‘কোস্টাল অ্যান্ড রিভার ইঞ্জিনিয়ারিং’-এ খন্ডকালীন অধ্যাপক নেবে ‘বিএসএমআরএমইউ’
বিশ্ববিদ্যালয়ের নাম : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনির্ভাসিটি বাংলাদেশ (বিএসএমআরএমইউ)।
অস্থায়ী ক্যাম্পাস : ১৪/৬-১৪-২৩ পল্লবী, মিরপুর-১২, ঢাকা-১২১৬।
মোবাইল : ০১৭৬৯-৭২১০১০। ইমেইল-regoffice@bsmrmu.edu.bd.
ওয়েবসাইট : bsmrmu.edu.bd.
আবেদন করবেন : প্রকৃত বাংলাদেশী নাগরিকরা।
১. পদের নাম : খন্ডকালীন শিক্ষক।
বিষয়ের নাম : কোস্টাল অ্যান্ড রিভার ইঞ্জিনিয়ারিং।
পড়াতে হবে : এমএসসির দ্বিতীয় সেমিস্টারের ছাত্র, ছাত্রীদের।
কোর্সগুলোর নাম : ডিজাইন অব কোস্টাল স্ট্রাকচারস, পোর্ট প্ল্যানিং অ্যান্ড আইল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট, ক্লাইমেট চেঞ্জ ইমপ্যাক্টস অ্যান্ড অ্যাডাপ্টেশন ইন ডেল্টাস, ফিল্ড ওয়ার্ক অ্যান্ড ডেল্টা প্রসেসিং।
বিষয়গুলোতে আছে-https://bsmrmu.edu.bd/file_download/notices/886.
অধ্যাপকের সংখ্যা : একজন।
শিক্ষাগত যোগ্যতা : দেশ, বিদেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের যেকোনো নাগরিক এই কোর্সগুলোর সংশ্লিষ্ট বিষয়ে অন্তত অনার্স ও মাস্টার্স। এমফিল বা সমমানের ডিগ্রি এবং পিএইচডি থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে। নৌবাহিনীর যোগ্য ও অভিজ্ঞ অবসরপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগের সুবিধা আছে।
শিক্ষাগত শর্ত : বাংলাদেশের শিক্ষাব্যবস্থার নিয়মে চারটি পাবলিক পরীক্ষায় অন্তত তিনটিতে প্রথম বিভাগ বা শ্রেণী বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় শ্রেণী বা সমমমানের ডিগ্রি অথবা সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। প্রথম শ্রেণীতে প্রথম হওয়াদের যেকোনো একটি পাবলিক পরীক্ষার ফলাফলের শর্ত নিয়মানুসারে শিথিল করা হবে। পিএইচডিধারীরা নিয়োগে অগ্রাধিকার লাভ করবেন।
উল্লেখ্য : যদি কোনো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় নিযুক্ত প্রার্থী আবেদন করেন, তিনি নির্বাচিত হলে এই বিশ্ববিদ্যালয়ের নিয়মেও একই পদে নিয়োগ লাভ করবেন।
নৌবাহিনী বা যোগ্যতম ক্ষেত্রের প্রার্থীরা বাদে বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা এই বিশ্ববিদ্যালয়ের নিয়মে অধ্যাপনায় নিযুক্ত হলে প্রভাষক পদে সমমানে, তিন বছর অধ্যাপনার বিপরীতে সহকারী অধ্যাপক নিযুক্ত থাকলে সহকারী অধ্যাপক, ১৪ বছর অধ্যাপনার অভিজ্ঞতা থাকলে সহযোগী অধ্যাপক এবং অন্তত ২০ বছরের অধ্যাপনায় পূর্ণ অধ্যাপক হিসেবে বিবেচিত হবেন। তবে সরকারী বা বেসরকারী বা অন্য যেকোনো শিক্ষা বা কর্ম প্রতিষ্ঠানে কর্মরত থাকলে নিয়োগের শর্ত হিসেবে উপযুক্ত কতৃপক্ষের অনুমতি বা প্রয়োজনীয় ক্ষেত্রে ছাড়পত্র প্রদান করতে হবে। এই কোর্সগুলো পড়ানো এবং বিশ্ববিদ্যালয়ে পাঠ ও গবেষণা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিএসএমআরএমইউ’র নিয়ম ও নীতিমালাগুলো অনুসরণ করতে হবে। বেতন ও ভাতাদি খন্ডকালীন অধ্যাপকের নিয়মে প্রাপ্ত হবেন কিন্তু বিএসএমআরএমইউ’র অধ্যাপকের সকল সুবিধা প্রদেয় হবেন।
সুবিধাদি : এই অস্থায়ী বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান সকল সুবিধা প্রদান করা হবে। চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসের নির্মাণকাজ চলছে।
বয়স : বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকলে সে বয়স কাঠামোতে নিয়োগ প্রদান করা হবে। চুক্তিভিত্তিতে কোনো অবসর নেওয়া অধ্যাপক বা নৌবাহিনীর কোনো যোগ্যতম প্রার্থী বা প্রবাসী বাংলাদেশী শিক্ষাবিদকে নিয়োগ প্রদান করা হলে যোগ্যতানুসারে উপযুক্ত বেতন ও ভাতাদি প্রদান করা হবে।
আবেদনের করবেন : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে শিক্ষাগত যোগ্যতা অনুসারে ইংরেজিতে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। শিক্ষাগত সার্টিফিকেটানুসারে সব শিক্ষাগত যোগ্যতা প্রদান করতে হবে। সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেটগুলো প্রদান করতে হবে। এমফিল বা পিএইচডি করলে ভালোভাবে উল্লেখ করতে হবে। প্রয়োজনীয় সত্যায়িত সার্টিফিকেটগুলোও প্রদান করতে হবে। কোনো বই, গবেষণা, গবেষণা নিবন্ধ, কর্মকালীন যোগ্যতা, প্রশিক্ষণ থেকে থাকলে উল্লেখ করতে হবে ও প্রয়োজনীয় সত্যায়িত কপিগুলো প্রদান করতে হবে। জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড সত্যায়িত আকারে প্রদান করতে হবে। নিজের দুই কপি রঙিন পাসপোর্ট আকারের ছবি সত্যায়িত করে প্রদান করতে হবে।
আবেদন করবেন : মোট দুই সেট প্রয়োজনীয় কপির পূর্ণ আবেদনপত্রের মাধ্যমে খন্ডকালীন শিক্ষক হিসেবে। একটি সেট রেজিস্ট্রার কার্যালয়ে প্রদান করতে হবে ও ডিন-ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে আরেক সেট জমা দিতে হবে। ছাত্রবান্ধব, আগ্রহী, পাঠদানের মনোযোগী এবং গবেষণা মুখাপেক্ষী অধ্যাপক হতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১০ অক্টোবর ২০২২ তারিখ, অফিস সময়ের মধ্যে।
আবেদনপত্র পৌঁছাতে হবে : বিশ্ববিদ্যালয়ে নিয়োগের নিয়মানুসারে ডাক মারফতে। প্রয়োজনে ফেরৎ খামসহ হাতে, হাতেও আবেদন পৌছাতে পারেন।
আবেদনের ঠিকানা : বরাবর রেজিস্ট্রার, মাধ্যম ডিন-ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনির্ভাসিটি বাংলাদেশ (বিএসএমআরএমইউ)। অস্থায়ী ক্যাম্পাস : ১৪/৬-১৪-২৩ পল্লবী, মিরপুর-১২, ঢাকা-১২১৬। মোবাইল : ০১৭৬৯-৭২১০১০। খামের ওপর অবশ্যই নিজের নাম, পদ, মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিযুক্ত ও সংশ্লিষ্ট বিভাগ সামঞ্জস্য নয়, এমন যেকোনো আবেদন বাতিল বলে গণ্য হবে। যেকোনো ধরণের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিশ্ববিদ্যালয়ের নিয়মে বিবেচনা করা হয়।
ছবি : বিএসএমআরএমই ‘র অস্থায়ী ক্যাম্পাসের গ্রন্থাগার।
ওএফএস।