চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ফিজিওথেরাপিস্ট নিয়োগ করবে
বিশ্ববিদ্যালয়ের নাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
নিয়োগ প্রদান করা হবে : নিম্মবর্ণিত বেতন স্কেল ও রীতি মোতাবেক দেয় অন্যান্য ভাতায় বাংলাদেশী নাগরিক।
১. পদের নাম : ফিজিওথেরাপিস্ট।
অফিসের নাম : ফিজিওথেরাপি অ্যান্ড স্পোটর্স ইনজুরি রিহাব ইউনিট।
অধীন : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র।
পদের সংখ্যা : একটি।
বেতন স্কেল : ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে নবম গ্রেডে বেতন দেওয়া হবে।
পদের ধরণ : স্থায়ী পদ।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শারিরীক শিক্ষা বা শারিরীক শিক্ষা বিজ্ঞান বা ফিজিওথেরাপি বা সংশ্লিষ্ট বিষয়ে অন্তত অনার্স পাশ হতে হবে। আবেদনের কোথাও কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
কর্মযোগ্যতা : অন্তত পাঁচ বছরের কর্মকালীন বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যেকোনো ভালো ও স্বীকৃত প্রতিষ্ঠানে (সিআরপি হলে অগ্রাধিকার)।
উল্লেখ্য : সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং অধিকতর বাস্তব অভিজ্ঞতা থাকলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপযুক্ত হলে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে এবং প্রারম্ভিক উচ্চতর বেতন স্কেল প্রদান করা যেতে পারে।
বাসা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে বাসা বরাদ্দ করা হবে এবং তখন কর্মকতাকে অবশ্যই পূর্ণকালের জন্য ক্যাম্পাসে বসবাস করতে হবে।
প্রয়োজনীয় শর্তাবলী : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিধিমালা অনুসারে নিয়োগের শর্ত পূরণ সাপেক্ষে ৩০ শতাংশ আসন মুক্তিযোদ্ধাদের সন্তান ও পোষ্য কোটা আছে। ফলে এমন কোনো প্রার্থী থেকে থাকলে দরখাস্তের ওপর অবশ্যই ‘মুক্তিযোদ্ধা কোটা’ লিখতে হবে। এই বিভাগের আবেদনকারীরা অবশ্যই মুক্তিযোদ্ধার যথাযথ সত্যায়িত সনদপত্র এবং পরীক্ষার সময় আসল সনদপত্র আবেদনপত্র এবং লিখিত ও ব্যবহারিক পরীক্ষার সময় প্রদান করতে হবে। এছাড়াও নির্বাচিত হলে অবশ্যই ফিজিওথেরাপিস্ট হিসেবে ফিজিওথেরাপি অ্যান্ড স্পোটর্স ইনজুরি রিহাব ইউনিট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে অবশ্যই দুই বছর চাকরি করতে হবে এবং এই অঙ্গীকারনামা নিজে প্রদান করতে হবে। এই সময়ের মধ্যে তার চাকরির আবেদন এই বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো প্রতিষ্ঠানেও ফরোয়ার্ড করা হবে না।
আবেদনের নিয়ম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে রেজিস্ট্রার কার্যালয় থেকে নির্ধারিত ফি’ প্রদান করে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। যারা দেশের বাইরে থাকেন বা দূরে অবস্থান করছেন, তারা অনলাইনে ও যোগাযোগের মাধ্যমে আবেদন করতে পারেন। এই লিংকটি হলো-https://cu.ac.bd/content/index.php?menumapno=260. এছাড়াও প্রয়োজনে জনাব, দিবাকর বড়ুয়া, ডেপুটি রেজিস্ট্রার (ইনফরমেশন), মেইল : dibakarbaruacu@gmail.com. টেলিফোন-৮৮০৩১-৭২৬৩১১-৪৪০৪ মোবাইল : ০১৮১৮৫৫৫১১৭ নম্বরে অফিস সময়ে যোগাযোগ ও মেইল করতে পারেন।
আবেদনের শেষ তারিখ : ২০ অক্টোবর, ২০২২; অফিস সময়ের মধ্যে। খামের ওপর অবশ্যই নিজের নাম, মোবাইল, মেইল, পদ ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে। অপর পাশে বরাবর অধ্যাপক এস.এম. মনিরুল হাসান, চলতি দায়িত্বে রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম-৪৩৩১-এই ঠিকানা প্রদান করতে হবে। আবেদন পৌঁছেছে কী না নিশ্চিত হতে হবে।
আবেদন করতে হবে : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদনপত্রে। আবেদনে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটানুসারে নিজের নাম, পিতা, মাতা, স্বামী (নারী প্রার্থী হলে), সকল শিক্ষাগত, সকল প্রশিক্ষণ ও কর্মশালা যোগ্যতা প্রদান করতে হবে। শিক্ষাজীবনের ক্রীড়া ক্ষেত্রে সকল অর্জন ও অংশগ্রহণ প্রদান করতে হবে। সকল শিক্ষাগত, সকল প্রশিক্ষণ ও কর্মশালা যোগ্যতার সতায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। শিক্ষাজীবনের ক্রীড়া ক্ষেত্রে সকল অর্জন ও অংশগ্রহণের সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। পাঁচ বছরের কর্মজীবনের সকল সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। চাকরিজীবি প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের সেটে ৩ কপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙিন ছবি দিতে হবে। নাগরিকত্ব সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। চাকরিজীবনের যেক্ষেত্রেই এই বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রমাণিত হবে, সঙ্গে, সঙ্গে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। চাকরিজীবনের শুরুতে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল সুবিধা প্রদান শুরু হবে।
আবেদন করতে হবে : মোট আট সেট পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে।
আবেদনের সঙ্গে : বাংলাদেশের অগ্রণী ব্যাক লিমিটেড বা জনতা ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অগ্রণী বা জনতা ব্যাংক শাখার অনুকূলে অধ্যাপক এস.এম. মনিরুল হাসান, চলতি দায়িত্বে রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম-৪৩৩১’র বরাবরে প্রদেয় দরখাস্ত ফি বাবদ অফেরৎ ৫শ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে এবং আটটি পূর্ণ সেটের সঙ্গে সংযুক্ত করে একটিই খামে প্রদান করতে হবে। চাইলে হাতে, হাতে বা কুরিয়ার অথবা ডাকে আবেদন করতে পারেন।
ওএফএস।