এফসিইউবি ১৭ পদে প্রভাষক থেকে অধ্যাপক নেবে
বিশ্ববিদ্যালয়ের নাম : ফার্স্ট ক্যাপিটাল ইউনির্ভাসিটি অব বাংলাদেশ (এফসিইউবি)।
১. পদের নাম : প্রভাষক।
বিভাগের নাম : ইইই (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং), সিএসই (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, পাবলিক হেলথ ও ইংরেজি।
মোট প্রভাষক নেওয়া হবে : পাঁচটি বিভাগে।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি ও এইচএসসিতে সিজিপিএতে ৫.০০’র মধ্যে অন্তত ৪.০০ পেতে হবে যেকোনো শিক্ষাবোর্ডের সংশ্লিষ্ট বিভাগে। অনার্স ও মাস্টার্সে আবেদনের যোগ্যতা হিসেবে অন্তত প্রথম শ্রেণী বা ৩.০০ পেতে হবে। তবে নিজের বিভাগ থেকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে প্রথম বা এমন সেরা ফলাফলধারীকে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার নিয়মানুসারে প্রয়োজনীয় শর্তপূরণ সাপেক্ষে নিয়োগ প্রদান করা হবে ।
অগ্রাধিকার : এমফিল বা পিএইচডি থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে।
সুবিধাদি : ফাস্ট ক্যাপিটাল ইউনির্ভাসিটি অব বাংলাদেশ’র সকল সুবিধা পদানুসারে প্রদান করা হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে শিক্ষাগত যোগ্যতা অনুসারে। সত্যায়িত পাসপোর্ট আকারের ছবি দিতে হবে। সেখানে সকল শিক্ষাগত যোগ্যতা প্রদান করতে হবে। সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট দিতে হবে। কর্মযোগ্যতা ও প্রশিক্ষণ এবং সহ-শিক্ষাকার্যক্রমের কোনোটিতে কোনো কোনো অবদান বা অংশগ্রহণ থেকে থাকলে প্রদান করতে হবে। সব কর্মযোগ্যতা ও প্রশিক্ষণ এবং সহ-শিক্ষাকার্যক্রমের সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। ছাত্রবান্ধব, আগ্রহী ও সৎ হতে হবে।
আবেদনের ঠিকানা : ফেরত খামে নাম, পদ, মোবাইল, মেইল ও ঠিকানাসহ আবেদন করবেন রেজিস্টার, ফার্স্ট ক্যাপিটাল ইউনির্ভাসিটি অব বাংলাদেশ, ঘোড়ামারা, আলমডাঙ্গা রোড, চুয়াডাঙ্গা পৌরসভা, চুয়াডাঙ্গা-৭২০০। টেলিফোন : ০২-৪৭৭৭৮৭৬৩৩। মোবাইল : ০১৯৬৭৫৯৫৪২৯। আবেদন করতে পারেন ইমেইলেও : first_capital_bd@yahoo.com
বেতন : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ৯ম গ্রেডে বেতন দেওয়া হবে।
২. পদের নাম : সহকারী অধ্যাপক।
বিভাগের নাম : ইইই (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং), সিএসই (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), ব্যবসায়, পাবলিক হেলথ, ইংরেজি ও সমাজবিজ্ঞান।
মোট সহকারী অধ্যাপক নেওয়া হবে : ছয়টি বিভাগে।
কর্মযোগ্যতা : যেকোনো সরকারী কলেজ বেসরকারী কলেজ অথবা সরকারী বা বেসরকারী বিশ্ববিদ্যালয়ে অন্তত ১০ বছরের অধ্যাপনার অভিজ্ঞতা থাকতে থাকতে হবে। আবেদনকারীর পিএইচডি থাকতে হবে।
গবেষণা যোগ্যতা : বাস্তবায়নে দিক নির্দেশক ভূমিকা পালন করবে এমন কয়েকটি অত্যন্ত ভালো ও মানসম্পন্ন গবেষণা প্রবন্ধ প্রকাশিত থাকতে হবে নামকরা জার্নালে।
সুবিধাদি : ফার্স্ট ক্যাপিটাল ইউনির্ভাসিটি অব বাংলাদেশ’র সহকারী অধ্যাপকের সকল সুবিধা পদানুসারে প্রদান করা হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে শিক্ষাগত যোগ্যতা অনুসারে। সত্যায়িত পাসপোর্ট আকারের ছবি দিতে হবে। সেখানে সকল শিক্ষাগত যোগ্যতা প্রদান করতে হবে। সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট দিতে হবে। কর্মযোগ্যতা ও প্রশিক্ষণ এবং সহ-শিক্ষাকাযক্রমে কোনো অবদান বা অংশগ্রহণ থেকে থাকলে প্রদান করতে হবে। সব কর্মযোগ্যতা ও প্রশিক্ষণ এবং সহ-শিক্ষাকার্যক্রমের সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। ছাত্রবান্ধব, আগ্রহী ও সৎ হতে হবে। পিএইচডির উল্লেখ থাকতে হবে আবেদনে ও ব্যাখ্যা প্রদান করতে হবে। পিএইচডির কপি প্রদান করতে হবে সত্যায়িত আকারে। গবেষণা নিবন্ধগুলোর সত্যায়িত কপি প্রদান করতে হবে।
আবেদনের ঠিকানা : ফেরত খামে নাম, পদ, মোবাইল, মেইল ও ঠিকানাসহ আবেদন করবেন রেজিস্টার, ফার্স্ট ক্যাপিটাল ইউনির্ভাসিটি অব বাংলাদেশ, ঘোড়ামারা, আলমডাঙ্গা রোড, চুয়াডাঙ্গা পৌরসভা, চুয়াডাঙ্গা-৭২০০। টেলিফোন : ০২-৪৭৭৭৮৭৬৩৩। মোবাইল : ০১৯৬৭৫৯৫৪২৯। আবেদন করতে পারেন ইমেইলেও : first_capital_bd@yahoo.com
বেতন : ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে ষষ্ঠ গ্রেডে বেতন প্রদান করা হবে।
৩. পদের নাম : অধ্যাপক।
বিভাগের নাম : ইইই (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং), সিএসই (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), ব্যবসায়, পাবলিক হেলথ, ইংরেজি ও সমাজবিজ্ঞান।
মোট অধ্যাপক নেওয়া হবে : ছয়টি বিভাগে।
কর্মযোগ্যতা : যেকোনো সরকারী কলেজ বা বেসরকারী কলেজ বা সরকারী অথবা বেসরকারী বিশ্ববিদ্যালয়ে অন্তত ১৫ বছরের অধ্যাপনা থাকতে হবে। আবেদনের যোগ্যতায় সহযোগী পদ বা সহকারী অধ্যাপক হতে হবে। আবেদনকারীর পিএইচডি থাকতে হবে।
গবেষণা যোগ্যতা : বাস্তবায়নে দিক নির্দেশক ভূমিকা পালন করবে এমন কয়েকটি অত্যন্ত ভালো ও মানসম্পন্ন গবেষণা প্রবন্ধ প্রকাশিত থাকতে হবে নামকরা জার্নালে।
সুবিধাদি : ফার্স্ট ক্যাপিটাল ইউনির্ভাসিটি অব বাংলাদেশ’র অধ্যাপকের সকল সুবিধা পদানুসারে প্রদান করা হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে শিক্ষাগত যোগ্যতা অনুসারে। সত্যায়িত পাসপোর্ট আকারের ছবি দিতে হবে। সেখানে সকল শিক্ষাগত যোগ্যতা প্রদান করতে হবে। সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট দিতে হবে। কর্মযোগ্যতা ও প্রশিক্ষণ এবং সহ-শিক্ষাকাযক্রমে কোনো অবদান বা অংশগ্রহণ থেকে থাকলে প্রদান করতে হবে। সব কর্মযোগ্যতা ও প্রশিক্ষণ এবং সহ-শিক্ষাকার্যক্রমের সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। ছাত্রবান্ধব, আগ্রহী ও সৎ হতে হবে। পিএইচডির উল্লেখ থাকতে হবে আবেদনে ও ব্যাখ্যা প্রদান করতে হবে। পিএইচডির কপি প্রদান করতে হবে সত্যায়িত আকারে। গবেষণা নিবন্ধগুলোর সত্যায়িত কপি প্রদান করতে হবে।
আবেদনের ঠিকানা : ফেরত খামে নাম, পদ, মোবাইল, মেইল ও ঠিকানাসহ আবেদন করবেন রেজিস্টার, ফার্স্ট ক্যাপিটাল ইউনির্ভাসিটি অব বাংলাদেশ, ঘোড়ামারা, আলমডাঙ্গা রোড, চুয়াডাঙ্গা পৌরসভা, চুয়াডাঙ্গা-৭২০০। টেলিফোন : ০২-৪৭৭৭৮৭৬৩৩। মোবাইল : ০১৯৬৭৫৯৫৪২৯। আবেদন করতে পারেন ইমেইলেও : first_capital_bd@yahoo.com
বেতন : ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে পঞ্চম গ্রেডে বেতন প্রদান করা হবে।
ওএফএস।