যশোরের প্যানাসিয়া নার্সিংয়ে প্রিন্সিপাল?
নার্সিং কলেজের নাম : প্যানাসিয়া নার্সিং ইনস্টিটিউট।
ঠিকানা : যশোর, চাঁচড়া, বাড়ি ৮৪, ডাল মিল মসজিদ রোড।
পদের নাম : প্রস্তাবিত প্যানাসিয়া নার্সিং ইনস্টিটিউটে নিয়োগ করা হবে-প্রিন্সিপাল।
শিক্ষাগত যোগ্যতা : মাস্টার্স ইন নার্সিং বা এমপিএইচ বা নার্সিং সংশ্লিষ্ট ক্ষেত্রে মাস্টার্স থাকতে হবে।
কর্মযোগ্যতা : অন্তত সাত বছরের নার্সিং শিক্ষকতায় অভিজ্ঞ হতে হবে। এছাড়াও প্রতিষ্ঠিত নার্সিং ইনস্টিটিউটে প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্ম অভিজ্ঞতাধারীরা অগ্রাধিকার লাভ করবেন।
বয়স : সবোচ্চ ৪০।
আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা অনুসারে একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। সেখানে নিজের, পিতা, মাতা, বর্তমান ও স্থায়ী ঠিকানা, বাংলা ও ইংরেজিতে প্রদান করতে হবে। জন্ম তারিখ ও আবেদন জমা দেবার শেষ তারিখে বয়স উল্লেখ করতে হবে। শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতা লিখতে হবে। মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা লিখতে হবে। আবেদনপত্রে দুই কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি দিতে হবে। সব শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট দিতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি দিতে হবে। চাকরিরত প্রার্থীরা কতৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন।
আবেদন পৌছানোর ঠিকানা : বরাবর চেয়ারম্যান, প্যানাসিয়া নার্সিং ইনস্টিটিউট, যশোর, চাঁচড়া, বাড়ি ৮৪, ডাল মিল মসজিদ রোড। আবেদনপত্র ডাকে বা সরাসরি পৌঁছাতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২৩ জুন ২০২২ অফিস সময়ের মধ্যে।
নিয়োগ প্রক্রিয়া : বাংলাদেশ নার্সিং কাউন্সিলের নিয়মে নিয়োগ করা হবে। বাছাই প্রার্থীরা লিখিত ও মৌখিকে অংশ নেবেন। ত্রুটিপূর্ণ আবেদন বাতিল করা হবে।
ওএস।