স্পিনিং মিলে নেওয়া হবে মার্কেটিং ম্যানেজার
প্রতিষ্ঠানের ধরণ : একটি স্বনামধন্য গ্রুপের শতভাগ রপ্তানিমুখী স্পিনিং মিল।
নিয়োগ দেওয়া হবে : জরুরী ভিত্তিতে।
পদের নাম : মার্কেটিং ম্যানেজার।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত যোগ্যতা : বাংলাদেশ টেক্সটাইল ইউনির্ভাসিটি (বুটেক্স) থেকে যেকোনো বিভাগে অন্তত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে অনার্স ও মাস্টার্স পাশ হতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না।
কর্মযোগ্যতা : আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে অন্তত ৫ থেকে ৭ বছরের প্রতিষ্ঠানের পক্ষ হয়ে সুতা বা স্পিন মার্কেটিংয়ের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে শিক্ষাগত যোগ্যতা অনুসারে ইংরেজিতে। সেখানে সকল শিক্ষাগত সার্টিফিকেট প্রদান করতে সত্যায়িত আকারে। আবেদনে একটি সত্যায়িত রঙিন ছবি যুক্ত করতে হবে। শিক্ষাজীবনে কোনো সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে থাকলে বা কোনো মেধাগত অর্জন থেকে থাকলে উল্লেখ করতে হবে এবং সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। আবেদনে কোনো ভুল বা মিথ্যা তথ্য উল্লেখ করা যাবে না। নিজের মেইল, মোবাইল, স্থায়ী ও বর্তমান ঠিকানা প্রদান করতে হবে। সকল কর্মযোগ্যতা ধারাবাহিকভাবে উল্লেখ করতে হবে এবং সকল প্রতিষ্ঠানের সকল কর্মযোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। প্রতিষ্ঠানে কোনো অর্জন বা প্রাপ্তি থেকে থাকলে এবং প্রতিষ্ঠানের উন্নয়নে কোনো অবদান রাখলে জানাতে হবে এবং সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। চাকরিজীবিদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং রেফারেন্স প্রদান করতে হবে। আবেদনকারী নারী হতে স্বামী বা পিতার নাম লিখতে হবে। আন্তরিক হতে হবে কাজে।
কর্মপ্রক্রিয়া : আবেদনকারীকে সৎ, শ্রমিকবান্ধব এবং কর্মঠ হতে হবে। প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যেতে হবে।
বয়স : অনুল্লেখ্য। তবে কর্মঠ ও কর্মমুখী এবং বয়স গ্রহণযোগ্য হতে হবে।
উল্লেখ্য : কারখানাতে নিয়মিত কাজ করতে হবে। বিদেশী ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ ও ব্যবসা করার প্রয়োজনীয় দক্ষতা এবং অভিজ্ঞতা এবং লিখিত ও মৌখিক ভাষাগত দক্ষতা অপরিহার্য।
কারখানার ঠিকানা : গাজীপুর, কালিকাকৈর, মৌচাক, তান্নারা।
ঢাকার অফিস : ৯০, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। উত্তরা ব্যাংক ভবন, ষষ্ঠ তলা, ৪৭, শহীদ বীরউত্তম আশফাকুস সামাদ রোড।
ওএফএস।