ইউরোপীয় ইউনিয়ন মানদন্ডের মাছ প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানে মহাব্যবস্থাপক?
প্রতিষ্ঠানের ধরণ : ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকান স্টান্ডার্ডের অনুমোদন পাওয়া দেশের অন্যতম শীর্ষ গ্রুপের চট্টগ্রামে অবস্থিত হিমায়িত মৎস্য প্রক্রিয়াজাতকরণ শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান।
পদের নাম : নির্বাহী মহাব্যবস্থাপক।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে মৎস্যবিজ্ঞান বিভাগে বিএফএস (ব্যাচেলর অব ফিশারিজ সায়েন্স) ও এমএফএস (মাস্টার্স অব ফিশারিজ সায়েন্স) পাশ হতে হবে অন্তত দ্বিতীয় শ্রেণীতে। কোনো পাবলিক পরীক্ষার কোনোটিতে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয়।
কর্মযোগ্যতা : যেকোনো স্বীকৃত ও ভালো মৎস্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজার বা মহাব্যবস্থাপক হিসেবে অন্তত ৫ থেকে সাত বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। সেখানে শিক্ষাগত যোগ্যতা অনুসারে নিজের ব্যক্তিগত ও শিক্ষাজীবনের তথ্যগুলো প্রদান করতে হবে। নারী হলে স্বামীর নাম লিখতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য গ্রহণযোগ্য নয়। শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেটগুলো প্রদান করতে হবে। সকল কর্ম ও প্রশিক্ষণ এবং অর্জনের উল্লেখ করতে হবে এবং সকল সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। পুরষ্কার থেকে থাকলে উল্লেখ করতে হবে এবং সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। জেলে ও শ্রমিকবান্ধব, আন্তরিক, সৎ এবং কর্মঠ হতে হবে। ইউরোপীয় স্টান্ডার্ডে প্রতিষ্ঠানের পরিবেশ এবং পরিচালনা সম্পর্কে সম্যক ধারণা থেকে থাকলে অগ্রাধিকার লাভ করবেন। প্রতিষ্ঠান পরিচালনার সম্পূর্ণ দায়িত্বভার গ্রহণ করতে হবে।
আবেদনের জন্য যোগাযোগের মোবাইল নম্বর : ০১৭১১-৪২৯২৭১, ০১৭১১-৬৮০৪৬৬, ০১৮১১-৫০৫০২০ ও ০১৭১১-৭৮৪০০৫।
কারখানা অফিস : হালিশহর, চট্টগ্রাম, দক্ষিণ কাট্টলী, গোলন্দাজ রোড।
ঢাকার লিয়াজোঁ অফিস : ৯০, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। উত্তরা ব্যাংক ভবন, ষষ্ঠ তলা, ৪৭, শহীদ বীরউত্তম আশফাকুস সামাদ রোড।
বেতন, ভাতা : আকর্ষণীয় বেতন, ভাতাদি এবং প্রতিষ্ঠানের নিয়মে পদানুসারে সকল সুবিধা প্রদেয় হবে।
ওএফএস।