভিজ্ঞতা : কম্পিউটার পরিচালনা, রিপোর্ট রাইটিং, সাবমিশন, প্রেজেন্টেশন, প্রশিক্ষণ এবং কম র্প্রদান ও আদায়ের যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। মোটর সাইকেল চালাতে পারতে হবে এবং নিজের বৈধ চালকের লাইসেন্স থাকতে হবে। এনজিও’র নিয়মানুসারে লিঙ্গ সমতা প্রদান করা হবে।
বেতন-ভাতা : শিক্ষানবীশ হিসেবে ওয়েভ ফাউন্ডেশন প্রথমে ছয় মাসের জন্য নিয়োগ প্রদান করবে। এই সময়ে সর্বসাকুল্যে ৬৮ হাজার টাকা বেতন প্রদান করা হবে এবং পদানুসারে এনজিওতে বিদ্যমান সকল সুবিধা প্রদান করা হবে। এছাড়াও প্রকৃত জ্বালানি খরচ, মোটর সাইকেল রক্ষণাবেক্ষণ, মোবাইল ও খাবারের ভাতা প্রদান করা হবে। স্থায়ীকরণের পর মাসে বেতন ও ভাতাগুলো মিলিয়ে ৮৭ হাজার ৬শ ৭৩ টাকা প্রদান করা হবে। এছাড়াও বছরওয়ারি ইনক্রিমেন্ট, উৎসব, চিকিৎসা, পিতৃত্ব ও মাতৃত্বকালীন ছুটি, নববর্ষ ভাতা, আবাসন খরচ বা সুবিধাসহ বেসরকারী উন্নয়ন প্রতিষ্ঠানে বিদ্যমান সকল সুবিধা প্রদান করা হবে। এছাড়াও ওয়েভ ফাউন্ডেশনের প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি এবং কর্মী কল্যাণ তহবিল আছে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদন করতে হবে ইংরেজিতে। শিক্ষাগত, কর্ম এবং প্রশিক্ষণ যোগ্যতা অনুসারে সকল তথ্য প্রদান করতে হবে। সকল শিক্ষাগত, কর্ম এবং প্রশিক্ষণ যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। উল্লেখযোগ্য কোনো অর্জন বা অংশগ্রহণ থেকে থাকলে উল্লেখ করতে হবে এবং সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। আবেদনকারী নারী হলে স্বামীর নাম লিখতে হবে। মেইল, মোবাইল, বর্তমান ও স্থায়ী ঠিকানা প্রদান করতে হবে। আবেদনকারীকে শিশু, নারী ও পুরুষ ভেদে কাজের আগ্রহ, যোগ্যতা এবং অর্জনধারী হতে হবে। আবেদনে এক কপি রঙিন সত্যায়িত ছবি প্রদান করতে হবে। জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে। আবেদন প্রদানের আগে ২শ টাকার অফেরৎযোগ্য ডিডি করতে হবে এই প্রতিষ্ঠানের ঠিকানায়।
আবেদনের ঠিকানা : ১৫ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে বরাবর, বিভাগীয় প্রধান, প্রশাসন ও মানব সম্পদ বিভাগ, ওয়েভ ফাউন্ডেশন, ২২/১৩ বি, ব্লক-বি, খিলজী রোড, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭। অফিস সময়ের মধ্যে আবেদন করতে হবে। ফেরৎ খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল ও মেইল আইডি প্রদান করতে হবে। প্রয়োজনে হাতে, হাতে আবেদন জমা দিতে পারবেন। টেলিফোন নম্বর : +৮৮০২৪৮১১০১০৩, +৮৮০২৫৮১৫১৬২০। মেইলে আবেদনের ঠিকানা : info@wavefoundationbd.org.
পরীক্ষার নিয়ম : বাছাই প্রার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ প্রদান করা হবে ও কোনো টিএ-ডিএ দেওয়া হবে না। প্রক্রিয়াতে প্রার্থীর মোবাইল নম্বরে যোগাযোগ করা হবে।
২. পদের নাম : রিজিওনাল ম্যানেজার।
পদের সংখ্যা : পাঁচটি।
বয়স : সবোচ্চ ৪৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স। তবে এনজিও’র নিয়মানুসারে এডুকেশন, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, অর্থনীতি, ডেভেলপমেন্ট স্টাডিজ, উইম্যান অ্যান্ড জেন্ডার স্টাডিজ থেকে পাশ করা আবেদনকারীরা অগ্রাধিকার লাভ করেন।
কর্মযোগ্যতা : ক্ষুদ্রঋণ ও সঞ্চয় কার্যক্রমে অন্তত ৪০ থেকে ৪৫টি শাখা সমন্বয়ক হিসেবে অন্তত ৪ বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে যেকোনো ভালো ও প্রতিষ্ঠিত এনজিওতে। মোট কর্মকালীন অভিজ্ঞতা থাকতে হবে ১০ বছরের।
অভিজ্ঞতা : কম্পিউটার পরিচালনা, রিপোর্ট রাইটিং, সাবমিশন, প্রেজেন্টেশন, প্রশিক্ষণ এবং কম র্প্রদান ও আদায়ের যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। মোটর সাইকেল চালাতে পারতে হবে এবং নিজের বৈধ চালকের লাইসেন্স থাকতে হবে। এনজিও’র নিয়মানুসারে লিঙ্গ সমতা প্রদান করা হবে।
বেতন-ভাতা : শিক্ষানবীশ হিসেবে ওয়েভ ফাউন্ডেশন প্রথমে ছয় মাসের জন্য নিয়োগ প্রদান করবে। এই সময়ে সর্বসাকুল্যে ৬৮ হাজার টাকা বেতন প্রদান করা হবে এবং পদানুসারে এনজিওতে বিদ্যমান সকল সুবিধা প্রদান করা হবে। এছাড়াও প্রকৃত জ্বালানি খরচ, মোটর সাইকেল রক্ষণাবেক্ষণ, মোবাইল ও খাবারের ভাতা প্রদান করা হবে। স্থায়ীকরণের পর মাসে বেতন ও ভাতাগুলো মিলিয়ে ৮৭ হাজার ৬শ ৭৩ টাকা প্রদান করা হবে। এছাড়াও বছরওয়ারি ইনক্রিমেন্ট, উৎসব, চিকিৎসা, পিতৃত্ব ও মাতৃত্বকালীন ছুটি, নববর্ষ ভাতা, আবাসন খরচ বা সুবিধাসহ বেসরকারী উন্নয়ন প্রতিষ্ঠানে বিদ্যমান সকল সুবিধা প্রদান করা হবে। এছাড়াও ওয়েভ ফাউন্ডেশনের প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি এবং কর্মী কল্যাণ তহবিল আছে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদন করতে হবে ইংরেজিতে। শিক্ষাগত, কর্ম এবং প্রশিক্ষণ যোগ্যতা অনুসারে সকল তথ্য প্রদান করতে হবে। সকল শিক্ষাগত, কর্ম এবং প্রশিক্ষণ যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। উল্লেখযোগ্য কোনো অর্জন বা অংশগ্রহণ থেকে থাকলে উল্লেখ করতে হবে এবং সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। আবেদনকারী নারী হলে স্বামীর নাম লিখতে হবে। মেইল, মোবাইল, বর্তমান ও স্থায়ী ঠিকানা প্রদান করতে হবে। আবেদনকারীকে শিশু, নারী ও পুরুষ ভেদে কাজের আগ্রহ, যোগ্যতা এবং অর্জনধারী হতে হবে। আবেদনে এক কপি রঙিন সত্যায়িত ছবি প্রদান করতে হবে। জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে। আবেদন প্রদানের আগে ২শ টাকার অফেরৎযোগ্য ডিডি করতে হবে এই প্রতিষ্ঠানের ঠিকানায়।
আবেদনের ঠিকানা : ১৫ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে বরাবর, বিভাগীয় প্রধান, প্রশাসন ও মানব সম্পদ বিভাগ, ওয়েভ ফাউন্ডেশন, ২২/১৩ বি, ব্লক-বি, খিলজী রোড, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭। অফিস সময়ের মধ্যে আবেদন করতে হবে। ফেরৎ খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল ও মেইল আইডি প্রদান করতে হবে। প্রয়োজনে হাতে, হাতে আবেদন জমা দিতে পারবেন। টেলিফোন নম্বর : +৮৮০২৪৮১১০১০৩, +৮৮০২৫৮১৫১৬২০। মেইলে আবেদনের ঠিকানা : info@wavefoundationbd.org.
পরীক্ষার নিয়ম : বাছাই প্রার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ প্রদান করা হবে ও কোনো টিএ-ডিএ দেওয়া হবে না। প্রক্রিয়াতে প্রার্থীর মোবাইল নম্বরে যোগাযোগ করা হবে।
ওএফএস।