ক্রীড়া বা শরীরচর্চা প্রভাষক নেবে শহীদ আনোয়ার গার্লস কলেজ
উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নাম : শহীদ বীরউত্তম লে. আনোয়ার গার্লস কলেজ।
ধরণ : ঢাকার অন্যতম সেরা নারী শিক্ষা কেন্দ্র।
ঠিকানা : ঢাকা সেনানিবাস বা ঢাকা ক্যান্টনমেন্ট।
পদের নাম : শরীরচর্চা প্রভাষক বা গেমস লেকচারার।
পদের সংখ্যা : একটি।
আবেদন করবেন ও নিয়োগ দেওয়া হবে : নারী।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবনের সব পর্যায়ে অন্তত দ্বিতীয় বিভাগসহ বিপিএড বা যেকোনো বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস এডুকেশন বা সংশ্লিষ্ট বিভাগে দ্বিতীয় শ্রেণীতে পাশ।
অগ্রাধিকার : জাতীয় বা বিভাগীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতাগুলোতে সাফল্য বা পুরস্কার লাভ করলে এবং শরীরচর্চা শিক্ষক হিসেবে কর্মঅভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ : ১২ জুলাই, ২০২২ অফিস সময়ের মধ্যে।
বয়স : অনুধ্ব ৩৫ বছর।
বেতন, ভাতা : বাংলাদেশের অন্যতম সেরা এই শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মে ও বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকারী শিক্ষক পদে সুবিধার ভিত্তিতে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে শুরুতে ১৬ হাজার টাকা মূল বেতন প্রদান করা হবে। এছাড়াও এই বিদ্যাপীঠের নিয়মে উৎসাহ ভাতা, চিকিৎসা সুবিধা, উৎসব বোনাস, পহেলা বৈশাখ ভাতা, বাড়ি ভাড়া, চাকরি স্থায়ী হলে ১০ শতাংশ হারে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটিসহ সকল প্রদেয় সুবিধা দেওয়া হবে।
আবেদনের নিয়ম : শিক্ষাগত যোগ্যতা অনুসারে একটি পূর্ণ বাংলা বা ইংরেজিতে আবেদন করতে হবে। তাতে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি যুক্ত করতে হবে। সব শিক্ষাগত, প্রশিক্ষণ, অজনের সত্যায়িত সাটিফিকেট যুক্ত করতে হবে। কর্মঅভিজ্ঞতা থেকে থাকলে দিতে হবে সত্যায়িত আকারে। জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্বের সত্যায়িত সনদ যুক্ত করতে হবে। আবেদনে কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। চাকরিরত প্রার্থীদের কতৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। যোগাযোগের ঠিকানা, মেইল ও মোবাইল নম্বর দিতে হবে।
আবেদন করবেন : ট্রাস্ট ব্যাংকের যেকোনো শাখা থেকে বরাবর-অধ্যক্ষ, শহীদ বীরউত্তম শহীদ লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট-এই ঠিকানার অনুকূলে ১ হাজার টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে।
উল্লেখ্য : অসম্পূণ আবেদন বাতিল হবে। কোনো তদবির গ্রহণযোগ্য নয়। লিখিত, মৌখিক ও ব্যবহারিক ক্লাসের জন্য কোনো টিএ বা ডিএ প্রদান করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে বিএড ডিগ্রিও অর্জন করতে হবে। চাকরি স্থায়ী হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মে সব সুবিধা প্রাপ্য হবেন।
আবেদনের ঠিকানা : ফেরৎযোগ্য খামে বরাবর, অধ্যক্ষ-শহীদ বীরউত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-এই ঠিকানায় আবেদন করতে হবে। খামের ওপর নিজের নাম, যোগাযোগের ঠিকানা, মেইল ও মোবাইল নম্বর দিতে হবে।
ওএস।