কপিরাইট ভবনে হিসাবরক্ষক প্রয়োজন
মন্ত্রণালয়ের নাম : সংস্কৃতি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
নিমানাধীন ভবনের নাম : কপিরাইট ভবন, ন্যাশনাল আর্কাইভস বাংলাদেশ।
ঠিকানা : আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা, বিচারপতি এস.এম. মোর্শেদ স্মরণী, ঢাকা-১২০৭।
হেল্প লাইন বা সহযোগিতা প্রাপ্তির জরুরী মোবাইল নম্বর : ০১৫১১৪৪০০৪৪।
অফিসের ফোন : +৮৮-০২-৮১৮১৪৩৭, ফ্যাক্স : +৮৮-০২-৮১৪৪৮৯৫।
ইমেইল : info@copyrightoffice.gov.bd.
পদের নাম : হিসাব রক্ষক।
পদের সংখ্যা : একটি।
আবেদন করবেন : বাংলাদেশের স্থায়ী নাগরিকরা।
নিয়োগের ধরণ : পুরুষ অথবা মহিলা।
বয়স : অনুধ্ব ৩০ বছর।
বেতন স্কেল : ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে ১১তম গ্রেডে ১২ হাজার ৫শ টাকা থেকে ৩০ হাজার ২শ ৩০ টাকা। এছাড়াও এই প্রতিষ্ঠানের সরকারী নিয়মে সব সুবিধা প্রদেয় হবে।
শিক্ষাগত যোগ্যতা : বাণিজ্য অনুষদের যেকোনো শাখা থেকে বিবিএ বা এমবিএ ডিগ্রিধারী। কোনো পাবলিক পরীক্ষার কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়।
কর্মদক্ষতা : কম্পিউটার ব্যবহার জানতে হবে ও এমএম ওয়ার্ড, এক্সেল সফটওয়্যার ব্যবহার করতে পারতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১৪ জুলাই ২০২২ তারিখ, অফিস সময়ের মধ্যে আবেদন করতে হবে।
আবেদন প্রক্রিয়া : বরাবর, সাইঈদ আল আমিন মুহম্মদ আবদুল হাফিজ মহোদয়, প্রকল্প পরিচালক ও উপসচিব, বাংলাদেশ কপিরাইট ভবন নির্মাণ প্রকল্প, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা, বিচারপতি এস.এম. মোর্শেদ স্মরণী, ঢাকা-১২০৭-এই ঠিকানায় যেকোনো তফসিলি ব্যাংক থেকে ২শ টাকা ব্যাংক ড্রাফট বা পে-অডার করতে হবে ও আবেদপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
আবেদনের নিয়ম : একটি ইংরেজিতে পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে শিক্ষাগত যোগ্যতা অনুসারে। কম্পিউটার টাইপ বা নিজের হাতে লেখা আবেদনপত্রে কোনো ভুল বা মিথ্যা তথ্যা দেওয়া যাবে না। সেখানে চার কপি সদ্য তোলা রঙিন পাসপোর্ট আকারের ছবি যুক্ত করতে হবে সত্যায়িত আকারে। শিক্ষাগত যোগ্যতা অনুসারে নিজের নাম, পিতা, মাতা, শিক্ষাগত, কর্ম বা প্রশিক্ষণ যোগ্যতা থেকে থাকলে যুক্ত করতে হবে। আবেদনপত্রে সব শিক্ষাগত, অভিজ্ঞতা থেকে থাকলে তার সনদ, জাতীয় পরিচয়পত্র বা নাগরিকত্বের সনদ, চারিত্রিক সনদ, জন্ম নিবন্ধন সনদ সত্যায়িত আকারে দিতে হবে। নিজের জেলার ঠিকানা দিতে হবে।
উল্লেখ্য : লিখিত পরীক্ষায় নয়, মৌখিকের সময় নির্বাচিত প্রার্থীদের সব সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। কর্মরত প্রাথীদের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষার সময়সীমা ও প্রবেশপত্র ডাকে পাঠানো হবে। প্রয়োজনে প্রার্থীরাও যোগাযোগ করতে পারেন।
আবেদন করবেন : বরাবর, সাইঈদ আল আমিন মুহম্মদ আবদুল হাফিজ মহোদয়, প্রকল্প পরিচালক ও উপসচিব, বাংলাদেশ কপিরাইট নির্মাণ প্রকল্প, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা, বিচারপতি এস.এম. মোর্শেদ স্মরণী, ঢাকা-১২০৭-ঠিকানা বরাবর আবেদন করতে হবে। ৯.৫-৪.৫ আকারের খামে ১০ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকেট খামে নিয়মানুসারে দিতে হবে। খামের ওপর নিজের, পদের নাম, মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা দিতে হবে।
মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও অন্য প্রার্থীদের জন্য প্রযোজ্য: একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ, অংশগ্রহণকারী মুুক্তিযোদ্ধার ছেলে বা মেয়ে অথবা নাতি-নাতনি, এতিম, প্রতিবন্ধীতায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে নিয়মানুসারে ৩২ বছর বয়স প্রযোজ্য হবে। তাদের মৌখিকের সময় মুক্তিযুদ্ধ, এতিম বা প্রতিবন্ধতায় আক্রান্তের মূল সার্টিফিকেট শিক্ষা, অভিজ্ঞতা ইত্যাদি সব সনদের পাশাপাশি প্রদর্শন করতে হবে।
বয়সের নিয়ম : এই আবেদনপত্র জারি করার সময়কাল জুন মাসের ৯ তারিখ, ২০২২ সাল, সেদিন আবেদনকারী প্রতিটি প্রার্থীর বয়স ৩০ ও কোটার ক্ষেত্রে ৩২ বছর বয়স হতে হবে।
বাতিল : অসম্পূর্ণ, ক্রুটিযুক্ত, ভুল বা মিথ্যা আবেদন সকল পর্যায়ের যেকোনোটিতে প্রমাণসাপেক্ষে বাতিল বলে গণ্য হবে এবং সেজন্য প্রার্থী দায়ী থাকবেন।
ওএস।