শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

১২শ ৬৩ জন কর্মকর্তার চাকরির সুযোগ আরআরএফে

এনজিওর নাম : রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)।
ধরণ : সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনপ্রাপ্ত, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির লাইসেন্সভুক্ত ও পিকেএসএফসহ বাণিজ্যিক ব্যাংকগুলোর আর্থিক সাহায্যে পরিচালিত।
নিয়োগ দেওয়া হবে : ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, রংপুর ও বরিশাল বিভাগের জেলাগুলোতে।
চাকরি করবেন : আরআরএফের ঋণ কার্যক্রম বাস্তবায়নের জন্য।

১. পদের নাম : উপ-পরিচালক।
বিভাগের নাম : মাইক্রোফাইনান্স প্রগ্রাম বা ক্ষুদ্রঋণদান ও সঞ্চয় কার্যক্রম।
বয়স : ৫০ বছরের বেশি নয়। অভিজ্ঞ প্রার্থীদের বয়স শিথিল করা হবে।
পদের সংখ্যা : তিনটি।
শিক্ষাগত যোগ্যতা : সরকারী বা বেসরকারী যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবনের সব পর্যায়ে দ্বিতীয় বিভাগে পাশসহ মাস্টার্স।
বিশেষ সুবিধা : সার্বক্ষণিক গাড়ি প্রদান করা হবে।
কমঅভিজ্ঞতা : সংশ্লিষ্ট ঋণ ও সঞ্চয় কার্যক্রমে অথবা সমপদে অন্তত পাঁচ বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। অন্তত ১শ ৫০ থেকে ২শটি শাখা অফিস পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও মাঠ পর্যায়ের কর্মী ও কর্মকর্তাদের তত্বাবধান এবং তাদের লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতা করার অভিজ্ঞতা থাকতে হবে। এনজিও কার্যক্রমে বাষিক পরিকল্পনা তৈরি, লক্ষ্যমাত্রা নির্ধারণ, সে অনুসারে বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের দক্ষতা অপরিহার্য। এজন্য কৌশলী ভূমিকা পালন করতে পারতে হবে। এই এনজিও, পিকেএসএফ, দাতা ও ব্যাংকগুলোকে নিয়মিত আপডেট, তাদের চাহিদা পূরণ, প্রতিবেদন তৈরি ও দাখিলের দক্ষতা থাকতে হবে। ক্ষুদ্রঋণ কার্যক্রমের সফটওয়্যার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এনজিওর তহবিল ব্যবস্থাপনার অভিজ্ঞতা থাকতে হবে। এনজিওর বিভিন্ন বিভাগ ও মাঠ পর্যায়ে কার্যক্রমের সঙ্গে উত্তম ও কার্যকর যোগাযোগ দক্ষতা এবং ব্যবস্থাপনা কার্যক্রম থাকতে হবে। এআইএস (ইনট্রোডাকশন টু অ্যাকাউনটিং ইনফরমেশন সিস্টেমস) ও এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস) প্রতিবেদন দেখভাল, ক্রস চেক ও বিশ্লেষণ করতে পারতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণ করতে ও ব্যবস্থাপনা বিভাগকে এসব কাজে সহযোগিতা করার দক্ষতা থাকতে হবে। অনুপাতগুলো বিশ্লেষণের দক্ষতা থাকতে হবে। এছাড়াও সভা, সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমগুলো দেখভাল এবং পরিচালনার দক্ষতা থাকতে হবে। গণসংযোগের দক্ষতাধারী হতে হবে। সরকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ দক্ষতা থাকতে হবে। এনজিওগুলোর সঙ্গে সুষ্ঠ যোগাযোগ দক্ষতাধারী হতে হবে। অফিসের গাড়িতে প্রতি মাসে ১৫ দিন মাঠ কার্যক্রম ও শাখাগুলো পরিদর্শনের কাজ করতে হবে।
প্রাযুক্তিক দক্ষতা : কম্পিউটার পরিচালনা, এআইএস ও এমআইএস সফটওয়্যার পরিচালনা করতে পারতে হবে।
বেতন, ভাতা : ছয় মাসের শিক্ষানবিশকালে মোট ৮৫ হাজার টাকা বেতন লাভ করবেন। মোবাইল বিল, প্রয়োজনে গাড়ি, টিএ ও ডিএ প্রদান করা হবে। চাকরি স্থায়ী হলে আরআরএফের নিয়মানুসারে গ্রেড দেওয়া হবে। তখন বেতন হবে ৮৯ হাজার ৩শ ৫৮ টাকা। তবে অভিজ্ঞ ও উপযুক্ত প্রার্থীদের বেতন আলোচনার মাধ্যমে দেওয়া হবে। এছাড়াও এই প্রতিষ্ঠানের নিয়মে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, দুটি উৎসব ভাতা, মূল বেতনের ৩০ ভাগ বৈশাখী ভাতা, সিটি ভাতা (ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের অবস্থানকালীন সময়ে মূল বেতনের ৪০ ভাগ ও রাজশাহী, খুলনা সিটি করপোরেশনে ২০ ভাগ মাসে প্রদেয় হবে), নচেৎ কর্মস্থলে আবাসনের সুবিধা, প্রতি সপ্তাহে দুই দিন ছুটি, চিকিৎসা ভাতা ও স্টাফ কল্যাণ তহবিল দেওয়া হবে।
আরআরএফের বিশেষ সুবিধা : আবাসন ঋণ, প্রভিডেন্ট ফান্ড থেকে প্রয়োজনে ঋণ, মোটর সাইকেল ও কম্পিউটার ঋণ সুবিধা আছে। মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়া হবে। যোগ্যতার ভিত্তিতে সব পদে পদোন্নতি দেওয়া হবে। কাজের প্রশিক্ষণ ও কর্মশালা এবং জরিপের সুবিধা আছে। চকরিতে কাজের গুণ ও কাজ সমাপ্তির সংখ্যাগত অর্জনের ভিত্তিতে ইনসেনটিভ প্রদান করা হয়।
আবেদনের নিয়ম : http://202.84.37.189/jobs-এই আবেদন ফরমটি কপি বা প্রিন্ট করে ভালোভাবে পূরণ করতে হবে। সেখানে সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ না থাকলেও এজন্য প্রয়োজনে যোগাযোগ করে নিতে হবে। ঠিকানা (জনাব প্রদীপ বিশ্বাস, প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশন-আরআরএফ, ই-মেইল : philiprrf@gmail.com, admin@rrf-bd.org. টেলিফোন : +৮৮০২৪৭৭৭৬৬৩৫৭, + +৮৮০২৪৭৭৭৬০০৫৫, মোবাইল-০১৭১১১৮২৩৩৪)। এরপর আবেদন ফরমটির শিক্ষাগত যোগ্যতা অনুসারে সব তথ্য প্রদান করতে হবে। শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতাগুলোর সত্যায়িত সার্টিফিকেট দিতে হবে। জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্বের সত্যায়িত ফটোকপি দিতে হবে। আবেদনে দুই কপি সত্যায়িত ছবি যুক্ত করতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না। আবেদন ফরমে নিজের মোবাইল, মেইল, যোগাযোগের ঠিকানা দিতে হবে। অনাত্মীয় তবে কর্মসূত্রে পরিচিত-এমন দুই বিশিষ্ট ব্যক্তির রেফারেন্স উল্লেখ করতে হবে। এই রেফারেন্সসহ আসতে হবে পরীক্ষার হলে। এই সময় ২৫০ টাকা নগদ রেজিস্ট্রেশন ফি অফেরৎযোগ্য আকারে জমা দিতে হবে। লিখিত ও মৌখিকের জন্য কোনো টিএ বা ডিএ নেই। এই সময়গুলোতে সব আসল সার্টিফিকেট পরীক্ষার হলে আনতে হবে। জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিয়ে আসতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৩ জুলাই, ২০২২ অফিস সময়ের মধ্যে। আবেদন অনলাইনে জমা দিতে পারেন। চাইলে নির্বাহী পরিচালক, রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ), আরআরএফ ভবন, সিএন্ডবি রোড, কারবালা, যশোর-৭৪০০ এই ঠিকানায় অফিস সময়ের মধ্যে ফেরৎ ডাকটিকেটে জমা দিতে পারেন। খামের ওপর নিজের নাম, মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা দিতে হবে।
চাকরির শুরুতে শর্ত : পদের জন্য নির্ধারিত নগদ ফেরৎযোগ্য মেয়াদী জামানত জমা দিতে হবে ও আরআরএফের চাহিদা অনুসারে চাকরির জন্য লিখিত বন্ড দিতে হবে। নির্বাচিত ব্যক্তির বাবা বা দায়িত্বশীল কাউকে নির্ধারিত সময়কাল পর্যন্ত তার জামিনদার হতে হবে। যেকোনো এলাকায় কাজের মানসিকতা থাকতে হবে। ছাত্র, ছাত্রীদের আবেদনের প্রয়োজন নেই। সমলিঙ্গে বিশ্বাসী এই এনজিও নারী ও পুরুষ প্রার্থীদের সমান চোখে দেখে এবং চাকরিতে উৎসাহিত করে। ধূমপায়ী ও সেবনে যুক্তদের কাজে অনুৎসাহিত করে।

২. পদের নাম : সহকারী-পরিচালক।
বিভাগের নাম : মাইক্রোফাইনান্স প্রগ্রাম বা ক্ষুদ্রঋণদান ও সঞ্চয় কার্যক্রম।
বয়স : ৪৫ বছরের বেশি নয়। অভিজ্ঞ প্রার্থীদের বয়স শিথিল করা হবে।
পদের সংখ্যা : ১০টি।
বিশেষ সুবিধা : সার্বক্ষণিক গাড়ি প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : শিক্ষাজীবনের সব পর্যায়ে দ্বিতীয় বিভাগে পাশসহ মাস্টার্স।
কর্মঅভিজ্ঞতা : সংশ্লিষ্ট ঋণ ও সঞ্চয় কার্যক্রমে অথবা সমপদে অন্তত তিন বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। অন্তত ২৫টি শাখা অফিস পরিচালনার অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে।
প্রাযুক্তিক দক্ষতা : কম্পিউটার পরিচালনা করতে পারতে হবে।
বেতন, ভাতা : ছয় মাসের শিক্ষানবিশকালে মোট ৫৫ হাজার টাকা বেতন লাভ করবেন। মোবাইল বিল টিএ ও ডিএ প্রদান করা হবে। চাকরি স্থায়ী হলে আরআরএফের নিয়মানুসারে গ্রেড দেওয়া হবে। তখন বেতন হবে ৬০ হাজার ৬৬৬ টাকা। তবে অভিজ্ঞ ও উপযুক্ত প্রাথীদের বেতন আলোচনার মাধ্যমে দেওয়া হবে। এছাড়াও এই প্রতিষ্ঠানের নিয়মে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, দুটি উৎসব ভাতা, মূল বেতনের ৩০ ভাগ বৈশাখী ভাতা, সিটি ভাতা (ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের অবস্থানকালীন সময়ে মূল বেতনের ৪০ ভাগ ও রাজশাহী, খুলনা সিটি করপোরেশনে ২০ ভাগ মাসে প্রদেয় হবে), নচেৎ কর্মস্থলে আবাসনের সুবিধা, প্রতি সপ্তাহে দুই দিন ছুটি, চিকিৎসা ভাতা ও স্টাফ কল্যাণ তহবিল দেওয়া হবে।
আরআরএফের বিশেষ সুবিধা : আবাসন ঋণ, প্রভিডেন্ট ফান্ড থেকে প্রয়োজনে ঋণ, মোটর সাইকেল ও কম্পিউটার ঋণ সুবিধা আছে। মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়া হবে। যোগ্যতার ভিত্তিতে সব পদে পদোন্নতি দেওয়া হবে। কাজের প্রশিক্ষণ ও কর্মশালা এবং জরিপের সুবিধা আছে। চকরিতে কাজের গুণ ও কাজ সমাপ্তির সংখ্যাগত অর্জনের ভিত্তিতে ইনসেনটিভ প্রদান করা হয়।
আবেদনের নিয়ম : http://202.84.37.189/jobs-এই আবেদন ফরমটি কপি বা প্রিন্ট করে ভালোভাবে পূরণ করতে হবে। সেখানে সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ না থাকলেও এজন্য প্রয়োজনে যোগাযোগ করে নিতে হবে। ঠিকানা (জনাব প্রদীপ বিশ্বাস, প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশন-আরআরএফ, ই-মেইল : philiprrf@gmail.com, admin@rrf-bd.org. টেলিফোন : +৮৮০২৪৭৭৭৬৬৩৫৭, + +৮৮০২৪৭৭৭৬০০৫৫, মোবাইল-০১৭১১১৮২৩৩৪)। এরপর আবেদন ফরমটির শিক্ষাগত যোগ্যতা অনুসারে সব তথ্য প্রদান করতে হবে। শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতাগুলোর সত্যায়িত সার্টিফিকেট দিতে হবে। জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্বের সত্যায়িত ফটোকপি দিতে হবে। আবেদনে দুই কপি সত্যায়িত ছবি যুক্ত করতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না। আবেদন ফরমে নিজের মোবাইল, মেইল, যোগাযোগের ঠিকানা দিতে হবে। অনাত্মীয় তবে কর্মসূত্রে পরিচিত-এমন দুই বিশিষ্ট ব্যক্তির রেফারেন্স উল্লেখ করতে হবে। এই রেফারেন্সসহ আসতে হবে পরীক্ষার হলে। এই সময় ২৫০ টাকা নগদ রেজিস্ট্রেশন ফি অফেরৎযোগ্য আকারে জমা দিতে হবে। লিখিত ও মৌখিকের জন্য কোনো টিএ বা ডিএ নেই। এই সময়গুলোতে সব আসল সার্টিফিকেট পরীক্ষার হলে আনতে হবে। জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিয়ে আসতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৩ জুলাই, ২০২২ অফিস সময়ের মধ্যে। আবেদন অনলাইনে জমা দিতে পারেন। চাইলে নির্বাহী পরিচালক, রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ), আরআরএফ ভবন, সিএন্ডবি রোড, কারবালা, যশোর-৭৪০০ এই ঠিকানায় অফিস সময়ের মধ্যে ফেরৎ ডাকটিকেটে জমা দিতে পারেন। খামের ওপর নিজের নাম, মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা দিতে হবে।
চাকরির শুরুতে শর্ত : পদের জন্য নির্ধারিত নগদ ফেরৎযোগ্য মেয়াদী জামানত জমা দিতে হবে ও আরআরএফের চাহিদা অনুসারে চাকরির জন্য লিখিত বন্ড দিতে হবে। নির্বাচিত ব্যক্তির বাবা বা দায়িত্বশীল কাউকে নির্ধারিত সময়কাল পর্যন্ত তার জামিনদার হতে হবে। যেকোনো এলাকায় কাজের মানসিকতা থাকতে হবে। ছাত্র, ছাত্রীদের আবেদনের প্রয়োজন নেই। সমলিঙ্গে বিশ্বাসী এই এনজিও নারী ও পুরুষ প্রার্থীদের সমান চোখে দেখে এবং চাকরিতে উৎসাহিত করে। ধূমপায়ী ও সেবনে যুক্তদের কাজে অনুৎসাহিত করে।

৩. পদের নাম : আঞ্চলিক ব্যবস্থাপক।
বিভাগের নাম : মাইক্রোফাইনান্স প্রগ্রাম বা ক্ষুদ্রঋণদান ও সঞ্চয় কার্যক্রম।
বয়স : ৪৫ বছরের বেশি নয়। অভিজ্ঞ প্রার্থীদের বয়স শিথিল করা হবে।
পদের সংখ্যা : ৫০টি।
শিক্ষাগত যোগ্যতা : শিক্ষাজীবনের সব পর্যায়ে দ্বিতীয় বিভাগে পাশসহ মাস্টার্স।
কর্মঅভিজ্ঞতা : সংশ্লিষ্ট ঋণ ও সঞ্চয় কার্যক্রমে অথবা সমপদে অন্তত পাঁচ বছরের কমঅভিজ্ঞতা থাকতে হবে। অন্তত ৫ থেকে ৭টি শাখা অফিস পরিচালনার অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে।
প্রাযুক্তিক দক্ষতা : কম্পিউটার পরিচালনা করতে পারতে হবে।
বেতন, ভাতা : ছয় মাসের শিক্ষানবিশকালে মোট ৩৮ হাজার টাকা বেতন লাভ করবেন। মোবাইল বিল, টিএ ও ডিএ প্রদান করা হবে। চাকরি স্থায়ী হলে আরআরএফের নিয়মানুসারে গ্রেড দেওয়া হবে। তখন বেতন হবে ৪১ হাজার ৩শ ২৪ টাকা। তবে অভিজ্ঞ ও উপযুক্ত প্রার্থীদের বেতন আলোচনার মাধ্যমে দেওয়া হবে। এছাড়াও এই প্রতিষ্ঠানের নিয়মে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, দুটি উৎসব ভাতা, মূল বেতনের ৩০ ভাগ বৈশাখী ভাতা, সিটি ভাতা (ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের অবস্থানকালীন সময়ে মূল বেতনের ৪০ ভাগ ও রাজশাহী, খুলনা সিটি করপোরেশনে ২০ ভাগ মাসে প্রদেয় হবে), নচেৎ কর্মস্থলে আবাসনের সুবিধা, প্রতি সপ্তাহে দুই দিন ছুটি, চিকিৎসা ভাতা ও স্টাফ কল্যাণ তহবিল দেওয়া হবে।
আরআরএফের বিশেষ সুবিধা : আবাসন ঋণ, প্রভিডেন্ট ফান্ড থেকে প্রয়োজনে ঋণ, মোটর সাইকেল ও কম্পিউটার ঋণ সুবিধা আছে। মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়া হবে। যোগ্যতার ভিত্তিতে সব পদে পদোন্নতি দেওয়া হবে। কাজের প্রশিক্ষণ ও কর্মশালা এবং জরিপের সুবিধা আছে। চকরিতে কাজের গুণ ও কাজ সমাপ্তির সংখ্যাগত অর্জনের ভিত্তিতে ইনসেনটিভ প্রদান করা হয়।
আবেদনের নিয়ম : http://202.84.37.189/jobs-এই আবেদন ফরমটি কপি বা প্রিন্ট করে ভালোভাবে পূরণ করতে হবে। সেখানে সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ না থাকলেও এজন্য প্রয়োজনে যোগাযোগ করে নিতে হবে। ঠিকানা (জনাব প্রদীপ বিশ্বাস, প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশন-আরআরএফ, ই-মেইল : philiprrf@gmail.com, admin@rrf-bd.org. টেলিফোন : +৮৮০২৪৭৭৭৬৬৩৫৭, + +৮৮০২৪৭৭৭৬০০৫৫, মোবাইল-০১৭১১১৮২৩৩৪)। এরপর আবেদন ফরমটির শিক্ষাগত যোগ্যতা অনুসারে সব তথ্য প্রদান করতে হবে। শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতাগুলোর সত্যায়িত সার্টিফিকেট দিতে হবে। জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্বের সত্যায়িত ফটোকপি দিতে হবে। আবেদনে দুই কপি সত্যায়িত ছবি যুক্ত করতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না। আবেদন ফরমে নিজের মোবাইল, মেইল, যোগাযোগের ঠিকানা দিতে হবে। অনাত্মীয় তবে কর্মসূত্রে পরিচিত-এমন দুই বিশিষ্ট ব্যক্তির রেফারেন্স উল্লেখ করতে হবে। এই রেফারেন্সসহ আসতে হবে পরীক্ষার হলে। এই সময় ২৫০ টাকা নগদ রেজিস্ট্রেশন ফি অফেরৎযোগ্য আকারে জমা দিতে হবে। লিখিত ও মৌখিকের জন্য কোনো টিএ বা ডিএ নেই। এই সময়গুলোতে সব আসল সার্টিফিকেট পরীক্ষার হলে আনতে হবে। জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিয়ে আসতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৩ জুলাই, ২০২২ অফিস সময়ের মধ্যে। আবেদন অনলাইনে জমা দিতে পারেন। চাইলে নির্বাহী পরিচালক, রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ), আরআরএফ ভবন, সিএন্ডবি রোড, কারবালা, যশোর-৭৪০০ এই ঠিকানায় অফিস সময়ের মধ্যে ফেরৎ ডাকটিকেটে জমা দিতে পারেন। খামের ওপর নিজের নাম, মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা দিতে হবে।
চাকরির শুরুতে শর্ত : পদের জন্য নির্ধারিত নগদ ফেরৎযোগ্য মেয়াদী জামানত জমা দিতে হবে ও আরআরএফের চাহিদা অনুসারে চাকরির জন্য লিখিত বন্ড দিতে হবে। নির্বাচিত ব্যক্তির বাবা বা দায়িত্বশীল কাউকে নির্ধারিত সময়কাল পর্যন্ত তার জামিনদার হতে হবে। যেকোনো এলাকায় কাজের মানসিকতা থাকতে হবে। ছাত্র, ছাত্রীদের আবেদনের প্রয়োজন নেই। সমলিঙ্গে বিশ্বাসী এই এনজিও নারী ও পুরুষ প্রার্থীদের সমান চোখে দেখে এবং চাকরিতে উৎসাহিত করে। ধূমপায়ী ও সেবনে যুক্তদের কাজে অনুৎসাহিত করে।

৪. পদের নাম : সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক।
বিভাগের নাম : মাইক্রোফাইনান্স বা ক্ষুদ্র ঋণদান ও সঞ্চয় কার্যক্রম।
বয়স : ৪২ বছরের বেশি নয়। অভিজ্ঞ প্রার্থীদের বয়স শিথিল করা হবে।
পদের সংখ্যা : ৫০টি।
শিক্ষাগত যোগ্যতা : শিক্ষাজীবনের সব পর্যায়ে দ্বিতীয় বিভাগে পাশ সহ অনার্স অথবা মাস্টার্স।
কর্মঅভিজ্ঞতা : সংশ্লিষ্ট ঋণ ও সঞ্চয় কার্যক্রমে অথবা সমপদে অন্তত তিন বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। অন্তত ৫টি শাখা অফিস পরিচালনার অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে।
প্রাযুক্তিক দক্ষতা : কম্পিউটার পরিচালনা করতে পারতে হবে।
বেতন, ভাতা : ছয় মাসের শিক্ষানবিশকালে মোট ৩৪ হাজার টাকা বেতন লাভ করবেন। মোবাইল বিল, টিএ ও ডিএ প্রদান করা হবে। চাকরি স্থায়ী হলে আরআরএফের নিয়মানুসারে গ্রেড দেওয়া হবে। তখন বেতন হবে ৩৭ হাজার ১শ ১২ টাকা। তবে অভিজ্ঞ ও উপযুক্ত প্রার্থীদের বেতন আলোচনার মাধ্যমে দেওয়া হবে। এছাড়াও এই প্রতিষ্ঠানের নিয়মে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, দুটি উৎসব ভাতা, মূল বেতনের ৩০ ভাগ বৈশাখী ভাতা, সিটি ভাতা (ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের অবস্থানকালীন সময়ে মূল বেতনের ৪০ ভাগ ও রাজশাহী, খুলনা সিটি করপোরেশনে ২০ ভাগ মাসে প্রদেয় হবে), নচেৎ কর্মস্থলে আবাসনের সুবিধা, প্রতি সপ্তাহে দুই দিন ছুটি, চিকিৎসা ভাতা ও স্টাফ কল্যাণ তহবিল দেওয়া হবে।
আরআরএফের বিশেষ সুবিধা : আবাসন ঋণ, প্রভিডেন্ট ফান্ড থেকে প্রয়োজনে ঋণ, মোটর সাইকেল ও কম্পিউটার ঋণ সুবিধা আছে। মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়া হবে। যোগ্যতার ভিত্তিতে সব পদে পদোন্নতি দেওয়া হবে। কাজের প্রশিক্ষণ ও কর্মশালা এবং জরিপের সুবিধা আছে। চকরিতে কাজের গুণ ও কাজ সমাপ্তির সংখ্যাগত অর্জনের ভিত্তিতে ইনসেনটিভ প্রদান করা হয়।
আবেদনের নিয়ম : http://202.84.37.189/jobs-এই আবেদন ফরমটি কপি বা প্রিন্ট করে ভালোভাবে পূরণ করতে হবে। সেখানে সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ না থাকলেও এজন্য প্রয়োজনে যোগাযোগ করে নিতে হবে। ঠিকানা (জনাব প্রদীপ বিশ্বাস, প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশন-আরআরএফ, ই-মেইল : philiprrf@gmail.com, admin@rrf-bd.org. টেলিফোন : +৮৮০২৪৭৭৭৬৬৩৫৭, + +৮৮০২৪৭৭৭৬০০৫৫, মোবাইল-০১৭১১১৮২৩৩৪)। এরপর আবেদন ফরমটির শিক্ষাগত যোগ্যতা অনুসারে সব তথ্য প্রদান করতে হবে। শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতাগুলোর সত্যায়িত সার্টিফিকেট দিতে হবে। জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্বের সত্যায়িত ফটোকপি দিতে হবে। আবেদনে দুই কপি সত্যায়িত ছবি যুক্ত করতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না। আবেদন ফরমে নিজের মোবাইল, মেইল, যোগাযোগের ঠিকানা দিতে হবে। অনাত্মীয় তবে কর্মসূত্রে পরিচিত-এমন দুই বিশিষ্ট ব্যক্তির রেফারেন্স উল্লেখ করতে হবে। এই রেফারেন্সসহ আসতে হবে পরীক্ষার হলে। এই সময় ২৫০ টাকা নগদ রেজিস্ট্রেশন ফি অফেরৎযোগ্য আকারে জমা দিতে হবে। লিখিত ও মৌখিকের জন্য কোনো টিএ বা ডিএ নেই। এই সময়গুলোতে সব আসল সার্টিফিকেট পরীক্ষার হলে আনতে হবে। জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিয়ে আসতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৩ জুলাই, ২০২২ অফিস সময়ের মধ্যে। আবেদন অনলাইনে জমা দিতে পারেন। চাইলে নির্বাহী পরিচালক, রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ), আরআরএফ ভবন, সিএন্ডবি রোড, কারবালা, যশোর-৭৪০০ এই ঠিকানায় অফিস সময়ের মধ্যে ফেরৎ ডাকটিকেটে জমা দিতে পারেন। খামের ওপর নিজের নাম, মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা দিতে হবে।
চাকরির শুরুতে শর্ত : পদের জন্য নির্ধারিত নগদ ফেরৎযোগ্য মেয়াদী জামানত জমা দিতে হবে ও আরআরএফের চাহিদা অনুসারে চাকরির জন্য লিখিত বন্ড দিতে হবে। নির্বাচিত ব্যক্তির বাবা বা দায়িত্বশীল কাউকে নির্ধারিত সময়কাল পর্যন্ত তার জামিনদার হতে হবে। যেকোনো এলাকায় কাজের মানসিকতা থাকতে হবে। ছাত্র, ছাত্রীদের আবেদনের প্রয়োজন নেই। সমলিঙ্গে বিশ্বাসী এই এনজিও নারী ও পুরুষ প্রার্থীদের সমান চোখে দেখে এবং চাকরিতে উৎসাহিত করে। ধূমপায়ী ও সেবনে যুক্তদের কাজে অনুৎসাহিত করে।

৫. ৫. পদের নাম : বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার বা ব্যবসায় উন্নয়ন ব্যবস্থাপক।
বিভাগের নাম : মাইক্রোফাইনান্স প্রগ্রাম।
বয়স : ৪০ বছরের বেশি নয়। অভিজ্ঞ প্রার্থীদের বয়স শিথিল করা হবে।
পদের সংখ্যা : ৫০টি।
শিক্ষাগত যোগ্যতা : শিক্ষাজীবনের সব পর্যায়ে দ্বিতীয় বিভাগে পাশসহ বাণিজ্যের যেকোনো শাখা থেকে বিবিএ অথবা এমবিএ।
কর্মঅভিজ্ঞতা : সংশ্লিষ্ট ঋণ ও সঞ্চয় কার্যক্রমে অথবা সমপদে অন্তত পাঁচ বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। অন্তত ২৫ থেকে ৩০টি শাখা অফিস পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
অগ্রাধিকার : ব্যাংক বা বেসরকারী কোনো প্রতিষ্ঠানে এসএমই কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার লাভ করবেন।
প্রাযুক্তিক দক্ষতা : কম্পিউটার পরিচালনা করতে পারতে হবে।
বেতন, ভাতা : ছয় মাসের শিক্ষানবিশকালে মোট ৩৫ হাজার টাকা বেতন লাভ করবেন। মোবাইল বিল, টিএ ও ডিএ প্রদান করা হবে। চাকরি স্থায়ী হলে আরআরএফের নিয়মানুসারে গ্রেড দেওয়া হবে। তখন বেতন হবে ৩৯ হাজার ৯শ ৬০ টাকা। তবে অভিজ্ঞ ও উপযুক্ত প্রার্থীদের বেতন আলোচনার মাধ্যমে দেওয়া হবে। এছাড়াও এই প্রতিষ্ঠানের নিয়মে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, দুটি উৎসব ভাতা, মূল বেতনের ৩০ ভাগ বৈশাখী ভাতা, সিটি ভাতা (ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের অবস্থানকালীন সময়ে মূল বেতনের ৪০ ভাগ ও রাজশাহী, খুলনা সিটি করপোরেশনে ২০ ভাগ মাসে প্রদেয় হবে), নচেৎ কর্মস্থলে আবাসনের সুবিধা, প্রতি সপ্তাহে দুই দিন ছুটি, চিকিৎসা ভাতা ও স্টাফ কল্যাণ তহবিল দেওয়া হবে।
আরআরএফের বিশেষ সুবিধা : আবাসন ঋণ, প্রভিডেন্ট ফান্ড থেকে প্রয়োজনে ঋণ, মোটর সাইকেল ও কম্পিউটার ঋণ সুবিধা আছে। মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়া হবে। যোগ্যতার ভিত্তিতে সব পদে পদোন্নতি দেওয়া হবে। কাজের প্রশিক্ষণ ও কর্মশালা এবং জরিপের সুবিধা আছে। চকরিতে কাজের গুণ ও কাজ সমাপ্তির সংখ্যাগত অর্জনের ভিত্তিতে ইনসেনটিভ প্রদান করা হয়।
আবেদনের নিয়ম : http://202.84.37.189/jobs-এই আবেদন ফরমটি কপি বা প্রিন্ট করে ভালোভাবে পূরণ করতে হবে। সেখানে সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ না থাকলেও এজন্য প্রয়োজনে যোগাযোগ করে নিতে হবে। ঠিকানা (জনাব প্রদীপ বিশ্বাস, প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশন-আরআরএফ, ই-মেইল : philiprrf@gmail.com, admin@rrf-bd.org. টেলিফোন : +৮৮০২৪৭৭৭৬৬৩৫৭, + +৮৮০২৪৭৭৭৬০০৫৫, মোবাইল-০১৭১১১৮২৩৩৪)। এরপর আবেদন ফরমটির শিক্ষাগত যোগ্যতা অনুসারে সব তথ্য প্রদান করতে হবে। শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতাগুলোর সত্যায়িত সার্টিফিকেট দিতে হবে। জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্বের সত্যায়িত ফটোকপি দিতে হবে। আবেদনে দুই কপি সত্যায়িত ছবি যুক্ত করতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না। আবেদন ফরমে নিজের মোবাইল, মেইল, যোগাযোগের ঠিকানা দিতে হবে। অনাত্মীয় তবে কর্মসূত্রে পরিচিত-এমন দুই বিশিষ্ট ব্যক্তির রেফারেন্স উল্লেখ করতে হবে। এই রেফারেন্সসহ আসতে হবে পরীক্ষার হলে। এই সময় ২৫০ টাকা নগদ রেজিস্ট্রেশন ফি অফেরৎযোগ্য আকারে জমা দিতে হবে। লিখিত ও মৌখিকের জন্য কোনো টিএ বা ডিএ নেই। এই সময়গুলোতে সব আসল সার্টিফিকেট পরীক্ষার হলে আনতে হবে। জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিয়ে আসতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৩ জুলাই, ২০২২ অফিস সময়ের মধ্যে। আবেদন অনলাইনে জমা দিতে পারেন। চাইলে নির্বাহী পরিচালক, রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ), আরআরএফ ভবন, সিএন্ডবি রোড, কারবালা, যশোর-৭৪০০ এই ঠিকানায় অফিস সময়ের মধ্যে ফেরৎ ডাকটিকেটে জমা দিতে পারেন। খামের ওপর নিজের নাম, মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা দিতে হবে।
চাকরির শুরুতে শর্ত : পদের জন্য নির্ধারিত নগদ ফেরৎযোগ্য মেয়াদী জামানত জমা দিতে হবে ও আরআরএফের চাহিদা অনুসারে চাকরির জন্য লিখিত বন্ড দিতে হবে। নির্বাচিত ব্যক্তির বাবা বা দায়িত্বশীল কাউকে নির্ধারিত সময়কাল পর্যন্ত তার জামিনদার হতে হবে। যেকোনো এলাকায় কাজের মানসিকতা থাকতে হবে। ছাত্র, ছাত্রীদের আবেদনের প্রয়োজন নেই। সমলিঙ্গে বিশ্বাসী এই এনজিও নারী ও পুরুষ প্রার্থীদের সমান চোখে দেখে এবং চাকরিতে উৎসাহিত করে। ধূমপায়ী ও সেবনে যুক্তদের কাজে অনুৎসাহিত করে।

৬. পদের নাম : বিজনেস ডেভেলপমেন্ট অফিসার বা ব্যবসায় উন্নয়ন কর্মকর্তা।
বিভাগের নাম : মাইক্রোফাইনান্স প্রগ্রাম বা ক্ষুদ্রঋণদান ও সঞ্চয় কার্যক্রম।
বয়স : ৩৫ বছরের বেশি নয়। অভিজ্ঞ প্রার্থীদের বয়স শিথিল করা হবে।
পদের সংখ্যা : ১শটি।
শিক্ষাগত যোগ্যতা : সরকারী বা বেসরকারী যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবনের সব পর্যায়ে দ্বিতীয় বিভাগ বা সমমানে বাণিজ্যের যেকোনো শাখা থেকে বিবিএ বা এমবিএ।
কর্মঅভিজ্ঞতা : সংশ্লিষ্ট ঋণ ও সঞ্চয় কার্যক্রমে অথবা সমপদে অন্তত তিন বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
অগ্রাধিকার : ব্যাংক বা বেসরকারী কোনো প্রতিষ্ঠানে এসএমই কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার লাভ করবেন।
প্রাযুক্তিক দক্ষতা : কম্পিউটার পরিচালনা করতে পারতে হবে।
বেতন, ভাতা : ছয় মাসের শিক্ষানবিশকালে মোট ২৮ হাজার টাকা বেতন লাভ করবেন। মোবাইল বিল, টিএ ও ডিএ প্রদান করা হবে। চাকরি স্থায়ী হলে আরআরএফের নিয়মানুসারে গ্রেড দেওয়া হবে। তখন বেতন হবে ২৯ হাজার ৯শ ৬০ টাকা। তবে অভিজ্ঞ ও উপযুক্ত প্রার্থীদের বেতন আলোচনার মাধ্যমে দেওয়া হবে। এছাড়াও এই প্রতিষ্ঠানের নিয়মে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, দুটি উৎসব ভাতা, মূল বেতনের ৩০ ভাগ বৈশাখী ভাতা, সিটি ভাতা (ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের অবস্থানকালীন সময়ে মূল বেতনের ৪০ ভাগ ও রাজশাহী, খুলনা সিটি করপোরেশনে ২০ ভাগ মাসে প্রদেয় হবে), নচেৎ কর্মস্থলে আবাসনের সুবিধা, প্রতি সপ্তাহে দুই দিন ছুটি, চিকিৎসা ভাতা ও স্টাফ কল্যাণ তহবিল দেওয়া হবে।
আরআরএফের বিশেষ সুবিধা : আবাসন ঋণ, প্রভিডেন্ট ফান্ড থেকে প্রয়োজনে ঋণ, মোটর সাইকেল ও কম্পিউটার ঋণ সুবিধা আছে। মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়া হবে। যোগ্যতার ভিত্তিতে সব পদে পদোন্নতি দেওয়া হবে। কাজের প্রশিক্ষণ ও কর্মশালা এবং জরিপের সুবিধা আছে। চকরিতে কাজের গুণ ও কাজ সমাপ্তির সংখ্যাগত অর্জনের ভিত্তিতে ইনসেনটিভ প্রদান করা হয়।
আবেদনের নিয়ম : http://202.84.37.189/jobs-এই আবেদন ফরমটি কপি বা প্রিন্ট করে ভালোভাবে পূরণ করতে হবে। সেখানে সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ না থাকলেও এজন্য প্রয়োজনে যোগাযোগ করে নিতে হবে। ঠিকানা (জনাব প্রদীপ বিশ্বাস, প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশন-আরআরএফ, ই-মেইল : philiprrf@gmail.com, admin@rrf-bd.org. টেলিফোন : +৮৮০২৪৭৭৭৬৬৩৫৭, + +৮৮০২৪৭৭৭৬০০৫৫, মোবাইল-০১৭১১১৮২৩৩৪)। এরপর আবেদন ফরমটির শিক্ষাগত যোগ্যতা অনুসারে সব তথ্য প্রদান করতে হবে। শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতাগুলোর সত্যায়িত সার্টিফিকেট দিতে হবে। জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্বের সত্যায়িত ফটোকপি দিতে হবে। আবেদনে দুই কপি সত্যায়িত ছবি যুক্ত করতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না। আবেদন ফরমে নিজের মোবাইল, মেইল, যোগাযোগের ঠিকানা দিতে হবে। অনাত্মীয় তবে কর্মসূত্রে পরিচিত-এমন দুই বিশিষ্ট ব্যক্তির রেফারেন্স উল্লেখ করতে হবে। এই রেফারেন্সসহ আসতে হবে পরীক্ষার হলে। এই সময় ২৫০ টাকা নগদ রেজিস্ট্রেশন ফি অফেরৎযোগ্য আকারে জমা দিতে হবে। লিখিত ও মৌখিকের জন্য কোনো টিএ বা ডিএ নেই। এই সময়গুলোতে সব আসল সার্টিফিকেট পরীক্ষার হলে আনতে হবে। জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিয়ে আসতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৩ জুলাই, ২০২২ অফিস সময়ের মধ্যে। আবেদন অনলাইনে জমা দিতে পারেন। চাইলে নির্বাহী পরিচালক, রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ), আরআরএফ ভবন, সিএন্ডবি রোড, কারবালা, যশোর-৭৪০০ এই ঠিকানায় অফিস সময়ের মধ্যে ফেরৎ ডাকটিকেটে জমা দিতে পারেন। খামের ওপর নিজের নাম, মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা দিতে হবে।
চাকরির শুরুতে শর্ত : পদের জন্য নির্ধারিত নগদ ফেরৎযোগ্য মেয়াদী জামানত জমা দিতে হবে ও আরআরএফের চাহিদা অনুসারে চাকরির জন্য লিখিত বন্ড দিতে হবে। নির্বাচিত ব্যক্তির বাবা বা দায়িত্বশীল কাউকে নির্ধারিত সময়কাল পর্যন্ত তার জামিনদার হতে হবে। যেকোনো এলাকায় কাজের মানসিকতা থাকতে হবে। ছাত্র, ছাত্রীদের আবেদনের প্রয়োজন নেই। সমলিঙ্গে বিশ্বাসী এই এনজিও নারী ও পুরুষ প্রার্থীদের সমান চোখে দেখে এবং চাকরিতে উৎসাহিত করে। ধূমপায়ী ও সেবনে যুক্তদের কাজে অনুৎসাহিত করে।

৭. পদের নাম : শাখা ব্যবস্থাপক।
বিভাগের নাম : মাইক্রোফাইনান্স প্রগ্রাম বা ক্ষুদ্রঋণদান ও সঞ্চয় কার্যক্রম।
বয়স : ৪০ বছরের বেশি নয়। অভিজ্ঞ প্রাথীদের বয়স শিথিল করা হবে।
পদের সংখ্যা : ১শটি।
শিক্ষাগত যোগ্যতা : সরকারী বা বেসরকারী যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবনের সব পর্যায়ে দ্বিতীয় বিভাগে পাশসহ মাস্টার্স।
কমঅভিজ্ঞতা : সংশ্লিষ্ট ঋণ ও সঞ্চয় কার্যক্রমে অথবা সমপদে মাঠপর্যায়ে অন্তত দুই বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
প্রাযুক্তিক দক্ষতা : কম্পিউটার পরিচালনা করতে পারতে হবে।
বেতন, ভাতা : ছয় মাসের শিক্ষানবিশকালে মোট ৩১ হাজার টাকা বেতন লাভ করবেন। মোবাইল বিল, টিএ ও ডিএ প্রদান করা হবে। চাকরি স্থায়ী হলে আরআরএফের নিয়মানুসারে গ্রেড দেওয়া হবে। তখন বেতন হবে ৩৪ হাজার ৫শ ৯২ টাকা। তবে অভিজ্ঞ ও উপযুক্ত প্রার্থীদের বেতন আলোচনার মাধ্যমে দেওয়া হবে। এছাড়াও এই প্রতিষ্ঠানের নিয়মে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, দুটি উৎসব ভাতা, মূল বেতনের ৩০ ভাগ বৈশাখী ভাতা, সিটি ভাতা (ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের অবস্থানকালীন সময়ে মূল বেতনের ৪০ ভাগ ও রাজশাহী, খুলনা সিটি করপোরেশনে ২০ ভাগ মাসে প্রদেয় হবে), নচেৎ কর্মস্থলে আবাসনের সুবিধা, প্রতি সপ্তাহে দুই দিন ছুটি, চিকিৎসা ভাতা ও স্টাফ কল্যাণ তহবিল দেওয়া হবে।
আরআরএফের বিশেষ সুবিধা : আবাসন ঋণ, প্রভিডেন্ট ফান্ড থেকে প্রয়োজনে ঋণ, মোটর সাইকেল ও কম্পিউটার ঋণ সুবিধা আছে। মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়া হবে। যোগ্যতার ভিত্তিতে সব পদে পদোন্নতি দেওয়া হবে। কাজের প্রশিক্ষণ ও কর্মশালা এবং জরিপের সুবিধা আছে। চকরিতে কাজের গুণ ও কাজ সমাপ্তির সংখ্যাগত অর্জনের ভিত্তিতে ইনসেনটিভ প্রদান করা হয়।
আবেদনের নিয়ম : http://202.84.37.189/jobs-এই আবেদন ফরমটি কপি বা প্রিন্ট করে ভালোভাবে পূরণ করতে হবে। সেখানে সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ না থাকলেও এজন্য প্রয়োজনে যোগাযোগ করে নিতে হবে। ঠিকানা (জনাব প্রদীপ বিশ্বাস, প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশন-আরআরএফ, ই-মেইল : philiprrf@gmail.com, admin@rrf-bd.org. টেলিফোন : +৮৮০২৪৭৭৭৬৬৩৫৭, + +৮৮০২৪৭৭৭৬০০৫৫, মোবাইল-০১৭১১১৮২৩৩৪)। এরপর আবেদন ফরমটির শিক্ষাগত যোগ্যতা অনুসারে সব তথ্য প্রদান করতে হবে। শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতাগুলোর সত্যায়িত সার্টিফিকেট দিতে হবে। জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্বের সত্যায়িত ফটোকপি দিতে হবে। আবেদনে দুই কপি সত্যায়িত ছবি যুক্ত করতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না। আবেদন ফরমে নিজের মোবাইল, মেইল, যোগাযোগের ঠিকানা দিতে হবে। অনাত্মীয় তবে কর্মসূত্রে পরিচিত-এমন দুই বিশিষ্ট ব্যক্তির রেফারেন্স উল্লেখ করতে হবে। এই রেফারেন্সসহ আসতে হবে পরীক্ষার হলে। এই সময় ২৫০ টাকা নগদ রেজিস্ট্রেশন ফি অফেরৎযোগ্য আকারে জমা দিতে হবে। লিখিত ও মৌখিকের জন্য কোনো টিএ বা ডিএ নেই। এই সময়গুলোতে সব আসল সার্টিফিকেট পরীক্ষার হলে আনতে হবে। জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিয়ে আসতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৩ জুলাই, ২০২২ অফিস সময়ের মধ্যে। আবেদন অনলাইনে জমা দিতে পারেন। চাইলে নির্বাহী পরিচালক, রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ), আরআরএফ ভবন, সিএন্ডবি রোড, কারবালা, যশোর-৭৪০০ এই ঠিকানায় অফিস সময়ের মধ্যে ফেরৎ ডাকটিকেটে জমা দিতে পারেন। খামের ওপর নিজের নাম, মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা দিতে হবে।
চাকরির শুরুতে শর্ত : পদের জন্য নির্ধারিত নগদ ফেরৎযোগ্য মেয়াদী জামানত জমা দিতে হবে ও আরআরএফের চাহিদা অনুসারে চাকরির জন্য লিখিত বন্ড দিতে হবে। নির্বাচিত ব্যক্তির বাবা বা দায়িত্বশীল কাউকে নির্ধারিত সময়কাল পর্যন্ত তার জামিনদার হতে হবে। যেকোনো এলাকায় কাজের মানসিকতা থাকতে হবে। ছাত্র, ছাত্রীদের আবেদনের প্রয়োজন নেই। সমলিঙ্গে বিশ্বাসী এই এনজিও নারী ও পুরুষ প্রার্থীদের সমান চোখে দেখে এবং চাকরিতে উৎসাহিত করে। ধূমপায়ী ও সেবনে যুক্তদের কাজে অনুৎসাহিত করে।

৮. পদের নাম : উপ-শাখা ব্যবস্থাপক।
বিভাগের নাম : মাইক্রোফাইনান্স প্রগ্রাম বা ক্ষুদ্রঋণদান ও সঞ্চয় কার্যক্রম।
বয়স : ৩৫ বছরের বেশি নয়। অভিজ্ঞ প্রার্থীদের বয়স শিথিল করা হবে।
পদের সংখ্যা : ১শটি।
শিক্ষাগত যোগ্যতা : সরকারী বা বেসরকারী যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবনের সব পর্যায়ে দ্বিতীয় বিভাগে পাশসহ মাস্টার্স।
কর্মঅভিজ্ঞতা : সংশ্লিষ্ট ঋণ ও সঞ্চয় কার্যক্রমে অথবা সমপদে মাঠপর্যায়ে অন্তত তিন বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
প্রাযুক্তিক দক্ষতা : কম্পিউটার পরিচালনা করতে পারতে হবে।
বেতন, ভাতা : ছয় মাসের শিক্ষানবিশকালে মোট ২৬ হাজার টাকা বেতন লাভ করবেন। মোবাইল বিল, টিএ ও ডিএ প্রদান করা হবে। চাকরি স্থায়ী হলে আরআরএফের নিয়মানুসারে গ্রেড দেওয়া হবে। তখন বেতন হবে ২৮ হাজার ৩শ ৮৮ টাকা। তবে অভিজ্ঞ ও উপযুক্ত প্রার্থীদের বেতন আলোচনার মাধ্যমে দেওয়া হবে। এছাড়াও এই প্রতিষ্ঠানের নিয়মে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, দুটি উৎসব ভাতা, মূল বেতনের ৩০ ভাগ বৈশাখী ভাতা, সিটি ভাতা (ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের অবস্থানকালীন সময়ে মূল বেতনের ৪০ ভাগ ও রাজশাহী, খুলনা সিটি করপোরেশনে ২০ ভাগ মাসে প্রদেয় হবে), নচেৎ কর্মস্থলে আবাসনের সুবিধা, প্রতি সপ্তাহে দুই দিন ছুটি, চিকিৎসা ভাতা ও স্টাফ কল্যাণ তহবিল দেওয়া হবে।
আরআরএফের বিশেষ সুবিধা : আবাসন ঋণ, প্রভিডেন্ট ফান্ড থেকে প্রয়োজনে ঋণ, মোটর সাইকেল ও কম্পিউটার ঋণ সুবিধা আছে। মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়া হবে। যোগ্যতার ভিত্তিতে সব পদে পদোন্নতি দেওয়া হবে। কাজের প্রশিক্ষণ ও কর্মশালা এবং জরিপের সুবিধা আছে। চকরিতে কাজের গুণ ও কাজ সমাপ্তির সংখ্যাগত অর্জনের ভিত্তিতে ইনসেনটিভ প্রদান করা হয়।
আবেদনের নিয়ম : http://202.84.37.189/jobs-এই আবেদন ফরমটি কপি বা প্রিন্ট করে ভালোভাবে পূরণ করতে হবে। সেখানে সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ না থাকলেও এজন্য প্রয়োজনে যোগাযোগ করে নিতে হবে। ঠিকানা (জনাব প্রদীপ বিশ্বাস, প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশন-আরআরএফ, ই-মেইল : philiprrf@gmail.com, admin@rrf-bd.org. টেলিফোন : +৮৮০২৪৭৭৭৬৬৩৫৭, + +৮৮০২৪৭৭৭৬০০৫৫, মোবাইল-০১৭১১১৮২৩৩৪)। এরপর আবেদন ফরমটির শিক্ষাগত যোগ্যতা অনুসারে সব তথ্য প্রদান করতে হবে। শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতাগুলোর সত্যায়িত সার্টিফিকেট দিতে হবে। জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্বের সত্যায়িত ফটোকপি দিতে হবে। আবেদনে দুই কপি সত্যায়িত ছবি যুক্ত করতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না। আবেদন ফরমে নিজের মোবাইল, মেইল, যোগাযোগের ঠিকানা দিতে হবে। অনাত্মীয় তবে কর্মসূত্রে পরিচিত-এমন দুই বিশিষ্ট ব্যক্তির রেফারেন্স উল্লেখ করতে হবে। এই রেফারেন্সসহ আসতে হবে পরীক্ষার হলে। এই সময় ২৫০ টাকা নগদ রেজিস্ট্রেশন ফি অফেরৎযোগ্য আকারে জমা দিতে হবে। লিখিত ও মৌখিকের জন্য কোনো টিএ বা ডিএ নেই। এই সময়গুলোতে সব আসল সার্টিফিকেট পরীক্ষার হলে আনতে হবে। জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিয়ে আসতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৩ জুলাই, ২০২২ অফিস সময়ের মধ্যে। আবেদন অনলাইনে জমা দিতে পারেন। চাইলে নির্বাহী পরিচালক, রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ), আরআরএফ ভবন, সিএন্ডবি রোড, কারবালা, যশোর-৭৪০০ এই ঠিকানায় অফিস সময়ের মধ্যে ফেরৎ ডাকটিকেটে জমা দিতে পারেন। খামের ওপর নিজের নাম, মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা দিতে হবে।
চাকরির শুরুতে শর্ত : পদের জন্য নির্ধারিত নগদ ফেরৎযোগ্য মেয়াদী জামানত জমা দিতে হবে ও আরআরএফের চাহিদা অনুসারে চাকরির জন্য লিখিত বন্ড দিতে হবে। নির্বাচিত ব্যক্তির বাবা বা দায়িত্বশীল কাউকে নির্ধারিত সময়কাল পর্যন্ত তার জামিনদার হতে হবে। যেকোনো এলাকায় কাজের মানসিকতা থাকতে হবে। ছাত্র, ছাত্রীদের আবেদনের প্রয়োজন নেই। সমলিঙ্গে বিশ্বাসী এই এনজিও নারী ও পুরুষ প্রার্থীদের সমান চোখে দেখে এবং চাকরিতে উৎসাহিত করে। ধূমপায়ী ও সেবনে যুক্তদের কাজে অনুৎসাহিত করে।

৯. পদের নাম : সহকারী শাখা হিসাবরক্ষক।
বিভাগের নাম : মাইক্রোফাইনান্স প্রগ্রাম বা ক্ষুদ্রঋণদান ও সঞ্চয় কার্যক্রম।
বয়স : ২৫ থেকে ৩২ বছরের মধ্যে। অভিজ্ঞ প্রার্থীদের বয়স শিথিল করা হবে ও অগ্রাধিকার দেওয়া হবে।
পদের সংখ্যা : ২শটি।
শিক্ষাগত যোগ্যতা : সরকারী বা বেসরকারী যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবনের সব পর্যায়ে দ্বিতীয় বিভাগ বা সমমানে বাণিজ্যের যেকোনো শাখা থেকে বিবিএ বা এমবিএ।
প্রাযুক্তিক দক্ষতা : কম্পিউটার পরিচালনা করতে পারতে হবে।
বেতন, ভাতা : ছয় মাসের শিক্ষানবিশকালে মোট ২০ হাজার টাকা বেতন লাভ করবেন। মোবাইল বিল, টিএ ও ডিএ প্রদান করা হবে। চাকরি স্থায়ী হলে আরআরএফের নিয়মানুসারে গ্রেড দেওয়া হবে। তখন বেতন হবে ২২ হাজার ৩শ ৫২ টাকা। তবে অভিজ্ঞ ও উপযুক্ত প্রার্থীদের বেতন আলোচনার মাধ্যমে দেওয়া হবে। এছাড়াও এই প্রতিষ্ঠানের নিয়মে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, দুটি উৎসব ভাতা, মূল বেতনের ৩০ ভাগ বৈশাখী ভাতা, সিটি ভাতা (ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের অবস্থানকালীন সময়ে মূল বেতনের ৪০ ভাগ ও রাজশাহী, খুলনা সিটি করপোরেশনে ২০ ভাগ মাসে প্রদেয় হবে), নচেৎ কর্মস্থলে আবাসনের সুবিধা, প্রতি সপ্তাহে দুই দিন ছুটি, চিকিৎসা ভাতা ও স্টাফ কল্যাণ তহবিল দেওয়া হবে।
আরআরএফের বিশেষ সুবিধা : আবাসন ঋণ, প্রভিডেন্ট ফান্ড থেকে প্রয়োজনে ঋণ, মোটর সাইকেল ও কম্পিউটার ঋণ সুবিধা আছে। মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়া হবে। যোগ্যতার ভিত্তিতে সব পদে পদোন্নতি দেওয়া হবে। কাজের প্রশিক্ষণ ও কর্মশালা এবং জরিপের সুবিধা আছে। চকরিতে কাজের গুণ ও কাজ সমাপ্তির সংখ্যাগত অর্জনের ভিত্তিতে ইনসেনটিভ প্রদান করা হয়।
আবেদনের নিয়ম : http://202.84.37.189/jobs-এই আবেদন ফরমটি কপি বা প্রিন্ট করে ভালোভাবে পূরণ করতে হবে। সেখানে সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ না থাকলেও এজন্য প্রয়োজনে যোগাযোগ করে নিতে হবে। ঠিকানা (জনাব প্রদীপ বিশ্বাস, প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশন-আরআরএফ, ই-মেইল : philiprrf@gmail.com, admin@rrf-bd.org. টেলিফোন : +৮৮০২৪৭৭৭৬৬৩৫৭, + +৮৮০২৪৭৭৭৬০০৫৫, মোবাইল-০১৭১১১৮২৩৩৪)। এরপর আবেদন ফরমটির শিক্ষাগত যোগ্যতা অনুসারে সব তথ্য প্রদান করতে হবে। শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতাগুলোর সত্যায়িত সার্টিফিকেট দিতে হবে। জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্বের সত্যায়িত ফটোকপি দিতে হবে। আবেদনে দুই কপি সত্যায়িত ছবি যুক্ত করতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না। আবেদন ফরমে নিজের মোবাইল, মেইল, যোগাযোগের ঠিকানা দিতে হবে। অনাত্মীয় তবে কর্মসূত্রে পরিচিত-এমন দুই বিশিষ্ট ব্যক্তির রেফারেন্স উল্লেখ করতে হবে। এই রেফারেন্সসহ আসতে হবে পরীক্ষার হলে। এই সময় ২৫০ টাকা নগদ রেজিস্ট্রেশন ফি অফেরৎযোগ্য আকারে জমা দিতে হবে। লিখিত ও মৌখিকের জন্য কোনো টিএ বা ডিএ নেই। এই সময়গুলোতে সব আসল সার্টিফিকেট পরীক্ষার হলে আনতে হবে। জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিয়ে আসতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৩ জুলাই, ২০২২ অফিস সময়ের মধ্যে। আবেদন অনলাইনে জমা দিতে পারেন। চাইলে নির্বাহী পরিচালক, রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ), আরআরএফ ভবন, সিএন্ডবি রোড, কারবালা, যশোর-৭৪০০ এই ঠিকানায় অফিস সময়ের মধ্যে ফেরৎ ডাকটিকেটে জমা দিতে পারেন। খামের ওপর নিজের নাম, মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা দিতে হবে।
চাকরির শুরুতে শর্ত : পদের জন্য নির্ধারিত নগদ ফেরৎযোগ্য মেয়াদী জামানত জমা দিতে হবে ও আরআরএফের চাহিদা অনুসারে চাকরির জন্য লিখিত বন্ড দিতে হবে। নির্বাচিত ব্যক্তির বাবা বা দায়িত্বশীল কাউকে নির্ধারিত সময়কাল পর্যন্ত তার জামিনদার হতে হবে। যেকোনো এলাকায় কাজের মানসিকতা থাকতে হবে। ছাত্র, ছাত্রীদের আবেদনের প্রয়োজন নেই। সমলিঙ্গে বিশ্বাসী এই এনজিও নারী ও পুরুষ প্রার্থীদের সমান চোখে দেখে এবং চাকরিতে উৎসাহিত করে। ধূমপায়ী ও সেবনে যুক্তদের কাজে অনুৎসাহিত করে।

১০. পদের নাম : ক্রেডিট অফিসার।
বিভাগের নাম : মাইক্রোফাইনান্স প্রগ্রাম বা ক্ষুদ্রঋণদান ও সঞ্চয় কার্যক্রম।
বয়স : ২৫ থেকে ৩২ বছরের মধ্যে। অভিজ্ঞ প্রার্থীদের বয়স শিথিল করা হবে ও অগ্রাধিকার দেওয়া হবে।
পদের সংখ্যা : ৪শটি।
শিক্ষাগত যোগ্যতা : সরকারী বা বেসরকারী যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবনের সব পর্যায়ে দ্বিতীয় বিভাগ বা সমমানে বাণিজ্যের যেকোনো শাখা থেকে অনার্স বা মাস্টার্স।
প্রাযুক্তিক দক্ষতা : কম্পিউটার পরিচালনা করতে পারতে হবে।
বেতন, ভাতা : ছয় মাসের শিক্ষানবিশকালে মোট ১৮ হাজার টাকা বেতন লাভ করবেন। মোবাইল বিল, টিএ ও ডিএ প্রদান করা হবে। চাকরি স্থায়ী হলে আরআরএফের নিয়মানুসারে গ্রেড দেওয়া হবে। তখন বেতন হবে ২০ হাজার ২শ ১০ টাকা। তবে অভিজ্ঞ ও উপযুক্ত প্রার্থীদের বেতন আলোচনার মাধ্যমে দেওয়া হবে। এছাড়াও এই প্রতিষ্ঠানের নিয়মে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, দুটি উৎসব ভাতা, মূল বেতনের ৩০ ভাগ বৈশাখী ভাতা, সিটি ভাতা (ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের অবস্থানকালীন সময়ে মূল বেতনের ৪০ ভাগ ও রাজশাহী, খুলনা সিটি করপোরেশনে ২০ ভাগ মাসে প্রদেয় হবে), নচেৎ কর্মস্থলে আবাসনের সুবিধা, প্রতি সপ্তাহে দুই দিন ছুটি, চিকিৎসা ভাতা ও স্টাফ কল্যাণ তহবিল দেওয়া হবে।
আরআরএফের বিশেষ সুবিধা : আবাসন ঋণ, প্রভিডেন্ট ফান্ড থেকে প্রয়োজনে ঋণ, মোটর সাইকেল ও কম্পিউটার ঋণ সুবিধা আছে। মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়া হবে। যোগ্যতার ভিত্তিতে সব পদে পদোন্নতি দেওয়া হবে। কাজের প্রশিক্ষণ ও কর্মশালা এবং জরিপের সুবিধা আছে। চকরিতে কাজের গুণ ও কাজ সমাপ্তির সংখ্যাগত অর্জনের ভিত্তিতে ইনসেনটিভ প্রদান করা হয়।
আবেদনের নিয়ম : http://202.84.37.189/jobs-এই আবেদন ফরমটি কপি বা প্রিন্ট করে ভালোভাবে পূরণ করতে হবে। সেখানে সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ না থাকলেও এজন্য প্রয়োজনে যোগাযোগ করে নিতে হবে। ঠিকানা (জনাব প্রদীপ বিশ্বাস, প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশন-আরআরএফ, ই-মেইল : philiprrf@gmail.com, admin@rrf-bd.org. টেলিফোন : +৮৮০২৪৭৭৭৬৬৩৫৭, + +৮৮০২৪৭৭৭৬০০৫৫, মোবাইল-০১৭১১১৮২৩৩৪)। এরপর আবেদন ফরমটির শিক্ষাগত যোগ্যতা অনুসারে সব তথ্য প্রদান করতে হবে। শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতাগুলোর সত্যায়িত সার্টিফিকেট দিতে হবে। জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্বের সত্যায়িত ফটোকপি দিতে হবে। আবেদনে দুই কপি সত্যায়িত ছবি যুক্ত করতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না। আবেদন ফরমে নিজের মোবাইল, মেইল, যোগাযোগের ঠিকানা দিতে হবে। অনাত্মীয় তবে কর্মসূত্রে পরিচিত-এমন দুই বিশিষ্ট ব্যক্তির রেফারেন্স উল্লেখ করতে হবে। এই রেফারেন্সসহ আসতে হবে পরীক্ষার হলে। এই সময় ২৫০ টাকা নগদ রেজিস্ট্রেশন ফি অফেরৎযোগ্য আকারে জমা দিতে হবে। লিখিত ও মৌখিকের জন্য কোনো টিএ বা ডিএ নেই। এই সময়গুলোতে সব আসল সার্টিফিকেট পরীক্ষার হলে আনতে হবে। জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিয়ে আসতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৩ জুলাই, ২০২২ অফিস সময়ের মধ্যে। আবেদন অনলাইনে জমা দিতে পারেন। চাইলে নির্বাহী পরিচালক, রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ), আরআরএফ ভবন, সিএন্ডবি রোড, কারবালা, যশোর-৭৪০০ এই ঠিকানায় অফিস সময়ের মধ্যে ফেরৎ ডাকটিকেটে জমা দিতে পারেন। খামের ওপর নিজের নাম, মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা দিতে হবে।
চাকরির শুরুতে শর্ত : পদের জন্য নির্ধারিত নগদ ফেরৎযোগ্য মেয়াদী জামানত জমা দিতে হবে ও আরআরএফের চাহিদা অনুসারে চাকরির জন্য লিখিত বন্ড দিতে হবে। নির্বাচিত ব্যক্তির বাবা বা দায়িত্বশীল কাউকে নির্ধারিত সময়কাল পর্যন্ত তার জামিনদার হতে হবে। যেকোনো এলাকায় কাজের মানসিকতা থাকতে হবে। ছাত্র, ছাত্রীদের আবেদনের প্রয়োজন নেই। সমলিঙ্গে বিশ্বাসী এই এনজিও নারী ও পুরুষ প্রার্থীদের সমান চোখে দেখে এবং চাকরিতে উৎসাহিত করে। ধূমপায়ী ও সেবনে যুক্তদের কাজে অনুৎসাহিত করে।

১১. পদের নাম : সার্ভিস স্টাফ।
বিভাগের নাম : মাইক্রোফাইনান্স প্রগ্রাম বা ক্ষুদ্রঋণদান ও সঞ্চয় কার্যক্রম।
বয়স : ২২ থেকে ৩০ বছরের মধ্যে। অভিজ্ঞ প্রার্থীদের বয়স শিথিল করা হবে ও অগ্রাধিকার দেওয়া হবে। তাদের চটপটে, অফিস পরিস্কারের কাজে পারর্দশী হতে হবে।
পদের সংখ্যা : ২শটি।
শিক্ষাগত যোগ্যতা : অন্তত এসএসসি পাশ।
প্রাযুক্তিক দক্ষতা : কম্পিউটার পরিচালনা করতে পারতে হবে।
বেতন, ভাতা : ছয় মাসের শিক্ষানবিশকালে মোট ১০ হাজার টাকা বেতন লাভ করবেন। মোবাইল বিল, টিএ ও ডিএ প্রদান করা হবে। চাকরি স্থায়ী হলে আরআরএফের নিয়মানুসারে গ্রেড দেওয়া হবে। তখন বেতন হবে ১০ হাজার টাকা থেকে শুরু হবে। এরপর উন্নতি ঘটবে। অভিজ্ঞ ও উপযুক্ত প্রার্থীদের বেতন আলোচনার মাধ্যমে বেশি দেওয়া হবে। এছাড়াও এই প্রতিষ্ঠানের নিয়মে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, দুটি উৎসব ভাতা, মূল বেতনের ৩০ ভাগ বৈশাখী ভাতা, সিটি ভাতা (ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের অবস্থানকালীন সময়ে মূল বেতনের ৪০ ভাগ ও রাজশাহী, খুলনা সিটি করপোরেশনে ২০ ভাগ মাসে প্রদেয় হবে), নচেৎ কর্মস্থলে আবাসনের সুবিধা, প্রতি সপ্তাহে দুই দিন ছুটি, চিকিৎসা ভাতা ও স্টাফ কল্যাণ তহবিল দেওয়া হবে।
আরআরএফের বিশেষ সুবিধা : আবাসন ঋণ, প্রভিডেন্ট ফান্ড থেকে প্রয়োজনে ঋণ, মোটর সাইকেল ও কম্পিউটার ঋণ সুবিধা আছে। মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়া হবে। যোগ্যতার ভিত্তিতে সব পদে পদোন্নতি দেওয়া হবে। কাজের প্রশিক্ষণ ও কর্মশালা এবং জরিপের সুবিধা আছে। চকরিতে কাজের গুণ ও কাজ সমাপ্তির সংখ্যাগত অর্জনের ভিত্তিতে ইনসেনটিভ প্রদান করা হয়।
আবেদনের নিয়ম : http://202.84.37.189/jobs-এই আবেদন ফরমটি কপি বা প্রিন্ট করে ভালোভাবে পূরণ করতে হবে। সেখানে সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ না থাকলেও এজন্য প্রয়োজনে যোগাযোগ করে নিতে হবে। ঠিকানা (জনাব প্রদীপ বিশ্বাস, প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশন-আরআরএফ, ই-মেইল : philiprrf@gmail.com, admin@rrf-bd.org. টেলিফোন : +৮৮০২৪৭৭৭৬৬৩৫৭, + +৮৮০২৪৭৭৭৬০০৫৫, মোবাইল-০১৭১১১৮২৩৩৪)। এরপর আবেদন ফরমটির শিক্ষাগত যোগ্যতা অনুসারে সব তথ্য প্রদান করতে হবে। শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতাগুলোর সত্যায়িত সার্টিফিকেট দিতে হবে। জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্বের সত্যায়িত ফটোকপি দিতে হবে। আবেদনে দুই কপি সত্যায়িত ছবি যুক্ত করতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না। আবেদন ফরমে নিজের মোবাইল, মেইল, যোগাযোগের ঠিকানা দিতে হবে। অনাত্মীয় তবে কর্মসূত্রে পরিচিত-এমন দুই বিশিষ্ট ব্যক্তির রেফারেন্স উল্লেখ করতে হবে। এই রেফারেন্সসহ আসতে হবে পরীক্ষার হলে। এই সময় ২৫০ টাকা নগদ রেজিস্ট্রেশন ফি অফেরৎযোগ্য আকারে জমা দিতে হবে। লিখিত ও মৌখিকের জন্য কোনো টিএ বা ডিএ নেই। এই সময়গুলোতে সব আসল সার্টিফিকেট পরীক্ষার হলে আনতে হবে। জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিয়ে আসতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৩ জুলাই, ২০২২ অফিস সময়ের মধ্যে। আবেদন অনলাইনে জমা দিতে পারেন। চাইলে নির্বাহী পরিচালক, রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ), আরআরএফ ভবন, সিএন্ডবি রোড, কারবালা, যশোর-৭৪০০ এই ঠিকানায় অফিস সময়ের মধ্যে ফেরৎ ডাকটিকেটে জমা দিতে পারেন। খামের ওপর নিজের নাম, মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা দিতে হবে।
চাকরির শুরুতে শর্ত : পদের জন্য নির্ধারিত নগদ ফেরৎযোগ্য মেয়াদী জামানত জমা দিতে হবে ও আরআরএফের চাহিদা অনুসারে চাকরির জন্য লিখিত বন্ড দিতে হবে। নির্বাচিত ব্যক্তির বাবা বা দায়িত্বশীল কাউকে নির্ধারিত সময়কাল পর্যন্ত তার জামিনদার হতে হবে। যেকোনো এলাকায় কাজের মানসিকতা থাকতে হবে। ছাত্র, ছাত্রীদের আবেদনের প্রয়োজন নেই। সমলিঙ্গে বিশ্বাসী এই এনজিও নারী ও পুরুষ প্রার্থীদের সমান চোখে দেখে এবং চাকরিতে উৎসাহিত করে। ধূমপায়ী ও সেবনে যুক্তদের কাজে অনুৎসাহিত করে।

ওএস।

Header Ad

ভারতীয় সাবমেরিনের সঙ্গে মাছ ধরা নৌকার সংঘর্ষ, নিখোঁজ ২

ছবি: সংগৃহীত

ভারতীয় নৌবাহিনীর একটি সাবমেরিনের সঙ্গে দেশটির একটি মাছ ধরা নৌকার সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের ঘটনায় মাছ ধরা নৌকার দুই জেলে নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (২২ নভেম্বর) দেশটির গোয়া উপকূলে এ ঘটনা ঘটে এবং সাবমেরিনে ১৩ জন ক্রু ছিল। তাদের মধ্যে ১১ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পরই ভারতীয় নৌবাহিনী ব্যাপক আকারে উদ্ধার অভিযান চালাচ্ছে। উদ্ধার অভিযানে ছয়টি জাহাজ এবং বিমান মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় মাছ ধরা নৌকার দুই জেলে নিখোঁজ রয়েছে। অন্যদিকে সাবমেরিন থেকে ১১ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গোয়া উপকূল থেকে ৭০ নটিক্যার মাইল দূরে মাছ ধরা নৌকা মারথমার সঙ্গে সাবমেরিনের সংঘর্ষের ঘটনা ঘটে।

বিবৃতিতে আরও বলা হয়, নিখোঁজ দুই জেলের সন্ধানে মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার মুম্বাইয়ের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এছাড়া ওই এলাকায় কোস্টাগার্ডও মোতায়েন করা হয়েছে। তবে কীভাবে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে তার কারণ উদঘাটনে তদন্তের কথা জানিয়েছে মন্ত্রণালয়।

Header Ad

সংসার ভাঙার দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

এ আর রহমান ও তার প্রাক্তন স্ত্রী সায়রা। ছবি: সংগৃহীত

এ আর রহমান বিচ্ছেদের ঘোষণা করার পর থেকে তাকে নিয়ে নানা খবর ছড়িয়েছে। একদিকে যেমন রহমান ও তার প্রাক্তন স্ত্রী সায়রার সম্পর্ক নিয়ে নানা আলোচনা। অন্যদিকে সুরকারের সহশিল্পী মোহিনীর সঙ্গে পরকীয়া নিয়ে গুঞ্জন রটেছে। তবে এই নিয়ে মোহিনী বা রহমানের তরফ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। ঠিক এরই মাঝে নতুন পোস্ট করে এ আর রহমান ভক্তদের দিলেন সুখবর।

শুক্রবার (২২ নভেম্বর) রহমান তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট দিয়েছেন রহমান। এতে তিনি জানান, দক্ষিণী সিনেমা ‘দ্য গোট লাইফ’র আবহসংগীতের জন্য হলিউড মিউজিক অ্যাওয়ার্ডসে সেরার পুরস্কার পেয়েছেন তিনি। এ সিনেমার পুরো টিমকে এ ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন এ সংগীতজ্ঞ।

সোশ্যাল মিডিয়ায় এ আর রহমানের বিচ্ছেদ ঘোষণার কয়েক ঘণ্টা পরেই তার সহশিল্পী মোহিনীও স্বামী ম্যাকের সঙ্গে ডিভোর্সের ঘোষণা দেন। সোশ্যাল মিডিয়ায় এ দুই ঘটনার মধ্য়েই মিল খুঁজে পেয়েছেন নেটিজেনরা। এমনকী মোহিনীর সঙ্গে পরকীয়ার কারণেই রহমান এ ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন- এমনটাও বলছেন কেউ কেউ।

 মোহিনী-এ আর রহমান। ছবি: সংগৃহীত

এ আর রহমান ও মোহিনীকে জড়িয়ে বিতর্ক শুরু হতেই মুখ খুলেছে রহমানের সবেক স্ত্রী সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ। তিনি গণমাধ্যমকে জানালেন, ‘এসব বিতর্কের কোনো অর্থ নেই। মোহিনীর ডিভোর্সের সঙ্গে রহমানে ও সায়রার ডিভোর্সের কোনো সূত্র নেই। এটা তাদের একেবারে নিজস্ব সিদ্ধান্ত। তাই অযথা বিতর্ক না করাই ভালো’।

তিনি আরও বলেন, ‘প্রত্য়েকটি দীর্ঘ বিবাহিত জীবনই ভালো-মন্দের মধ্য়ে দিয়ে এগিয়ে যায়। আমি খুবই খুশি তারা খুব সচেতনভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন। এ বিচ্ছেদ একেবারেই খারাপ বৈবাহিক জীবনের ফল নয়। সায়রা ও রহমান দুজনেই দুজনকে সম্মান করেন’।

১৯৯৫ সালে রহমান ও সায়রা বানুর বিয়ে হয়েছিল। দেখাশোনা করেই নাকি এই বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ ২৯ বছর তারা একসঙ্গে কাটিয়েছেন। তাদের ঘরে তিন সন্তানের জন্ম হয়েছে।

Header Ad

ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি

কেলি এম ফে রজরিগেজ (বামে) এবং থিয়া লি। ছবি: সংগৃহীত

বাংলাদেশে টেকসই অর্থনীতি, স্থিতিশীলতা, প্রবৃদ্ধির পাশাপাশি অর্থবহ ও মানসম্পন্ন চাকরির ক্ষেত্রে সহযোগিতার লক্ষে ৪ দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন আন্তর্জাতিক শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রজরিগেজ এবং শ্রম বিভাগের পক্ষে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছে শ্রমিকের কাজের পরিবেশ এবং বিস্তারিত নিয়ে শ্রমিক সংগঠন সলিডারিটি সেন্টারের সঙ্গে বৈঠক করেছেন তারা। এদিন দুপুরে বৈঠক করবে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর সঙ্গে। এছাড়াও সরকারি প্রতিটি পক্ষের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

জানা গেছে, প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা, বেসরকারি খাতের গার্মেন্টস উৎপাদক এবং শ্রমিক ইউনিয়ন স্টেকহোল্ডারদের সঙ্গে দেখা করবে। প্রতিনিধি দলটি তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা আমেরিকান কোম্পানির প্রতিনিধি এবং বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র এবং শ্রমিকদের সর্বোত্তমভাবে কীভাবে সহায়তা করা যায় সে বিষয়ে আলোচনা করবে।

এই সফর অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমের মান, সেইসঙ্গে টেকসই প্রবৃদ্ধি এবং ব্যাপকভাবে ভাগ করা সমৃদ্ধির উন্নতি ও অগ্রগতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির উপর জোর দেয়।

Header Ad

সর্বশেষ সংবাদ

ভারতীয় সাবমেরিনের সঙ্গে মাছ ধরা নৌকার সংঘর্ষ, নিখোঁজ ২
সংসার ভাঙার দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান
ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি
আ.লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন আরও ৮২ বাংলাদেশি
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলা, নিহত ৪৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন
তামিমকে অধিনায়ক করে বাংলাদেশের দল ঘোষণা
নতুন নির্বাচন কমিশন শপথ নেবে রোববার
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার
খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করলেন মাহফুজ-আসিফ-নাহিদ
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
‘দেশের মানুষ এখনো কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করতে পারে না’
‘বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’: প্রধান উপদেষ্টা
নওগাঁ শহরে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু
২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময়
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ৫ জনকে রোবটিক হাত উপহার
সেনাকুঞ্জের পথে খালেদা জিয়া
সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে মামলায় লড়ব: জেড আই খান পান্না