আরপি সাহায় এলেন এসিআই ওষুধের কোয়ালিটি প্রধান
মায়ের নামে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট্রের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের বিখ্যাত দানবীর, একাত্তরে ছেলেসহ শহীদ আরপি সাহার নামে প্রতিষ্ঠিত বেসরকারী বিশ্ববিদ্যালয় রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের আয়োজনে ১৮ জুন হয়ে গেল ‘ক্যারিয়ার কনসালটেন্সি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ফার্মাসিউটিক্যালস কোয়ালিটি সিস্টেমস’।
দেখভাল করেছে তাদের ফার্মা অ্যাসোসিয়েশন ক্লাব। দিনের হিসেবে শনিবার।
বিখ্যাত এই উচ্চতর শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের নারায়ণগঞ্জের স্থায়ী ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের বিখ্যাত শিল্পগ্রুপ এসিআইয়ের অন্যতম প্রতিষ্ঠান ‘এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড’র ‘কোয়ালিটি অ্যাসুউরেন্স সেল’র মহা-ব্যবস্থাপক মো. আলতাফ হোসেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সামনে মূল্যবান বক্তব্য দিয়েছেন ও ছাত্র, ছাত্রী এবং অধ্যাপকদের আগামী দিনে বাংলাদেশ এবং বিশ্বের ওষুধ শিল্পের চাকরি, ভবিষ্যত ও পেশাজীবনের গল্প করেছেন।
এই আলোচনায় ছিলেন আরপি সাহা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায়। সভাপতি ছিলেন ফার্মাসি বিভাগের প্রধান অধ্যাপক ড. তরিকুল ইসলাম।
ফার্মাসি বিভাগের প্রায় সব ছাত্র-ছাত্রী, অধ্যাপক ও কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করেছেন।
ওএস।