শহীদ খালেক ইউসেপ টেক্সটাইল ইনস্টিটিউট উপাধ্যক্ষ নেবে
শিক্ষা প্রতিষ্ঠানের নাম : ইউসেপ বাংলাদেশ।
পদের নাম : ভাইস প্রিন্সিপাল বা উপাধ্যক্ষ।
নিয়োগ দেওয়া হবে : শহীদ খালেক ইউসেপ টেক্সটাইল ইনস্টিটিউটে (এসকেইউটিআই)।
কাজ করতে হবে : আন্তর্জাতিকমানের গার্মেন্ট কারখানার কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের জন্য।
শিক্ষাগত যোগ্যতা : বাংলাদেশ টেক্সটাইল ইউনির্ভাসিটি বা বুটেক্স থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি।
কর্মযোগ্যতা : ম্যানেজমেন্ট মার্কেটিংয়ে এমবিএ ডিগ্রি।
প্রশিক্ষণ যোগ্যতা : বিএড বা এমএড।
উল্লেখ্য : আগ্রহী প্রার্থীকে অবশ্যই শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বা বিভাগ লাভ করা যাবে না। ম্যানেজমেন্ট মার্কেটিংয়ে অন্তত সিজিপিএ ৩.০০ লাভ করতে হবে।
নিয়োগের ক্ষেত্রে : অন্তত পাঁচ বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে যেকোনো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বা গার্মেন্ট কর্ম প্রতিষ্ঠানে। এর মধ্যে দুই বছরের সুপারভাইজর বা ম্যানেজার পদের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। ছাত্রবান্ধব, আগ্রহী ও সৎ হতে হবে।
বেতন ভাতা ও সুবিধাদি : আলোচনার মাধ্যমে যোগ্যতম কর্মীকে সবচেয়ে ভালো বেতন ও ভাতাদি প্রদান করা হবে। এই প্রতিষ্ঠানের নিয়মে পদের বিপরীতে সকল সুবিধা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : ৫ অক্টোবর, ২০২২ অফিস সময়ের মধ্যে।
বিভিন্ন বিষয় জানতে : http://career.ucepbd.org/job-details/10000288.
আবেদনের লিংক : http://career.ucepbd.org/job-details/10000288.
ওএফএস।