সেতু (এনজিও) নেবে ২শ ৬৪ জন অফিসার
এনজিও’র নাম : সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু)।
নিয়োগ দেওয়া হবে : দাতা, দাতা প্রতিষ্ঠান, পিকেএসএফ ও ব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘সমন্বিত উন্নয়ন’ এবং ‘ক্ষুদ্রঋণ কমসূচি’তে।
যে জেলাগুলোতে চাকরি করতে হবে : ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, সিরাজগঞ্জ, বগুড়া, ব্রাক্ষ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলাতে।
১. পদের নাম : জোনাল ম্যানেজার।
যে গ্রেড লাভ করবেন : শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে ৫০ হাজার টাকা বেতন দেওয়া হবে। নিয়মিত হলে সরকারী বেতন কাঠামো ২০১৫ অনুসারে ও সেতুর নিজস্ব বেতন কাঠামোতে সমন্বয় করে ‘গ্রেড ৬ বি’ বেতনকাঠামো প্রদান করা হবে। এছাড়াও মাসে মোবাইল বিল ৫শ, মোটর সাইকেল জ্বালানি প্রদান করা হবে। তার বাদেও উৎসব এবং নববর্ষ ভাতা, গ্রাচুয়িটি, মাতৃত্বকালীন ভাতা, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, ইনক্রিমেন্ট সুবিধাদি প্রদান করা হবে।
কর্মযোগ্যতা : পিকেএসএফ পরিচালিত নিয়মে বাংলাদেশের যেকোনো এনজিওতে জোনাল ম্যানেজার পদে অন্তত দুই বছর বা এরিয়া ম্যানেজার পদে অন্তত পাঁচ বছর কর্মকালীন বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
পদের সংখ্যা : চারটি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিভাগে অন্তত অনার্স ও মাস্টার্স পাশ হতে হবে। শিক্ষাজীবন দ্বিতীয় শ্রেণী বা গ্রেডে সম্পন্ন করতে হবে। কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয়। এনজিওতে চাকরির অতিরিক্ত অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও বেসরকারী উন্নয়ন সংস্থার নিয়মানুসারে এডুকেশন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, অর্থনীতি, ডেভেলপমেন্ট স্টাডিজের ছাত্র, ছাত্রীরা অগ্রাধিকার লাভ করেন।
কর্মঅভিজ্ঞতা : প্রতিটি প্রার্থী নারী বা পুরুষ (এনজিও’র চাকরির নীতিমালা অনুসারে নারী প্রার্থীরা অগ্রাধিকার লাভ করেন। লিঙ্গ ও কর্মসমতায় বিশ্বাসী বেসরকারী উন্নয়ন সংস্থাগুলো)-অবশ্যই মোটর সাইকেল চালানোতে সম্মত এবং প্রয়োজনে চালাতে হবে। নিজের মোটর সাইকেল থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। এছাড়াও কম্পিউটার ও ইন্টারনেট এবং ইংরেজি দক্ষতাধারী হতে হবে। এমএস ওয়ার্ড, কম্পিউটার বাংলা ও ইংরেজি টাইপিং, পাওয়ার পয়েন্ট উপস্থাপনা, রিপোর্ট রাইটিং করতে পারতে হবে।
আবেদন করবেন : নিজের হাতে একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে ইংরেজিতে। আবেদনে শিক্ষাগত যোগ্যতা অনুসারে সকল তথ্য প্রদান করতে হবে। নারী প্রার্থী হলে স্বামীর নাম লিখতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য গ্রহণযোগ্য নয়। সকল শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট দিতে হবে। সমাজ উন্নয়নমূলক কোনো কাজ করলে তার তথ্য ও প্রয়োজনীয় ক্ষেত্রে সত্যায়িত সার্টিফিকেট দিতে পারলে ভালো। মোবাইল, মেইল, যোগাযোগের স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্র ও ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিলর অথবা উপজেলা চেয়ারম্যানের সত্যায়িত চারিত্রিক সার্টিফিকেট প্রদান করতে হবে। আবেদনপত্রের সঙ্গে দুই কপি সত্যায়িত পাসপোর্ট আকারের রঙিন ছবি যুক্ত করতে হবে।
উল্লেখ্য : ২শ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট পরীক্ষার ফি বাবদ সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু), সোনালী ব্যাংক লিমিটেড, টাঙ্গাইল বাজার শাখা, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল-এই শাখার অনুকূলে বাংলাদেশের যেকোনো শাখা থেকে পাঠাতে হবে ও মূল আবেদনের সেটের সঙ্গে ব্যাংকের মাধ্যমে যুক্ত করতে হবে। এছাড়াও বিকাশ রবি মাচেন্ট নম্বর, সেতু-০১৮৮১০০৯৮০০ তে খরচসহ ২শ ৫ টাকা অফেরৎযোগ্য বিকাশ করতে পারেন এবং প্রাপ্তি নিশ্চিত হয়ে ফিরতি ম্যাসেজ সংগ্রহ করতে হবে। এর বাদে আর কোনো আর্থিক লেনদেন গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্রে নিজের মোবাইল নম্বর প্রদান করে ট্রান্সজেকশন আইডি-বিকাশ উল্লেখ করতে হবে।
আবেদনের ঠিকানা : ফিরতি খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল ও মেইল ঠিকানা প্রদান করতে হবে এবং আবেদনপত্র পৌঁছাতে হবে হাতে, হাতে বা ডাক ঠিকানার মাধ্যমে বরাবর, সহকারী পরিচালক মহোদয়, মানব সম্পদ বিভাগ, সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু), সেতু টাওয়ার, প্রধান কার্যালয়, মেইন রোড, টঙ্গাইল সদর, টাঙ্গাইল-১৯০০ ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ : ৩১ সেপ্টেম্বর, ২০২২, সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা।
প্রয়োজনে যোগাযোগ : ০১৭১৪-১১১৮৯৬, সেতুর ওয়েব : http://satu-bd.org/
২. পদের নাম : এরিয়া ম্যানেজার।
বয়স : অনুর্ধ্ব ৪০ বছর।
যে গ্রেড লাভ করবেন : শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে ৩৮ হাজার টাকা বেতন দেওয়া হবে। ছয় মাস পর নিয়মিত হলে সরকারী বেতন কাঠামো ২০১৫ অনুসারে ও সেতুর নিজস্ব বেতন কাঠামোতে সমন্বয় করে ‘গ্রেড ৭ বি’ বেতন কাঠামো প্রদান করা হবে। মাসে সাকুল্যে ৪০ হাজার ৩শ টাকা বেতন বাদেও মোবাইল বিল ৫শ, মোটর সাইকেল জ্বালানি প্রদান করা হবে। তার বাদেও উৎসব এবং নববর্ষ ভাতা, গ্রাচুয়িটি, মাতৃত্বকালীন ভাতা, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, ইনক্রিমেন্ট সুবিধা প্রদান করা হবে।
কর্মযোগ্যতা : পিকেএসএফ পরিচালিত নিয়মে বাংলাদেশের যেকোনো এনজিওতে এরিয়া ম্যানেজার পদে অন্তত দুই বছর বা ব্রাঞ্চ ম্যানেজার পদে অন্তত পাঁচ বছর কর্মকালীন বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
পদের সংখ্যা : ১০টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিভাগে অন্তত অনার্স ও মাস্টার্স পাশ হতে হবে। শিক্ষাজীবন দ্বিতীয় শ্রেণী বা গ্রেডে সম্পন্ন করতে হবে। কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয়। এনজিওতে চাকরির অতিরিক্ত অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও বেসরকারী উন্নয়ন সংস্থার নিয়মানুসারে এডুকেশন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, অর্থনীতি, ডেভেলপমেন্ট স্টাডিজের ছাত্র, ছাত্রীরা অগ্রাধিকার লাভ করেন।
কর্মঅভিজ্ঞতা : প্রতিটি প্রার্থী নারী বা পুরুষ (এনজিও’র চাকরির নীতিমালা অনুসারে নারী প্রার্থীরা অগ্রাধিকার লাভ করেন। লিঙ্গ ও কর্মসমতায় বিশ্বাসী বেসরকারী উন্নয়ন সংস্থাগুলো)-অবশ্যই মোটর সাইকেল চালানোতে সম্মত এবং প্রয়োজনে চালাতে হবে। নিজের মোটর সাইকেল থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। এছাড়াও কম্পিউটার ও ইন্টারনেট এবং ইংরেজি দক্ষতাধারী হতে হবে। এমএস ওয়ার্ড, কম্পিউটার বাংলা ও ইংরেজি টাইপিং, পাওয়ার পয়েন্ট উপস্থাপন, রিপোর্ট রাইটিং করতে পারতে হবে।
জামানত : এককালীন ২০ হাজার টাকা নির্দিষ্ট মেয়াদ পর ফেরৎযোগ্য জামানত প্রদান করতে হবে। এই জামানত টাঙ্গাইলের প্রধান কার্যালয়ের হিসাব বিভাগে জমা দিতে হবে ও ক্যাশ মেমো সংগ্রহ এবং কম্পিউটারে এন্ট্রি করতে হবে। নির্দিষ্ট মেয়াদ পর রশিদ জমা দিয়ে টাকা উত্তোলন করে নিতে হবে।
আবেদন করবেন : নিজের হাতে একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে ইংরেজিতে। আবেদনে শিক্ষাগত যোগ্যতা অনুসারে সকল তথ্য প্রদান করতে হবে। নারী প্রার্থী হলে স্বামীর নাম লিখতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য গ্রহণযোগ্য নয়। সকল শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট দিতে হবে। সমাজ উন্নয়নমূলক কোনো কাজ করলে তার তথ্য ও প্রয়োজনীয় ক্ষেত্রে সত্যায়িত সার্টিফিকেট দিতে পারলে ভালো। মোবাইল, মেইল, যোগাযোগের স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্র ও ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিলর অথবা উপজেলা চেয়ারম্যানের সত্যায়িত চারিত্রিক সার্টিফিকেট প্রদান করতে হবে। আবেদনপত্রের সঙ্গে দুই কপি সত্যায়িত পাসপোর্ট আকারের রঙিন ছবি যুক্ত করতে হবে।
উল্লেখ্য : ২শ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট পরীক্ষার ফি বাবদ সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু), সোনালী ব্যাংক লিমিটেড, টাঙ্গাইল বাজার শাখা, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল-এই শাখার অনুকূলে বাংলাদেশের যেকোনো শাখা থেকে পাঠাতে হবে ও মূল আবেদনের সেটের সঙ্গে ব্যাংকের মাধ্যমে যুক্ত করতে হবে। এছাড়া বিকাশ রবি মার্চেন্ট নম্বর, সেতু-০১৮৮১০০৯৮০০তে খরচসহ ২শ ৫ টাকা অফেরৎযোগ্য বিকাশ করতে হবে এবং প্রাপ্তি নিশ্চিত হয়ে ফিরতি ম্যাসেজ সংগ্রহ করতে পারেন। এর বাদে আর কোনো আর্থিক লেনদেন গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্রে নিজের মোবাইল নম্বর প্রদান করে ট্রান্সজেকশন আইডি-বিকাশ উল্লেখ করতে হবে।
আবেদনের ঠিকানা : ফিরতি খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল ও মেইল ঠিকানা প্রদান করতে হবে এবং আবেদনপত্র পৌঁছাতে হবে হাতে, হাতে বা ডাক ঠিকানার মাধ্যমে বরাবর, সহকারী পরিচালক মহোদয়, মানব সম্পদ বিভাগ, সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু), সেতু টাওয়ার, প্রধান কার্যালয়, মেইন রোড, টঙ্গাইল সদর, টাঙ্গাইল-১৯০০ ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ : ৩১ সেপ্টেম্বর, ২০২২, সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা।
প্রয়োজনে যোগাযোগ : ০১৭১৪-১১১৮৯৬, সেতুর ওয়েব : http://satu-bd.org/.
৩. পদের নাম : ব্রাঞ্চ ম্যানেজার।
পদের সংখ্যা : ৫০টি।
বয়স : অনুর্ধ্ব ৩৫ বছর।
যে গ্রেড লাভ করবেন : শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে ৩০ হাজার টাকা বেতন দেওয়া হবে। ছয় মাস পর নিয়মিত হলে সরকারী বেতন কাঠামো ২০১৫ অনুসারে ও সেতুর নিজস্ব বেতন কাঠামোতে সমন্বয় করে ‘গ্রেড ৮ বি’ বেতন প্রদান করা হবে। মাসে সাকুল্যে ৩৯ হাজার ৯শ টাকা বেতন বাদেও মোবাইল বিল সাড়ে ৩শ, মোটর সাইকেল জ্বালানি প্রদান করা হবে। তার বাদেও উৎসব এবং নববর্ষ ভাতা, গ্রাচুয়িটি, মাতৃত্বকালীন ভাতা, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, ইনক্রিমেন্ট সুবিধা প্রদান করা হবে।
কর্মযোগ্যতা : পিকেএসএফ পরিচালিত নিয়মে বাংলাদেশের যেকোনো এনজিওতে ব্রাঞ্চ ম্যানেজার পদে অন্তত দুই বছর কর্মকালীন বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিভাগে অন্তত অনার্স ও মাস্টার্স পাশ হতে হবে। শিক্ষাজীবন দ্বিতীয় শ্রেণী বা গ্রেডে সম্পন্ন করতে হবে। কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয়। এনজিওতে চাকরির অতিরিক্ত অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অতিরিক্ত অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও বেসরকারী উন্নয়ন সংস্থার নিয়মানুসারে এডুকেশন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, অর্থনীতি, ডেভেলপমেন্ট স্টাডিজের ছাত্র, ছাত্রীরা অগ্রাধিকার লাভ করেন।
কর্মঅভিজ্ঞতা : প্রতিটি প্রার্থী নারী বা পুরুষ (এনজিও’র চাকরির নীতিমালা অনুসারে নারী প্রার্থীরা অগ্রাধিকার লাভ করেন। লিঙ্গ ও কর্মসমতায় বিশ্বাসী বেসরকারী উন্নয়ন সংস্থাগুলো)-অবশ্যই মোটর সাইকেল চালানোতে সম্মত এবং প্রয়োজনে চালাতে হবে। নিজের মোটর সাইকেল থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। এছাড়াও কম্পিউটার ও ইন্টারনেট এবং ইংরেজি দক্ষতাধারী হতে হবে। এমএস ওয়ার্ড, কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিং, রিপোর্ট রাইটিং, পাওয়ার পয়েন্ট উপস্থাপন করতে পারতে হবে।
জামানত : এককালীন ২০ হাজার টাকা নির্দিষ্ট মেয়াদ পর ফেরৎযোগ্য ১৫ হাজার টাকার জামানত প্রদান করতে হবে। এই জামানত টাঙ্গাইলের প্রধান কার্যালয়ের হিসাব বিভাগে জমা দিতে হবে ও ক্যাশ মেমো সংগ্রহ এবং কম্পিউটারে এন্ট্রি করতে হবে। নির্দিষ্ট মেয়াদ পর রশিদ জমা দিয়ে টাকা উত্তোলন করে নিতে হবে।
আবেদন করবেন : নিজের হাতে একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে ইংরেজিতে। আবেদনে শিক্ষাগত যোগ্যতা অনুসারে সকল তথ্য প্রদান করতে হবে। নারী প্রার্থী হলে স্বামীর নাম লিখতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য গ্রহণযোগ্য নয়। সকল শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট দিতে হবে। সমাজ উন্নয়নমূলক কোনো কাজ করলে তার তথ্য ও প্রয়োজনীয় ক্ষেত্রে সত্যায়িত সার্টিফিকেট দিতে পারলে ভালো। মোবাইল, মেইল, যোগাযোগের স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্র ও ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিলর অথবা উপজেলা চেয়ারম্যানের সত্যায়িত চারিত্রিক সাটিফিকেট প্রদান করতে হবে। আবেদনপত্রের সঙ্গে দুই কপি সত্যায়িত পাসপোর্ট আকারের রঙিন ছবি যুক্ত করতে হবে।
উল্লেখ্য : ২শ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট পরীক্ষার ফি বাবদ সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু), সোনালী ব্যাংক লিমিটেড, টাঙ্গাইল বাজার শাখা, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল ১৯০০'র অনুকূলে বাংলাদেশের যেকোনো শাখা থেকে পাঠাতে হবে ও মূল আবেদনের সেটের সঙ্গে ব্যাংকের মাধ্যমে যুক্ত করতে হবে। এছাড়া বিকাশ-রবি মার্চেন্ট নম্বর, সেতু-০১৮৮১০০৯৮০০ তে খরচসহ ২শ ৫ টাকা অফেরৎযোগ্য বিকাশ করতে পারেন এবং প্রাপ্তি নিশ্চিত হয়ে ফিরতি ম্যাসেজ সংগ্রহ করতে হবে। এর বাদে আর কোনো আর্থিক লেনদেন গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্রে নিজের মোবাইল নম্বর প্রদান করে ট্রান্সজেকশন আইডি-বিকাশ উল্লেখ করতে হবে।
আবেদনের ঠিকানা : ফিরতি খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল ও মেইল ঠিকানা প্রদান করতে হবে এবং আবেদনপত্র পৌঁছাতে হবে হাতে, হাতে বা ডাক ঠিকানার মাধ্যমে বরাবর, সহকারী পরিচালক মহোদয়, মানব সম্পদ বিভাগ, সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু), সেতু টাওয়ার, প্রধান কার্যালয়, মেইন রোড, টঙ্গাইল সদর, টাঙ্গাইল-১৯০০ ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ : ৩১ সেপ্টেম্বর, ২০২২, সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা।
প্রয়োজনে যোগাযোগ : ০১৭১৪-১১১৮৯৬, সেতুর ওয়েব : http://satu-bd.org/.
৪. পদের নাম : ক্রেডিট অফিসার বা ক্ষুদ্রঋণ ও সঞ্চয় কার্যক্রম কর্মকতা।
পদের সংখ্যা : ২শটি।
বয়স : অনুর্ধ্ব ২২ থেকে ৩৫ বছর।
যে গ্রেড লাভ করবেন : প্রশিক্ষণকালীন ২ মাসে সর্বসাকুল্যে ১২ হাজার টাকা বেতন দেওয়া হবে। এরপর ছয় মাসের শিক্ষানবিশকালে ২০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। তারপর চাকরিতে নিয়মিত হলে সরকারী বেতন কাঠামো ২০১৫ অনুসারে ও সেতুর নিজস্ব বেতন কাঠামোতে সমন্বয় করে ‘গ্রেড ১০ বি’ বেতন প্রদান করা হবে। মাসে সাকুল্যে ২১ হাজার ৯শ টাকা বেতন বাদেও মোবাইল বিল সাড়ে ৩শ, মোটর সাইকেল জ্বালানি প্রদান করা হবে। তার বাদেও উৎসব এবং নববর্ষ ভাতা, গ্রাচুয়িটি, মাতৃত্বকালীন ভাতা, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, ইনক্রিমেন্ট সুবিধা প্রদান করা হবে।
কর্মযোগ্যতা : পিকেএসএফ পরিচালিত নিয়মে কাজ করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিভাগে অন্তত অনার্স পাশ হতে হবে। শিক্ষাজীবন দ্বিতীয় শ্রেণী বা গ্রেডে সম্পন্ন করতে হবে। কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয়। এনজিওতে চাকরির অতিরিক্ত অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও বেসরকারী উন্নয়ন সংস্থার নিয়মানুসারে এডুকেশন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, অর্থনীতি, ডেভেলপমেন্ট স্টাডিজের ছাত্র, ছাত্রীরা অগ্রাধিকার লাভ করেন।
কর্মঅভিজ্ঞতা : প্রতিটি প্রার্থী নারী বা পুরুষ (এনজিও’র চাকরির নীতিমালা অনুসারে নারী প্রার্থীরা অগ্রাধিকার লাভ করেন। লিঙ্গ ও কর্মসমতায় বিশ্বাসী বেসরকারী উন্নয়ন সংস্থাগুলো)-অবশ্যই মোটর সাইকেল চালানোতে সম্মত এবং প্রয়োজনে চালাতে হবে। নিজের মোটর সাইকেল থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। এছাড়াও কম্পিউটার ও ইন্টারনেট এবং ইংরেজি দক্ষতাধারী হতে হবে। এমএস ওয়ার্ড, কম্পিউটার বাংলা ও ইংরেজি টাইপিং, রিপোট রাইটিং, পাওয়ার পয়েন্ট উপস্থাপনের কাজও শিখে নিতে হবে।
জামানত : এককালীন ২০ হাজার টাকা নির্দিষ্ট মেয়াদ পর ফেরৎযোগ্য ১০ হাজার টাকার জামানত প্রদান করতে হবে। এই জামানত টাঙ্গাইলের প্রধান কার্যালয়ের হিসাব বিভাগে জমা দিতে হবে ও ক্যাশ মেমো সংগ্রহ এবং কম্পিউটারে এন্ট্রি করতে হবে। নির্দিষ্ট মেয়াদ পর রশিদ জমা দিয়ে টাকা উত্তোলন করে নিতে হবে।
আবেদন করবেন : নিজের হাতে একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে ইংরেজিতে। আবেদনে শিক্ষাগত যোগ্যতা অনুসারে সকল তথ্য প্রদান করতে হবে। নারী প্রার্থী হলে স্বামীর নাম লিখতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য গ্রহণযোগ্য নয়। সকল শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট দিতে হবে। সমাজ উন্নয়নমূলক কোনো কাজ করলে তার তথ্য ও প্রয়োজনীয় ক্ষেত্রে সত্যায়িত সার্টিফিকেট দিতে পারলে ভালো। মোবাইল, মেইল, যোগাযোগের স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্র ও ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিলর অথবা উপজেলা চেয়ারম্যানের সত্যায়িত চারিত্রিক সার্টিফিকেট প্রদান করতে হবে। আবেদনপত্রের সঙ্গে দুই কপি সত্যায়িত পাসপোর্ট আকারের রঙিন ছবি যুক্ত করতে হবে।
উল্লেখ্য : ২শ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট পরীক্ষার ফি বাবদ সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু), সোনালী ব্যাংক লিমিটেড, টাঙ্গাইল বাজার শাখা, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল’র অনুকূলে বাংলাদেশের যেকোনো শাখা থেকে পাঠাতে হবে ও মূল আবেদনের সেটের সঙ্গে ব্যাংকের মাধ্যমে যুক্ত করতে হবে। এছাড়াও বিকাশ রবি মার্চেন্ট নম্বর, সেতু-০১৮৮১০০৯৮০০ তে খরচসহ ২শ ৫ টাকা অফেরৎযোগ্য বিকাশ করতে পারেন এবং প্রাপ্তি নিশ্চিত হয়ে ফিরতি ম্যাসেজ সংগ্রহ করতে হবে। এর বাদে আর কোনো আর্থিক লেনদেন গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্রে নিজের মোবাইল নম্বর প্রদান করে ট্রান্সজেকশন আইডি-বিকাশ উল্লেখ করতে হবে।
আবেদনের ঠিকানা : ফিরতি খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল ও মেইল ঠিকানা প্রদান করতে হবে এবং আবেদনপত্র পৌঁছাতে হবে হাতে, হাতে বা ডাক ঠিকানার মাধ্যমে বরাবর, সহকারী পরিচালক মহোদয়, মানব সম্পদ বিভাগ, সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু), সেতু টাওয়ার, প্রধান কার্যালয়, মেইন রোড, টঙ্গাইল সদর, টাঙ্গাইল-১৯০০ ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ : ৩১ সেপ্টেম্বর, ২০২২, সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা।
প্রয়োজনে যোগাযোগ : ০১৭১৪-১১১৮৯৬, সেতুর ওয়েব : http://satu-bd.org/.
ওএফএস।