বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘ক্যারিয়ার কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশের অন্যতম বেসরকারী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ)’র ঢাকার মোহাম্মদপুরে আজ সারাদিন ধরে ক্যারিয়ার সেশন হয়েছে।
মোট পাঁচটি সেশনে প্রশিক্ষক হিসেবে এসেছেন নামকরা স্থপতি ইকবাল হাবিব, এসিড সারভাইভারস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনিরা রহমান ও ড. অনন্য রায়হান হিসেবে।
বিইউ’র উদ্যোগে অনুষ্ঠিত ক্যারিয়ার কর্মশালাটির সার্বিক সহযোগিতায় ছিল অনলাইন প্লাটফর্ম ‘আই-সোশ্যাল লিমিটেড’।
সকালে উদ্বোধন করেছেন বিইউ’র রেজিস্ট্রার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. মাহবুবুল হক।
সব বিভাগীয় প্রধান ছাড়াও বিইউ ও আই-স্যোশালের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালা হয়েছে বিকেল ৫টা পর্যন্ত।
উদ্বোধন করে রেজিস্ট্রার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. মাহবুবুল হক বলেছেন, ‘শিক্ষার্থীদের প্রধান লক্ষ্য হওয়া উচিত উপযুক্ত ক্যারিয়ার গড়া। এদিকে প্রতিজন শিক্ষার্থীকে মনযোগী হতে হবে।’
বিইউ’র রেজিস্ট্রার পরামর্শ দিয়েছেন, ‘পাঠ্যবই পড়ার পাশাপাশি শিক্ষামূলক ও ক্যারিয়ার বিষয়ক সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করতে হবে।’
কর্মশালায় মোট পাঁচটি অধিবেশনে আরো ছিল ‘সিভি রাইটিং’, ‘ডাটা সেন্স প্রশিক্ষণ’, ‘মাইক্রোসফট এক্সেল ট্রেনিং’, ‘ক্যারিয়ার আলোচনা’ ও ‘স্পট জব হান্টার সার্ভে’।
ক্যারিয়ার আলোচনায় অংশ নিয়ে স্থপতি ইকবাল হাবিব, ড. অনন্য রায়হান ও মনিরা রহমান-‘ছাত্র, ছাত্রীদের সঙ্গে যোগাযোগ দক্ষতা, টাইম ও টিম ম্যানেজমেন্ট এবং চাকরির ক্ষেত্রে প্রফেশনাল দক্ষতাসমূহ’ নিয়ে আলোচনা করেছেন।’
তারা বলেছেন, ‘গ্রাজুয়েটদের পছন্দের পেশায় যাওয়া কোন সময়ই সহজ সাধ্য ছিল না। আগে প্রতিযোগিতা কম থাকলেও কাজের সুযোগ ছিল সীমিত। বর্তমানে বাংলাদেশী গ্রাজুয়েটদের কর্মক্ষেত্র সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তাই তোমাদের প্রধান দায়িত্ব হলো, নিজেদের যোগ্য করে গড়ে তোলা।’
তারা আরো জানিয়েছেন, ‘শিক্ষার্থীদেরকে প্রতিযোগিতায় টিকে থাকতে টেকনিক্যাল বিষয়গুলোতেও জ্ঞান অর্জন করতে হবে। আমাদের গ্রাজুয়েটরা অত্যন্ত মেধাবী ও যোগ্য বলে তাদের কর্মক্ষেত্রে সফল হচ্ছে।’
তারা শিক্ষার্থীদের সিজিপিএ নির্ভর পড়ালেখা না করে সহ-পাঠ্যক্রমিক কাজেও যুক্ত হওয়ার আহবান জানান।
কাজ করেছেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মেজবাহ কামাল। প্রসঙ্গত, বাংলাদেশ ইউনিভার্সিটিতে দিনব্যাপী কর্মশালা অনলাইন অফলাইনে অনুষ্ঠিত হয়। দুই শতাধিক ছাত্র-ছাত্রী কর্মশালায় অংশগ্রহণ করেন।
ওএস/