সাব-ইন্সপেক্টর পদে ‘নিয়োগযোগ্য’ প্রার্থীদের তালিকা প্রকাশ
ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ ২০২১-এর স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশনে ‘নিয়োগযোগ্য’ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর এ তথ্য জানায়।
বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ ২০২১ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষাসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় এ উত্তীর্ণ ৮৭৫ জন প্রার্থীর মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য এবং পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক মর্মে ৮১৫ জন প্রার্থীকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আগামী ১৪ অক্টোবর ৩টায় বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া, স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য ও পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক নয় মর্মে ‘নিয়োগের অযোগ্য’ এবং চাকরি করতে অনিচ্ছুক সর্বমোট ৬০ জন প্রার্থীর তালিকা একই সঙ্গে প্রকাশিত হয়েছে|বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট www.police.gov.bd-এ তালিকা পাওয়া যাবে।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় প্রশিক্ষণে উপস্থিত হবার জন্য নির্ধারিত তারিখে কোনো প্রার্থী অনুপস্থিত থাকলে তিনি চাকরি করতে ইচ্ছুক নন মর্মে গণ্য হবে। পরবর্তীকালে উক্ত প্রার্থীর বর্ণিত প্রশিক্ষণ গ্রহণ বা চাকরিতে প্রবেশের কোনো সুযোগ থাকবে না।
কেএম/এমএমএ/