আইইইউবির প্রয়োজন হাউজ কিপার
বিশ্ববিদ্যালয়ের নাম : আইইউবি (ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ)।
বিভাগের নাম : ফ্যাসিলিটি।
নিয়োগ দেওয়া হবে : চুক্তিভিত্তিতে তবে আইইউবিতে কর্মকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রদেয় সুবিধাদি লাভ করবেন।
পদের নাম : হাউজ কিপার।
যোগ্যতা : অন্তত এসএসসি পাশ হতে হবে ও উত্তম চরিত্র এবং সুস্বাস্থ্য থাকতে হবে।
পদের সংখ্যা : একটি।
কর্ম দায়িত্ব : আইইউবির ক্লাসরুমগুলো পরিস্কার, পরিচ্ছন্ন কাজ তদারকি করতে হবে। অধ্যাপক এবং কর্মকর্তাদের অফিসগুলোতেও তাই। প্রতিটি অফিস ও ক্লাসরুমের চাবিগুলো সংরক্ষণ করতে হবে প্রয়োজনে। প্রতিটি কম্পিউটার, ফটোকপি মেশিন, প্রজেক্টর ইত্যাদি প্রয়োজনীয় সকল দ্রব্যাদি পরিস্কার ও গোছানোর কর্মপ্রক্রিয়া তদারকি এবং সম্পন্ন করতে হবে।
অতিরিক্ত দায়িত্ব : অধ্যাপক, কর্মকর্তা, কর্মচারীদের মতামতানুসারে কর্মযজ্ঞ পালন করবেন। অতিথিদের খাবার আনার কাজ সুপারভাইজ করতে হবে।
আবেদন প্রক্রিয়া : সদ্য তোলা এক কপি পাসপোর্ট আকারের ছবিতে একটি বাংলায় পূর্ণ আবেদনপত্র শিক্ষাগত যোগ্যতা অনুসারে তৈরি করবেন। আগের কর্মকালীন অভিজ্ঞতা থাকলে উল্লেখ করতে হবে। কোনো প্রশিক্ষণ ও অতিরিক্ত যোগ্যতা থাকলে দেবেন। জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি যুক্ত করবেন। শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণের সার্টিফিকেট সত্যায়িত করে প্রদান করবেন। চাকরিজীবীরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন। কোনো মিথ্যা ও ভুল তথ্য গ্রহণযোগ্য নয়।
আবেদনের শেষ তারিখ : ২৪ জুন, ২০২২। অফিস সময়ের মধ্যে।
আবেদনপত্র : বরাবর এইচআর (মানব সম্পদ) বিভাগ, পরিচালক, আইইউবি (ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ)। বসুন্ধরা আবাসিক এলাকা, যমুনা ফিউচার পার্কের পেছনে, প্লট ১৬, ব্লক বি, আফতাব উদ্দিন আহমেদ রোড, বসুন্ধরা। হাতে, হাতেও আবেদনপত্র অফিস সময়ের মধ্যে প্রদান করা যাবে। চাইলে মেইলে দিতে পারেন : hrdept@iub.edu.bd.
উল্লেখ্য : খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল ও মেইল আইডি প্রদান করতে হবে।
ওএস।